আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজ করার অনুভূতি - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar

যেকোনো বিষয় অনুভূতি প্রকাশ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা উপলক্ষে এখানে কাজ করার অনুভূতি প্রকাশ করার একটি জায়গা পেলাম। আমার বাংলা ব্লগে কাজ করার আমার অনুভূতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি আমার বাংলা ব্লগকে একটি শুধু মাত্র কমিউনিটি বলবো না আমি বলবো এটা বাঙালি জাতির একটি পরিবার- এবং যেখানে আমরা বাঙালিরা একে অপরের সহযোগী হয়ে আছি । একটা পরিবারের যেমন একজন কর্তা থাকে, সেরকমই আমাদের মাথার উপর একজন একটা ছায়ার মত আছে আর সে হল @rme দাদা। সত্যি কথা বলতে আমি তার মতো বড় মনের মানুষ আমি কম দেখেছি। আমি তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমার আজকের পোস্ট শুরু করছি।


20220608_170532.png


যেভাবে এখানে জয়েন হয়েছি


২০১৭ সালে যখন আমি প্রথম স্টিমিট এ আসি। তখন আসলে সব কিছু বুঝতাম না। আর তখন হয়তোবা ছয় মাসের মত এখানে কিছু পোস্ট করেছি এবং কিছু আয় করেছি। এরপরে অনেকদিন আমার কাজ বন্ধ ছিল এবং ২০২০ সালে, ডিসেম্বর মাসে আমি আবার নতুন করে কাজ শুরু করি। আমি অনেক কমিউনিটিতে কাজ করেছি । কিন্তু সেখানে ইংরেজিতে ব্লগিং করার কারণে আমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয় না, আর মনের ভিতর একটি খুঁতখুঁত থেকে যেত।


এরপরে হঠাৎ ২০২১ সালে এসে দেখলাম যে আমার বাংলা ব্লগ নামে একটি কমিউনিটি ওপেন করা হয়েছে। কিন্তু শুরুর দিকে আমি সেখানে পোস্ট করিনি। কিন্তু আমি অন্য কমিউনিটিতে ইংরেজি দিয়ে যেকোনো ধরনের কনটেন্ট লিখতাম এবং শেয়ার করতাম ,এতে আমি মন থেকে খুব একটা শান্তি পেতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটি আমি যখন দেখলাম এখানে বাংলায় ব্লগিং করছে এটা দেখে আমি উৎসাহিত হলাম এখানে কাজ করার জন্য।


এজন্য সেই কমিউনিটিতে আমার অনেকেই পরিচিত ছিল। আসলে আমরা একই কমিউনিটিতে কাজ করতাম তো সেই অর্থে সেখানে আমি অনেককেই চিনতাম। তো তাদের সাথে আমি যোগযোগ করেছিলাম। @rex-sumon ভাই আমার পরিচিত ছিল তো তাঁকেও আমি এসএমএস দিয়ে এই কমিউনিটি সম্পর্কে জানলাম। তিনি আমাকে পরিচিত মূলক পোস্ট করতে বললেন এবং বললেন এরপরে মডারেটর রা সব বলে দিবে, তো আমি সেটাই করলাম। প্রথমে এরপরে আমি এখানে পরিচিত মূলক পোষ্ট দেই ।


এরপরে আমি পরিচিত মূলক পোস্ট দেই এবং ডিসকোর্ডে জয়েন হই। আমরা ছিলাম এবিবি স্কুলের প্রথম ব্যাচ। এভাবেই আমি আমার সব লেভেল গুলো কমপ্লিট করি এবং আমি ভেরিফাইড মেম্বার হই। ভেরিফাইড মেম্বার হওয়া যে আমার কতটা স্বপ্ন ছিল আসলে সেটা বলে বুঝাতে পারব না। যখন আমি ভেরিফাইড মেম্বার ট্যাগ পেলাম আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে যদিও আমি অনেকদিন আগে থেকেই স্টিমিট এ জয়েন আছি ,কিন্তু আমি অনেক বিষয় জানতাম না। আর আমি যখন এবিবি স্কুলের ক্লাস গুলো করেছিলাম তখন আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখছিলাম। আসলে এজন্য এই উদ্যোগটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এতে আমরা যারা সাধারন ইউজার আছি তারা আসলে অনেক কিছু শিখতে পারি।


image.png

Image source: copyright & royalty free unsplash.com



এখানে কাজ করতে ভালো লাগার কারণ


আমি আসলে যতদিন এই প্লাটফর্মে থাকবো ,ততদিন এই এই এবিবি স্কুলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। কেননা আমি তার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি অনেকদিন যাবত প্লাটফর্মে কাজ করছি এবং এবিবি স্কুলে যে বিষয়গুলো শেখানো তা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এমন অনেক বিষয় গুলো শেখানো হয়েছিল যে বিষয়গুলো আমি আগে জানতাম না এবং কিউরেশন বিষয় গুলো আমি পুরোপুরিভাবে ক্লিয়ার ছিলাম না। সেই বিষয়গুলো আমি জানতে পেরেছি এই স্কুলের মাধ্যমে। বিশেষ করে ইঞ্জিনিয়ার সাইফুল ভাইয়ের কথা না বললেই নয়, সে খুব সহজভাবে কিউরেশন এই বিষয়গুলো আমাদের সাথে আলোচনা করেছেন এবং কিউরেশন রিওয়ার্ড এবং অথোর রিওয়ার্ড বিষয় গুলো অনেক ক্লিয়ার করেছে ।আমি পুরোপুরিভাবে বুঝতে সক্ষম হয়েছি এই লেভেলের ক্লাস এর মাধ্যমে।


