আলু ও পেঁয়াজের কলি দিয়ে মজার রুই মাছ রান্না - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আমি @kawsar ঢাকা, বাংলাদেশ থেকে

PSX_20220202_183824.jpg


🍕প্রয়োজনীয় উপকরণ গুলো নিচে দেওয়া হল
:


উপকরণপরিমাণ
টমেটো১ টি
আলু২ টি
লবণপরিমাণ মতো
মরিচের গুঁড়া১ চা চামচ
ধনিয়ার গুড়া১ চা চামচ
জিরার গুড়া১ চা চামচ
গরম মসলার গুঁড়া১ চা চামচ
হলুদের গুঁড়াহাফ চা চামচ
তেলপরিমাণ মতো
পেঁয়াজহাফ কাপ
কাঁচামরিচ৭/৮ টি

20220201_153427.jpg

20220201_153441.jpg

20220201_153449.jpg

20220201_153456.jpg

20220201_153502.jpg

প্রস্তুত প্রণালীঃ



প্রথম ধাপ

20220201_153551.jpg

এই রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই মাছগুলো তেলে ভেজে নিতে হবে। এ জন্য একটি বাটিতে মাছগুলো নিয়ে এরপর এক চা চামচ হলুদের গুঁড়া এবং ১ চা-চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।


20220201_153812.jpg

এরপরে মাছগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে এবং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।


20220201_153954.jpg

তেল যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন এর ভিতরে একে একে সব মাছ গুলো দিয়ে দিতে হবে। সব সময় চেষ্টা করবেন তেলে তেলে মাছ ভেজে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তেল গরম করে নেওয়ার।



এরপর সময় নিয়ে এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে ব্রাউন কালার করে এপিঠ-ওপিঠ ভেজে নিতে হবে।

20220201_154632.jpg


মাছ যখন বেছে নেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে আলু গুলোকে ভেজে নিতে হবে এর জন্য সেই একই তেলে আলু দিয়ে দিতে হবে।


20220201_154913.jpg

এরপর আলু গুলোকে আবারও একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই সময় অবশ্যই চুলার মিডিয়ামে রাখতে হবে।


দ্বিতীয় ধাপঃ

20220201_153806.jpg

এরপর মূল রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে দিতে হবে এবং কড়াইয়ে ২ টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে। যখন তেল গরম হয়ে আসবে তখন তখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ এবং ৫ থেকে ৬ টি কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিতে হবে।

20220201_154000.jpg

পেঁয়াজ এবং কাঁচা মরিচ দুই থেকে তিন মিনিট ভেজে খাওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা।

20220201_154049.jpg

আদা রসুন কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে এরপরে আমি যে টমেটো কেটে রেখেছিলাম এখানে দিতে হবে।



এরপর এখানে সামান্য পরিমাণ পানি এড করে দিতে হবে এবং মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গুঁড়ো মসলাগুলো অ্যাড করে দিতে হবে।



গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়ার পরে এগুলো অনন্যমনা মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এখানে আরো হাফ কাপ পরিমাণ পানি এক করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।


20220201_154933.jpg

কষানোর জন্য যে পানি দেওয়া হয়েছিল সেই পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এবং মসলার উপরে তেল উঠে আশার আগ পর্যন্ত খুব ভালোভাবে মসলাগুলো কষিয়ে নিতে হবে।



মসলা কষানো হয়ে গেলে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে এবং মসলার সাথে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে।


20220201_155301.jpg

আলু কষানো হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মত পানি দিতে হবে। যে পরিমাণ পানিতে আলু সেদ্ধ হবে এবং পুরো রান্নাটা শেষ হবে।



পানি দেওয়ার পরে এর ভিতর পেঁয়াজের পাতা দিয়ে দিতে হবে এবং আগে থেকে ভেজে রাখা মাছ গুলোকে দিয়ে দিতে হবে।


20220201_155616.jpg

মাছ এবং পেঁয়াজের পাতা দিয়ে দেওয়ার পরে কড়াইয়ে ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করতে হবে।


20220201_162654.jpg

এভাবে ১৫ থেকে ২০ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার আলু এবং পেঁয়াজের কলি দিয়ে মাছের ভুনা।


20220201_163254.jpg

আমার রেসিপি খাবার জন্য একেবারেই তৈরি এখন আমি পরিবেশনের জন্য এনেছি।



আজ এই পর্যন্তই ,সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আবারো কোন নতুন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো।


ফটোগ্রাফার@kawsar
ডিভাইসস্যামসাং এ১০
লোকেশনঢাকা


image.png


ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।
@kawsar

Sort:  
 2 years ago 

ভাইয়া এইটা কোনো কাজ করেছেন বলেন তো🤭☹️।
এতো রাতে এই মজাদার রেসিপি কেউ শেয়ার করে বলেন তো।আমার তো দেখেই খিদা লেগে গেছে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে। আর ভাইয়া রেসিপির কালার টা বেশ দারুণ হয়েছে।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু। আসলেই তরকারি টা খুবই মজাদার ছিল

 2 years ago 

আলু এবং পেঁয়াজের কলি দিয়ে খুব লোভনীয় ভাবে রুই মাছের রান্না প্রস্তুত করেছেন কালারটা দারুণ ভাবে ফুটে উঠেছে খেতে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য ঔ

 2 years ago 

জি ভাই এটা খেতে অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আলু পেয়াজের মিশ্রনে দারুন একটি লোভনীয় রেসিপি করেছেন আপনি ভাই।খুবই চমৎকার হয়েছে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইল

 2 years ago 
  • মজাদার সুস্বাদু রুই মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার ধাপে ধাপে উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে খুবই লোভনীয় লাগছে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার জন্য ও শুভকামনা

 2 years ago 

আপনার এই রেসিপিটি দেখে এই রাতের বেলা খুধা লেগে গেল আবার।আমার কাছে এভাবে মাছের সাথে আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনি তো এর সাথে পেয়াজ পাতা যোগ করেছেন৷ নিশ্চয়ই এটি খুব সুস্বাদু হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো হয়েছে রান্না।

 2 years ago 

আমারও মাছের সাথে আলু খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ

 2 years ago 

বেশ ভালো ছিল আপনার রেসিপিটি। রুই মাছ দিয়ে ভালো আমারও বেশ পছন্দের। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর খুব সুন্দর গোছালোভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

আপনার এই রেসিপি দেখে তো আমার ক্ষুধা বেড়ে গেল। সত্যি অনেক সুন্দর রেসিপি তৈরি করতে পারেন আপনি। ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ও শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45