মিতব্যয়ী হওয়ার উপায় -১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar


আশা করি সবাই আমার বাংলা ব্লগের সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। আজ আমি প্রতিদিনের মতো আরও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটি ভিন্নধর্মী পোস্ট করতে যাচ্ছি। তবে আমি আশা করি যে আমার আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। কেননা আমি আজকে একটি উপকারী পোস্ট করব যেটা আমার এবং আপনার প্রত্যেকেরই খুবই প্রয়োজন। কিন্তু হয়তো আমরা সেটা করতে পারছি না। সেই বিষয় নিয়ে আজকে আমি লিখবো।


image.png

Image source: copyright & royalty free pixabay.com


মিতব্যয়ী শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আমরা এই পথে চলতে পারি না যদিও আমাদের প্রত্যেকের চেষ্টা আছে। আমরা সবাই চাই যে আমরা কিছু আমাদের আয় থেকে আমরা কিছু টাকা জমিয়ে রাখব, হয়তো প্রয়োজনের সময় আমাদের অনেক কাজে আসবে। কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারি না। এই দিকটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা দিক এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা কাজে লাগাতে পারি।


তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো। হয়তো আমরা অনেকেই ভাবি যে মিতব্যয়ী মানে কৃপনতা। আসলে কিন্তু তা নয় এই অর্থটা যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে কিন্তু আমরা এটা কাজে লাগাতাম। মিতব্যায়ী হলো সেটাই যেখানে কোনো কার্পণ্য না করে প্রয়োজন অনুসারে অর্থের সঠিক ব্যবহার করা ,এই অর্থের প্রয়োজন তা আমরা সবাই উপলব্ধি করতে পারিনা। এজন্যই হয়তো অনেক মানুষ আছে যারা অনেক টাকা আয় করে কিন্তু তবুও তাদের জীবন স্বাচ্ছন্দে পরিচালনা করতে পারে না।


image.png

Image source: copyright & royalty free pixabay.com


এর কারণ একটাই তা হলো অপব্যায় করতেছে। অপরদিকে যদি কেউ কম টাকা আয় করে সে কিন্তু তার পরিবার নিয়ে স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারছে। কারণ সে তার খরচ এর পাশাপাশি মাসে কিছু জমিয়ে রাখছে। এটাই কিন্তু শুধু মিতব্যয়ীদের দ্বারাই সম্ভব। আজ আমি আলোচনা করব আমরা কিভাবে মিতব্যয়ী হতে পারি।



সবক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সঠিক পরিকল্পনা গ্রহণ করাঃ

আমরা অনেকেই হয়তো ভাবি মিতব্যায়ী হওয়া মানেই একেবারে আমাদের প্রয়োজনীয় খরচ কমিয়ে দেওয়া। আসলে কিন্তু তা নয় যতটুকু আমাদের চলার জন্য প্রয়োজন ততটুকু অবশ্যই ব্যয় করতে হবে। এবং অবশ্যই তা সঠিক পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করতে হবে। যদি আমরা সঠিক পরিকল্পনা অনুযায়ী এটা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের আগের থেকে এখনকার খরচ অনেকটাই কম হবে। আসলে জীবন পরিচালনার জন্য কিন্তু অর্থ অনেকটাই প্রয়োজন সেটা যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের সফল হওয়ার পথ খুলে যায়।



