DIY-এসো নিজে করি: পেন্সিল দিয়ে মেহেদী ডিজাইন
আমি ঢাকা, বাংলাদেশ থেকে মোঃ কাওসার হোসেন ।
আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন আর আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মত আজও আমি আপনাদের মাঝে আরও একটি নতুন পোষ্ট শেয়ার করতে চলে এসেছি। তো আজ আমি আপনাদের মাঝে একটি সিম্পল মেহেদী ডিজাইন শেয়ার করবো। আজকে আমি খুবই সিম্পল ভাবে এই ডিজাইন টি করেছি। আমি আগেই বলেছি আমি ভালো আর্ট পারি না তবে চেষ্টা করি। আশা করি আমার এই মেহেদী ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ:
- একটি সাদা কাগজ
- একটা পেনসিল
অংকন পদ্ধতি:
ধাপ ১:
আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করে নেব। তো এই আর্ট টি করার জন্য আমি প্রথমে একটি পৃস্টা নিয়ে নিয়েছি এরপরে একটি পেন্সিল এর সাহায্যে একটি লাভ এঁকে দিয়েছি।
ধাপ ২:
লাভ যখন একে নেওয়া শেষ হবে তখন আমি লাভের উপরে এ কিছু পাপড়ি দিয়ে সুন্দর করে একটি ফুল একে দেবো। পাপড়ি গুলো ছোট ছোট করে দেব।
ধাপ ৩:
ছোট ছোট পাপড়ি গুলো যখন দেওয়া হয়ে যাবে তখন এই ছোট পাখির উপরে আমি বড় কিছু পাপড়ি দেব এবং সেই পাপড়িগুলো নিচ থেকে সামান্য ভরাট করে দেব। এতে এটা দেখতে আরো বেশী ভালো লাগবে।
ধাপ ৪:
যখন এই ফুলটি সম্পন্ন কমপ্লিট হবে। তখন আমি ওই ফুলের উপরে একটি কলসি একে দেব এবং কলসির ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন করে দেব।
ধাপ ৫:
ডিজাইন দেওয়া হয়ে যাবে তখন এই কলসির উপরে আমি ছোট পাপড়ি দিয়ে আবারো একটি ফুলের উপরে আরেকটি বড় পাপড়ি দিয়ে ফুলটি সম্পন্ন করে নেব। যখন এটা কমপ্লিট হবে তখন আমি এই ফুলের উপরে আবারো একটি কলসির মত একে এর পাশ থেকে তিনটি পাতা এঁকে দেবো।
ধাপ ৬:
যখন এটা কমপ্লিট হবে তখন আমি এই কলসির গায়ে কিছু ডিজাইন করে নেব এবং এর উপরে কিছু পাতা একে দেবো এতে বেশি সুন্দর লাগবে।
ধাপ ৭:
এর পরে নিচে যে লাভ একেছিলাম সেই লাভ টিতপ সুন্দর করে কিছু ডিজাইন করে দেব। ডিজাইন করে দেই তাহলে আসলে এটা দেখতে বেশি ভালো লাগবে। সে জন্য লাভের ভিতর সিম্পল ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবো।
শেষধাপ
এটা একে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই আজকের মেহেদি ডিজাইন আর্ট। আমি আজকের মেহেদি ডিজাইন টি একটি ডাইরিতে করিয়ে দেখিয়েছি। আশাকরি আপনাদের কাছে আমার এই মেহেদি ডিজাইন আর্ট ভালো লাগছে।
আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আগামী কাল আরো কোন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।
@kawsar
অসাধারণ একটি মেহেদী ডিজাইন আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মেহেদি ডিজাইন টি আসলেই খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি মেহেদি ডিজাইন আর আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মেহেদি ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। দোয়া করবেন আপু। আপনার জন্য শুভকামনা রইল
ভাইয়া আপনার হাতের আঁকা মেহেদি ডিজাইন টা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর মেহেদী আঁকতে পারেন। সিম্পল মেহেদী ডিজাইন আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার কাছেও মেহেদী ডিজাইন এর সিম্পল আর্ট গুলো ভালো লাগে আপু
ভাইয়া আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন এঁকেছেন। আমার কাছে আপনার এই ডিজাইন অনেক ভালো লেগেছে। আমি একদিন এই ডিজাইন মেহেদি দিয়ে হাতে পরে দেখবো। এই ডিজাইনগুলো মেহেদি দিয়ে হাতে দিতে পারলে খুবই সুন্দর লাগবে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে মেহেদির সুন্দর ডিজাইন এঁকেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আমার করা ডিজাইন আপনি হাতে পরবেন, শুনে ভালো লাগলো আপু
পেন্সিল দিয়ে আপনি অনেক চমৎকার একটি মেহেদী ডিজাইন অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ছেলে হয়েও আপনি অনেক সুন্দর মেহেদী ডিজাইন করেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আগে তো মোটেই পারতাম না, এখন একটু একটু চেষ্টা করি
খুবই সুন্দর একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে হাতের উপর এমন ভাবে মেহেদি দিয়ে অঙ্কন করলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মেহেদী ডিজাইন করতে তো সবসময়ই ভালো লাগে। আপনি পেন্সিল দিয়ে চমৎকার একটা মেহেদী ডিজাইন করেছেন।আমি সবসময় পেন দিয়ে করতাম। আপনার করা ডিজাইন টি সুন্দর হয়েছে। অনেক শুভকামনা রইল ভাইয়া।
জি আপু পেন দিয়ে ডিজাইন টি করলে আরে স্পষ্ট হয়
পেন্সিল দিয়ে ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে মেহেদী ডিজাইন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে
আপনার কমেন্ট পড়ে উৎসাহ পেলাম ভাই। ধন্যবাদ ভাইয়া
মাশাআল্লাহ ভাইয়া আপনি তো চমৎকার মেহেদী ডিজাইন আর্ট করেছেন।কে বলেছেন পারেন না। প্রথমে তো অনেক সুন্দর হয়েছে। করতে থাকেন ইনশাআল্লাহ আরো অনেক সুন্দর হবে। উপস্থাপনা টা বেশ ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
চেষ্টা করেছি ভাই, দোয়া করবেন সামনে যেন আরো আর্ট করতে পারি
চমৎকার একটি মেহেদি ডিজাইন আপনি আজকে পেন্সিল দিয়ে অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি মেহেদি ডিজাইন টি যদি হাতে পরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো দেখতে আরো অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে ডিজাইন তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
হাতে মেহেদী পরলে দারুন লাগে। ধন্যবাদ আপনাকে
আপনি অসাধারণ ভাবে মেহেদী ডিজাইন করেছেন। আপনি আমদের এলাকায় থাকলে সব মেয়েরা আপনাকে ঘিরে রাখতো মেহেদী লাগানোর জন্য।
কি বলেন ভাই, তবে তো এ ডিজাইন করা বাদ দিতে।