আমাদের মত সাধারন ব্যবহারকারীকে খুবই সুন্দরভাবে সেগুলো শেখানোর জন্য এবং পরীক্ষার সিস্টেম টা আমার কাছে খুব ভালো লেগেছে। শুধুমাত্র কিন্তু লিখিত পরীক্ষা দিলেই এখানে পাস করা যাবে না। আমি এর আগে নিউকমার্স কমিউনিটিতে লেভেল কমপ্লিট করেছি। সেখানে কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষা দিতে হয়, কিন্তু এবিবি স্কুল থেকে মৌখিক পরীক্ষায় পাশ করে তারপর লিখিত পরীক্ষা দিতে হয়। আরো ভালোভাবে শিখতে পেরেছি, কেননা মৌখিক পরীক্ষা দিতে হলে আমাকে অনেক বিষয় জানতে হবে। অনেক বিষয়ে লিখতে হবে এবং প্রফেসরগণ আমাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়েছেন।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার কারণে আমার বাংলাদেশ এবং ভারতের যে বাঙালিরা রয়েছে তাদের সাথে একটি কমিউনিটি তে, একটি পরিবারের মতো কাজ করতে পারছি। এটা ভেবে অনেক ভালো লাগছে এবং নিজের মতামত গুলো অন্য ভাইয়ের পোস্টে বাংলাতে প্রকাশ করতে পারছি। এটা ভাবতে অনেক ভালো লাগছে। তাই আমি গত ছয় মাস যাবত আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করে যাচ্ছি। আমার ব্যক্তিগত মতামত হলো এই যে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে এটা কোন কমিউনিটি না, এটা হল বাঙালি পরিবারের এক মিলনমেলা। এখানে আমরা বাঙালি পরিবার একসাথে গল্প করে আড্ডা দেই এবং কাজ করি।


সেজন্য আমি আমার বাংলা ব্লগে কাজ করি মন থেকে ভালবাসি এবং মন থেকে ভালবেসে কাজ করে যাচ্ছি। আমার ইচ্ছা রয়েছে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে যাবো ততদিন পর্যন্ত, যতদিন আমি এই ব্লগে পেশায় থাকবো ।কেননা এখানে আমি আমার মাতৃভাষায় নিজের ভাষায় পোস্ট করতে পারছি। অন্য পোস্ট দেখতে পারছি এবং তাদের পোস্টে বাংলা ভাষায় মতামত দিতে পারছি।



হাংআউট এর অনুভূতি


এছাড়াও আরও একটি বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে, প্রতি সপ্তাহে আমাদের সাথে একটি হাংআউট এর আয়োজন করা হয়। যা আসলেই খুবই আনন্দের একটি বিষয়। সত্যি কথা বলতে আসলে যখন বৃহস্পতিবার আসে তখন আমি সারাদিন অপেক্ষায় থাকি এই হাংআউট এর জন্য এবং যখন সবাই উপস্থিত থাকে তখন অনেক ভালো লাগে। কারণ এখানে মডারেটর এবং এডমিন ভাইরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে। কুইজ পর্ব থাকে এবং যখন শেষ হয়ে যায় তখন আমি আবার দিন গুণতে থাকি যে কবে আবার হাংআউট আসবে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকি।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


বিশেষ করে আমাদের সকলের প্রিয় @shuvo35 ভাইয়ের কিছু কথা আমি মন থেকে ফিল করি এবং অনেক ভালো লাগে। তার কথা গুলো বিশেষ করে সে যখন আমাদেরকে বলে বাবারা, সোনারা একটু চুপ করো। এই কথাটা আমি খুব মিস করি এবং সেই কথাটা বলে তখনই মনে মনে অনেক হাসি এবং আমার কাছে তার কথাগুলো অনেক ভালো লাগে। তার কথার জন্য আমরা সবাই অপেক্ষা করি, আমি মনে করি আমার মতো অন্যান্য সদস্য রয়েছেন, তারা শুভ ভাইয়ের কথাগুলো অনেক মিস করেন। আর আমি শুভ ভাইয়ের কথা শোনার জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করি যে, কবে তার সুমধুর কন্ঠে কথা শুনতে পারবো ।



এবিবি ডিস্কোর্ড এর অনুভূতি


একটি বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা হলো আমাদের এই বাঙালি ভাইয়েরা এবং আপুদের ডিসকোর্ডে তাদের সাথে কথা বলি। তারা আমার খোঁজ খবর নেয় , আমি তাদের খোঁজ খবর নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলি। এই বিষয়টি আরো অনেক ভালো লাগে এবং আমার বাংলা ব্লগ এর মাধ্যমে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো আমাদের বাঙালিদের মধ্যে একটি মিলনমেলা হয়েছে। এই আমার বাংলা ব্লগ না থাকলে হয়তো আমি জানতে পারতাম না যে আমার বাংলাদেশের কিংবা বাঙালি কয়জন আছে যারা নিয়মিত এখানে কাজ করছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে তাদের সাথে খুবই সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে অনেক ভালো সম্পর্ক হয়েছে এবং অনেক বাঙালি ব্লগারকে আমি দেখেছি তাদেরকে মনে রেখেছি এবং বাংলাদেশের যারা ভাল ভাল ব্লগার রয়েছে তাদের কিন্তু আমি চিনতে পেরেছি।


পরিশেষে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমার বাংলা ব্লগ প্রত্যেক সদস্যের কাছে আমার বাংলা ব্লগের যারা দায়িত্বে রয়েছেন এডমিন এবং মডারেটরদের , বিশেষ করে দাদারকাছে অনেক কৃতজ্ঞ । কেননা তাদের মাধ্যমেই এমন সুন্দর একটি পরিবার এর সাথে যুক্ত হতে পেরেছি।



image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30