লেভেল ২ হতে আমার অর্জন - By @kawsar8035 | লাজুক খ্যাঁক এর জন্য ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম।

আশাকরি সকলে সৃষ্টিকর্তার দয়ায় ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি গত সপ্তাহে লেভেল ২ এর ক্লাস করেছি এবং ভাইভাতে অংশগ্রহণ করেছিলাম। এখন আমি সেখান থেকে যা অর্জন করতে পেরেছি তা এই লিখিত পরীক্ষার মাধ্যমে নিজের অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করছি। আশা করি লিখিত পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর আমি যেভাবে দেয়ার চেষ্টা করেছি সেগুলো আপনাদের ভালো লাগবে।

আমাদের স্টিমিট অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখার জন্য @abb-school এর প্রফেসরগণ লেভেল ২ এর ক্লাসে বিভিন্ন কী, মাস্টার পাসওয়ার্ড, ওয়ালেট এর নিরাপত্তা, ডেলিগেশন ও পাওয়ার আপ সহ আরো কিছু বিষয় সম্পর্কে সুন্দর আলোচনা করেছিলেন। যাইহোক আমি ক্লাস থেকে যা অর্জন করেছি তা কতগুলো প্রশ্নউত্তরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।

20220318_080132.jpg

প্রশ্নঃ কী কয় ধরনের ও কি কি এবং এর গুরুত্ব উল্লেখ কর?

উত্তর ⇨ স্টিমিটে সাধারণত দুই ধরণের কী রয়েছে।

  • ১. পাবলিক কী

এটি একটি উন্মুক্ত কী। এটি সংরক্ষণের প্রয়োজন হয় না। সাধারণত ব্লকচেইন এর কোন ডাটা এনক্রিপ্ট করে দেখতে চাইলে এই কী প্রয়োজন হতে পারে।

  • ২. প্রাইভেট কী

এই কী সংরক্ষন করা খুবই গুরুত্বপূর্ণ। কারন এখানে কয়েক প্রকার প্রাইভেট কী রয়েছে। যেগুলো চুরি হয়ে গেলে আমাদের একাউন্ট অন্যের দখলে চলে যাবে এবং আমাদের ওয়ালেট থেকে আমাদের উপার্জন মুহূর্তের মধ্যেই চুরি করে নিয়ে যেতে পারবে। তাই এই কী গুলো সংরক্ষন খুবই গুরুত্বপূর্ণ।

প্রাইভেট কী চার ধরনের

  • পোস্টিং কী
  • এক্টিভ কী
  • ওনার কী
  • মেমো কী

প্রশ্নঃ পোস্টিং কী (Posting key) এর কাজ কি ?

উত্তর ⇨ পোস্টিং কী দিয়ে সাধারনত স্টিমিটে সোশ্যাল একটিভিটির কাজ গুলো সম্পাদন করা হয়। যেমন পোস্ট করা, কমেন্ট করা, আপভোট দেয়া,ডাউনভোট দেয়া,রিস্টিম করা, কমেন্ট কিংবা পোস্ট এডিট করা, কাউকে ফলো করা কিংবা আনফলো করা, মিউট কিংবা আনমিউট করা ইত্যাদি এই সকল কাজ গুলো পোস্টিং কী দিয়ে করা হয়। তাই আমাদের অবশ্যই এই সকল কাজ করার জন্য‌ স্টিমে পোস্টিং কী দিয়ে লগইন করতে হয়।

প্রশ্নঃ এক্টিভ কী (Active key) এর কাজ কি ?

উত্তর ⇨ একজন ব্যবহারকারীর জন্য অ্যাক্টিভ কী খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুবই সেনসিটিভ। তাই এটি সংরক্ষণ করা খুবই জরুরী। কারণ এখানে ওয়ালেট সম্পর্কিত সকল কাজ অ্যাক্টিভ কী দিয়ে সম্পাদন করতে হয়। অ্যাক্টিভ কী দিয়ে ট্রান্সফারের কাজ, এসবিডি স্টিম পাওয়ার কনভার্সন,উইটনেস ভোট দিতে, পাওয়ার আপ কিংবা পাওয়ার ডাউন দিতে,কোন এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় ইত্যাদি করার জন্য অ্যাক্টিভ কী ব্যবহার করা প্রয়োজন হয়। এছাড়াও প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তনের জন্য এই কী এর প্রয়োজন হয়।

প্রশ্ন: ওনার কী (Owner key) এর কাজ কি ?

