দীর্ঘদিন পর ক্রিকেট খেলার অনুভূতি | ১০% লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।

আশাকরি সকলে সৃষ্টিকর্তার দয়ায় সুস্থ আছেন এবং ভালো আছেন। সেই সাথে পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এখন আমি আপনাদের সাথে বিকেলে ক্রিকেট খেলার কিছু মুহুর্ত শেয়ার করছি। আশা করি আপনারা উপভোগ করবেন।

20220305_171120.jpg

লোকেশন

20220305_171113.jpg
লোকেশন

ক্রিকেট বর্তমান সময়ে আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি খেলা। তাই ক্রিকেটের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। এছাড়াও ছোটকাল থেকেই ক্রিকেটের প্রতি আসক্তি ছিল। যদিও আমি ভালো ক্রিকেট খেলি না কিন্তু এটি অনেকটা নেশার মত মনে হতো। ক্রিকেট খেলা ভালোভাবে না পারলেও ছোটবেলায় বেশিরভাগ সময় কাটিয়েছি ক্রিকেট খেলার মাঠে। যার জন্য অবশ্য মায়ের বকুনি এবং শিক্ষকের পিটুনি দুটোই হজম করতে হয়েছে। তবুও ক্রিকেট খেলার মাঠ থেকে হাল ছাড়িনি।

20220305_171124.jpg
লোকেশন

20220305_171049.jpg

লোকেশন

যাইহোক বর্তমান সময়ে এখন আর দৈনন্দিন কাজের চাপে কিংবা জীবন সংগ্রামের পথে চলতে চলতে সময় হয় না ক্রিকেট খেলার জন্য। মনে হয় যেন ক্রিকেট থেকে অনেক দূরে সরে এসেছি এবং অনেক বড় হয়ে গেছি। সবশেষে দীর্ঘদিন পর বিকেলে অবসর সময় কাটানোর জন্য মাঝেমধ্যে ক্রিকেট খেলার সুযোগ হচ্ছে। যদিও এখন আর আগের মত খেলা আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না।

20220305_171116.jpg

লোকেশন

20220305_171033.jpg

লোকেশন

বর্তমান সময়ে এক বছর ব্যাপী প্রশিক্ষণের সুবাদে বান্দরবান টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আছি। ফলে বিকেলে অবসর সময় কাটাচ্ছি। তাই সেজন্য আমরা কয়েকজন শিক্ষক মিলে ইনস্টিটিউটের সামনে থাকা মাঠে ক্রিকেট খেলার জন্য পিচ বানিয়েছি। এবং বিকেলে সকলে মিলে খেলাধুলা করার চেষ্টা করছি। সত্যি বলতে এখন ক্রিকেট খেলার মধ্যে আলাদা অনুভূতি পাচ্ছি। যদিও আগের মত বোলিং করতে পারছিনা কিংবা ব্যাটিং করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন পর খেলার কারণে কয়েক ওভার বল করেই অনেক ক্লান্ত হয়ে গেছি এবং পেশিতে ব্যথা অনুভব করছি।

যদিও ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারিনি। তাছাড়া এখানের মাটি অনেক শক্ত হওয়ার কারণে বল এমন গতি সম্পন্ন হয় যে চোখে মুখে কিছুই দেখা যায়না। যাইহোক দীর্ঘদিন পর খেলতে পেরে বেশ ভালো লাগলো। এবং মুহূর্তটি বেশ ভালোভাবে উপভোগ করতে পারছি। মনে হয় যেন সবকিছু ভুলে আবার সেই শৈশবে ফিরে এসেছি। শৈশব কিংবা কৈশরের সেই আনন্দ মুহূর্ত গুলো আবার মনের মধ্যে উঁকি দিচ্ছে। দীর্ঘদিন পর খেলতে পেরে সত্যিই অসাধারন অনুভুতি মনে কাজ করছে।

ফটোগ্রাফি গুলো আমার নিজের তোলা এবং লেখাগুলো সম্পূর্ণই কপিরাইট মুক্ত। কোন ওয়েবসাইট কিংবা কারো কাছ থেকে কপি করা নয়।

IMG-20220226-WA0026.jpg

আমি মোঃ কাউছার হাসান। জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি। কেননা এদেশের প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা এবং এদেশের বুকে আমার বসবাস। পেশায় একজন শিক্ষক এবং ব্যক্তিগতভাবে এক সন্তানের বাবা। সব সময় নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই এবং সেইসাথে প্রকৃতির মাঝে ভ্রমণ করার মাধ্যমে নিজেকে খুঁজে পাই।

Sort:  
 2 years ago 

দীর্ঘদিন হলো ব্যাট বল হাতে নেয়া হয়না। আপনার পোস্টটি দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেলো। ভালো লিখেছেন। তবে এরপর থেকে এই ধরনের পোস্টে ক্যামেরা সংক্রান্ত তথ্য দেয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই। অবশ্যই চেষ্টা করব ক্যামেরা সংক্রান্ত তথ্য গুলো যুক্ত করার জন্য।

ভাই ক্রিকেট খেলা আমার পছন্দের একটা খেলা। আমার খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা খেলা শেয়ার করার জন্য।

 2 years ago 

এটি আমারও পছন্দের খেলা। তবে ভালো খেলতে পারি না। ধন্যবাদ

 2 years ago 

কি যে বলেন ভাই আপনার অনুভূতি আপনি আমাদেরকে শেয়ার করে আমার অনুভূতি জাগিয়ে দিয়েছেন ,কেননা একটা সময় অনেক বেশি ক্রিকেট খেলতাম ।কিন্তু এখন কর্মব্যস্ততা ও সময় স্বল্পতার কারণে ক্রিকেট খেলা হয়না ।অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ক্রিকেট খেলার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে লেখাটা পড়ার জন্য এবং আপনার সুন্দর মতামত প্রদানের জন্য।

 2 years ago 

দীর্ঘদিন পর ক্রিকেট খেলার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে নিজের পুরনো অভ্যাস গুলো যদি চর্চা করা হয় তাহলে ভালোই লাগে। ক্রিকেট খেলা শরীরের জন্য খুবই উপকারী। আপনি আপনার অনুভূতি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ক্রিকেট খেলা স্বাস্থ্যের জন্য উপকারী। তাছাড়া মাঝেমধ্যে খেলতে পারলে মানসিক অবস্থাও ভালো থাকে। ধন্যবাদ

 2 years ago 

ক্রিকেট খেলতে অনেক ভালো লাগে। তবে মাঠ না থাকার কারণে অনেক বছর ধরে খেলা হয়না। মাঠ পেলেও যায়গা পাওয়া জায়না। কারণ একটু যায়গা কিন্তু মানুষ অনেক। আপনার খেলতে পারার অনুভূতি জেনে অনেক ভালো লাগলো ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আমি মনে করি ক্রিকেট সবাই পছন্দ করে। যদিও আমি এখন তেমন খেলিনা। তবে ছোটবেলায় অনেক খেলা হতো। ভার্সিটিতে সময় পেলে মাঝে মাঝে খেলি। দেখে বোঝা যাচ্ছে আপনি সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ভাই। এরকম ক্রিকেট খেলার সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। হ্যাঁ মুহূর্তটি বেশ উপভোগ্য ছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63