DIY-(এসো নিজে করি) খুবই সিম্পল মেহেদি ডিজাইন আর্ট ||১০%প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে ব্যতিক্রমী কিছু শেয়ার করতে যাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটি মেহেদি আর্ট। এটা আমি সম্পূর্ণ পেন্সিল দিয়ে আর্ট করেছি আমি সাধারণত তেমন ভালো আর্ট পারিনা কিন্তু আমি আমার বাংলা ব্লগে এসে সবার আর্ট দেখে উৎসাহিত হয়ে শুরু করলাম। আশা করি সামনে আরও ভালো হবে এবং আমার এই আর্টও আপনাদের কাছে ভাল লাগবে। তাই আমি আশা করি। তো চলুন শুরু করা যাক।

20211206_204157.jpg

প্রয়োজনীয় উপকরণ:

  • পেন্সিল
  • খাতা
  • রাবার

20211206_204702.jpg


অঙ্কন প্রণালী:


১ম ধাপ

20211206_113126.jpg

সুন্দর এই ফুলটি আঁকার জন্য প্রথমে একটি খাতা নিয়ে নিলাম এরপরে ফ্রেশ পৃষ্ঠায় পেন্সিল দিয়ে লাভ এঁকে নিতে হবে।



২য় ধাপ

20211206_113458.jpg

এরপরে লাভের উপর উপরে মাঝখান বরাবর সুন্দর একটা ফুল এঁকে নিতে হবে।



৩য় ধাপ

20211206_113638.jpg

ফুলে যে পাতা দেওয়া হয়েছিল তার অর্ধেকাংশ পেন্সিল দিয়ে ভরাট করে দিতে হবে।



৪র্থ ধাপ

20211206_113746.jpg

ফুলের ডান পাস থেকে এবং লাভের উপরে খুবই কাছে থেকে দুইটি পাতা একে নিতে হবে।



৫ম ধাপঃ

20211206_113953.jpg

ফুলে যে পাতা আঁকা হয়েছে সেই পাতা খুব সুন্দর ভাবে ডিজাইন করে নিতে হবে।



৬ষ্ঠ ধাপ

20211206_114456.jpg

এরপরে লাভের ডান পাশ থেকে একটি ফুল এঁকে নিতে হবে। এক্ষেত্রে ফুল আঁকার সময় প্রথমে ছোট ছোট পাতা দিয়ে আঁকতে হবে। এরপরে এর উপরে আবার বড় পাতা দিয়ে একটা হবে। ফুলটিকে পাতার অর্ধেক পরিমাণ পেন্সিল দিয়ে ভরাট করে দিতে হবে।



৭ম ধাপ

20211206_114839.jpg

লাভের ডান পাশে যে ফুল আঁকা হয়েছিল সেই ফুলটির উপরে মাঝখানে বরাবর একটি কলি একে নিতে হবে।



৮ম ধাপ

20211206_115503.jpg

লাভের অংশ দিয়ে এবং লাভের ডান পাশে যে ভুলটি আঁকা হয়েছিল তার পাশ দিয়ে একটি বাঁকা দাগ দিতে হবে এবং এর পাশ দিয়ে দুটি পাতার মতো একে দিতে হবে।



৯ম ধাপ

20211206_115829.jpg

এরপর সেই বাকা দাগের উপর থেকে খুবই সুন্দর একটি জবা ফুল একে দিতে হবে এবং ফুলের উপর দিয়ে একটি পাতার মতো আঁকতে হবে।



১০ম ধাপ

20211206_120313.jpg

এরপরে আবার লাভের নিচের দিকে বাম পাশ থেকে আবারো একটি সুন্দর ফুল একে দিতে হবে এবং ফুলের যে পাতাগুলোর দেয়া হয়েছিল সেই পাতাগুলোর অর্ধেক অংশ পেন্সিল দিয়ে ভরাট করে দিতে হবে।



শেষ ধাপ

20211206_200516.jpg

এরপরে সর্বশেষ যে ফুলটি আঁকা হয়েছিল সেই ফুলটি নিচ থেকে দুটি পাতা এঁকে নিতে হবে এবং একটা ডিজাইন করতে হবে এবং পুরো ফুলটিতে এর ডিজাইন করে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর লাভ দিয়ে আঁকা ফুলটি।

THANKS

@kawsar

Sort:  
 3 years ago 

সিম্পল হলেও দেখতে অসাধারন লাগছে ভাই।আর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন ছিল শুভ কামনা রইলো।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনি যে পেইন্টিংটি দেখান তা খুব সুন্দর, আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার ফুলের আর্টি খুবই চমৎকার হয়েছে ‌। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। পেন্সিল দিয়ে আপনি খুব সুন্দর একটি সিম্পল মেহেদি ডিজাইন আর্ট করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু

 3 years ago 

খুব সহজ হলেও আপনার মেহেন্দি ডিজাইন আর্ট ভীষণ সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে প্রত্যেকটি ডিজাইন আর্ট করে দেখিয়েছেন। আমার আপনার এই মেহেন্দি ডিজাইনের আর্ট টা খুব ভালো লেগেছে।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে গজার মাছের রেসিপিটি করেছেন। রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আমাদের বাড়িতেও এই একইভাবে এই রেসিপিটি রান্না হয়। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনি ভুল করে অন্য কমেন্ট এখানে করেছেন

 3 years ago 

এ বাবা একদম ভুল হয়ে গেছে। খুব দুঃখিত দাদা আমি একদম খেয়াল করিনি। অনেক ধন্যবাদ আপনি আমার ভুলটা ধরিয়ে দিলেন।

 3 years ago 

আপনার আর্ট করা দেখে মোটেও মনে হচ্ছে না যে আপনি আর্ট করতে পারেন না। ছবিটা যথেষ্ট সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ বেশ ভালোভাবে বর্ণনা করেছেন। এই ধরনের ছবি মেয়েরা ভালো আঁকতে পারে। যদিও আপনিও খুব সুন্দর করে একেছেন। এত সুন্দর একটি ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এভাবে কমেন্ট করে পাশে থাকার জন্য

ভাইয়া আপনার আর্টটি চমৎকার হয়েছে। তাছাড়াও লাভটির চারপাশে ফুলের নকশা গুলো অনেক সুন্দর হয়েছে। আঁকার সাথে উপস্থাপনা দারুন। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63931.86
ETH 2639.37
USDT 1.00
SBD 2.83