উত্তর ⇨ সহজ কথায় বলতে গেলে এই কী যার হাতে থাকবে সেই ঐ অ্যাকাউন্টের মালিক। তাই বুঝাই যাচ্ছে এই কী খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি সেনসেটিভ। এক্টিভ কী কিংবা পোস্টিং কী হারিয়ে গেলে কিংবা হ্যাক হয়ে গেলে এই ওনার কী এর মাধ্যমে https://steemitwallet.com থেকে ৩০ দিনের মধ্যে রিকভারি করা যায়। অর্থাৎ এর সাহায্যে এক্টিভ ও পোস্টিং কী রিসেট করা যায়।

প্রশ্ন: মেমো কী (Memo key) এর কাজ কি ?

উত্তর ⇨ এই কী এর সাহায্যে এনক্রিপ্ট করা মেসেজ পাঠানো কিংবা মেসেজ দেখা যায়। এটি মূলত খুব কম ব্যবহৃত হয়।

প্রশ্ন: মাস্টার পাসওয়ার্ড (Master password) এর কাজ কি ?

উত্তর ⇨ মাস্টার পাসওয়ার্ড খুবই সেনসিটিভ। আমাদের একাউন্ট এর অন্যান্য কী গুলো মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে তাই এটি দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। এই পাসওয়ার্ড দিয়ে অনন্য কী এর সকল কার্যক্রম চালানো যায়। বলতে গেলে এটি সবচেয়ে সেনসিটিভ এবং সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে একাউন্ট রিকভারি থেকে শুরু করে সকল ধরনের কাজ করা সম্ভব। তাই এই পাসওয়ার্ড সবচেয়ে বেশি সেনসিটিভ। তাই এটি সংরক্ষণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ।

প্রশ্ন: মাস্টার পাসওয়ার্ড (Master password) নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর ⇨ যেহেতু এটি খুবই সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ তাই আমি আমার একাউন্টের মাস্টার পাসওয়ার্ড আমার নিজস্ব ডাইরিতে লিখে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এছাড়াও আমি আমার গুগল ড্রাইভে এই পাসওয়ার্ড সহ প্রাইভেট কী গুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমার গুগোল ড্রাইভটি জিমেইল ব্যবহার করে টু-স্টেপ ভেরিফিকেশন করা আছে।

প্রশ্ন: পাওয়ার আপ কেন জরুরী?

উত্তর ⇨ স্টিম প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের ওয়ালেটে পাওয়ার আপ এর মাধ্যমে স্টিম পাওয়ার (SP) বাড়াতে থাকি তাহলে আমাদের ভোটিং পাওয়ার বাড়তে থাকবে। ফলে আমরা অন্যের ভালো পোষ্ট গুলোতে আপভোট দেয়ার মাধ্যমে অর্থাৎ বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পেতে পারি। এছাড়াও পাওয়ার আপ করার মাধ্যমে আমরা বেশি বেশি কমেন্ট করতে পারব,পোস্ট, ভোট বেশি দিতে পারব। ফলে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও আমরা যদি আমাদের স্টিম পাওয়ার কাজে লাগিয়ে কারো কোয়ালিটি সম্পন্ন পোস্টে আপভোট দেই,তাইলে ভালো কনটেন্ট লেখকরা উৎসাহিত হবে,ফলে স্টিমিট প্লাটফর্মের ভ্যালু বাড়বে, স্টিমিট প্লাটফর্মের ভ্যালু বাড়লে, স্টিমের দামও বাড়বে। এর ফলে আমরাই লাভবান হব। তাই আমাদের স্টিম পাওয়ার আপ করা প্রয়োজন।

প্রশ্ন: পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর ⇨ পাওয়ার আপ করতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের স্টিমিট একাউন্টে অ্যাক্টিভ কী দিয়ে লগইন করতে হবে। তারপর আমি আমার ওয়ালেটে থাকা স্টিম দেখতে পাবো। এর পাশেই একটি ছোট ড্রপ ডাউন আইকন মেনু রয়েছে। ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করলে কিছু অপশন দেখতে পাওয়া যায় যেখানে পাওয়ার আপ বাটন আছে। তখন পাওয়ার আপ অপশনে ক্লিক করার পর আমার আইডির নাম এবং কি পরিমান স্টিম পাওয়ার আপ করতে চাই তার পরিমাণ বসিয়ে পাওয়ার আপ অপশনে ক্লিক করলে পাওয়ার আপ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

প্রশ্ন: সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তর ⇨ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার‌ ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ।

প্রশ্ন: মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর ⇨ মেমো ফিল্ডের কাজ হল আমরা যখন কাউকে steem বা sbd উপহার হিসেবে কিংবা অন্য কোন কারণে পাঠাই। তখন steem বা sbd পাঠানোর সময় ট্রান্সফার এর সাথে আমরা যদি কোন বার্তা দেই তখন তা মেমো ফিল্ডে দিতে হয়। এছাড়াও আমরা যখন কোন এক্সচেঞ্জ সাইটে steem বা sbd ডিপোজিট করি তখন এক্সচেঞ্জ সাইট থেকে যে মেমো দেয়া হয় সেটা মেমো ফিল্ডে লিখে ট্রান্সফার করতে হয়।

প্রশ্ন: ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর ⇨ ৫ দিন

প্রশ্ন: ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর ⇨ ৩০০ এস.পি

ধন্যবাদ আমার ব্লগ কমিউনিটি এবং এবিবি স্কুল এবং এর সাথে জড়িত সকল প্রফেসরগণকে। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা স্টিম এর বেসিক সম্পর্কে জানতে পারছি এবং আমাদেরকে স্টিম ভিত মজবুত করার চেষ্টা করছি। আবারো সকলকে ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।

#abb-level02

Sort:  
 2 years ago 

নির্ভূল পরীক্ষা দিয়েছেন। খুব ভালো হয়েছে।

লেভেলে থাকা ব্লগারদের জন্য @abb-school কে ৫% ও @shy-fox কে ১০% বেনিফিসিয়ারী দেওয়া আবশ্যক করা হয়েছে। আগামী পোস্ট গুলো থেকে সেই বিষয়টা খেয়াল রাখবেন।

 2 years ago 

এর পর থেকে দুটি বেনিফিশিয়ারি ঠিকভাবে এড করে দিব। ধন্যবাদ ভাই

 2 years ago 

এবিবি স্কুলে ক্লাস করে আপনি অনেক কিছু অর্জন করেছেন তা দেখে বুঝতে পারলাম। প্রতিটি কি সম্পর্কে আপনি অনেক ধারণা নিয়েছেন‌ দেখে খুব ভালো লাগলো। আশা করব পরবর্তী ক্লাস গুলো ভালো ভাবে করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এভাবে সামনের দিকে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দোয়া করবেন যেন এই ধারা অব্যাহত থাকে। ধন্যবাদ

 2 years ago 

এবিবি স্কুলে প্রতিটি বিষয়ে অনেক সুন্দর ভাবে শেখানো হয়। আশা করি আপনি খুব দ্রুতই লেবেল পার করে ভেরিফাই মেম্বার হতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বী এখানে প্রতিটি বিষয় অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয় এবং ভালোভাবে বোঝানো হয়।

 2 years ago (edited)

এবিবি স্কুলে ক্লাস করে প্রতিটি বিষয় খুব সুন্দর করে আয়ত্ত করেছেন।আপনার পরীক্ষার খাতা দেখে বুঝতে পারলাম।সব গুলো কী বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছেন। প্রতিটি কী সম্পর্কে পরিষ্কার বর্ণনা দিয়েছে। আশা করি আমাদের কমিউনিটির সব নিয়মকানুন মেনে চলবেন। আশা করি আপনি খুব শীঘ্রই লেভেল টু অতিক্রম করবেন । আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল।

 2 years ago 

শুভকামনা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

লেভেল টু এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। এটা আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করলেন। এভাবে প্রতিটি ক্লাসের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার সফলতার পথে এগিয়ে যাবে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাই।

 2 years ago 

আমিও আশা করি পরবর্তী সময়ে স্টিম সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ

 2 years ago 

আপনি লেভেল 2 থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

আপনি লেভেল ২ এর বিষয় গুলো খুব সুন্দর ভাবে বুঝেছেন তা আপনার পোস্ট পড়েই বুঝা যাচ্ছে। অসাধারন ভাবে সব কিছুর বিবরণ দিয়েছেন। তাই খুব চমৎকার হয়েছে। পরবর্তি লেভেল এর জন্য শুভেচ্ছা রইলো ভাই।

 2 years ago 

আপনি লেভেল টু এর পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। আমি নিজেও পরীক্ষাগুলো দিয়ে আজ ভেরিফাইড হয়েছি। ক্লাসগুলো করলে অনেক কিছু জানা যায় শেখা যায়। লেভেল ওয়ান এবং 22 টি ক্লাস থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আশাকরি আগামী ক্লাসগুলো থেকেও আরো অনেক কিছু শিখতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ক্লাস গুলো থেকে স্টিম সম্পর্কে সুন্দর বেসিক ধারণা পাওয়া যায়। আশা করি আরও অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ

 2 years ago 

চমৎকার ছিল আপনার উপস্থাপনা। আপনার উপস্থাপনা দেখে বোঝা যাচ্ছে লেভেল 2 এর প্রতিটি বিষয় সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করেছেন। এবং দেখছি ইতিমধ্যে আপনি লেভেল 2 এর ট্যাগ ও পেয়ে গেছেন। এভাবেই এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.72
ETH 3101.08
USDT 1.00
SBD 2.33