পরিবারের সুস্থতা অবশ্যই নিশ্চিত করতে হবেঃ



পরিবারের সুস্থতা অবশ্যই নিশ্চিত করতে হবেঃ আমরা অনেকেই আছি যারা মধ্যবিত্ত কিংবা আমরা গরীব থাকি যারা তাদের পরিবারের কেউ অসুস্থ হলে তারা মনে করে যে আমরা যদি এখন কোন বড় ডাক্তার দেখায় তাহলে হয়তো টাকা বেশি যাবে। এজন্য আমরা ফার্মেসি থেকে ওষুধ খেয়ে থাকি। এরপর হয় কি আস্তে আস্তে সেই অসুস্থতা আরো বেড়ে যায় এবং সেটা অনেক বড় আকারে ধারণ করে। সেজন্য তখন আমাদেরকে আগে ডাক্তার দেখালে হয়তো যেটা খরচ হতো তার থেকেও বেশি খরচ হয়ে পড়ে।


image.png

Image source: copyright & royalty free pixabay.com


এরকম অনেক পরিবার আমি দেখেছি যারা একজনের অসুস্থতার খরচ বহন করতে গিয়ে অনেকটাই কর্মহীন হয়ে পড়ে। আবার আমাদের পরিবারের যে কর্মদক্ষতাকে মানে যে আয় করে তারা যদি এরকম পরিস্থিতিতে পড়তে হয় তাহলে একসময় সে আয় করার মত তার কোন ক্ষমতায় থাকে না। এজন্যই কিন্তু আমাদেরকে অবশ্যই সবার আগে পরিবারের সুস্থতা নিশ্চিত করতে হবে।



পুরো মাসের খরচ বাজেট অনুযায়ী পরিকল্পতভাবে নির্ধারণ করাঃ


আমরা ছোটবেলা থেকে হয়তো একটি কথা সবাই জেনে এসেছি তা হলো আয় বুঝে ব্যয় করা। হয়তো আমরা বর্তমান যেখানে আছি সেখানে এই কথাটা আমরা অনেকেই মানি না। কিন্তু আমাদেরকে সবসময়ই এমন একটি বাজেট নির্ধারণ করতে হয় যেখানে আমাদের আয়ের এর বেশি খরচ আমাদেরকে করা উচিত নয়. সবসময় বাজেট অনুযায়ী আয় করা উচিত।


আমাদের জীবনে চলার পথে অনেকগুলো ব্যয়ের খাত থাকে। যেগুলো আমাদেরকে খরচ করতে। হয় সেজন্য অবশ্যই আমাদেরকে এমন ভাবে বাজেট নির্ধারণ করতে হবে যে এ খাতের টাকা অন্য খাতে কখনোই আমরা খরচ করব না। প্রথম দিকে কষ্ট হলেও এভাবে যদি আমরা চলতে পারি সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ভালো হবে।



কম হলেও নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ সঞ্চয় করাঃ


আমরা সবাই জানি যে আমাদের জীবন একটি যুদ্ধক্ষেত্র. আমাদের জীবনে কখন বিপদ আসবে এটা আমরা কেউ জানিনা। এটা সবসময়ই আমাদের অজানাই থাকে। সেজন্য আমাদের যদি হঠাৎ করে বিপদ আসে, সেই হঠাৎ আমাদেরকে কেউ সাহায্য করতে আসে না। একমাত্র সাহায্য করতে পারে আমার জমানো সেই সামান্য কিছু অর্থ।এ জন্য সব সময় আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের ভবিষ্যতের বিপদের জন্য কিছু কম হলেও অর্থ সঞ্চয় করতে হবে।



নিজের কাছে কখনোই অতিরিক্ত কোন নগদ টাকা রাখা উচিত নয়ঃ


আমরা খুব ভালো ভাবে জানি যে এবং এটা আমরা উপভোগ করতে পারি যদি আমাদের পকেট এ কোন টাকা থাকে রাস্তায় হাটার সময় আমরা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, আর সুন্দরের প্রতি বরাবরই আমাদের একটি দুর্বলতা রয়েছে। তখনই কিন্তু আমরা সেটা কিনে নেই, কিন্তু আমাদের পকেটে যদি তখন টাকা না থাকে তাহলে কিন্তু সেটা আর কেনা হয় না। যদিও তখন আমাদের মন খারাপ হয় কেন কিনতে পারলাম না, যখন এটার রেস চলে যায়।


image.png

Image source: copyright & royalty free pixabay.com


তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলেই এটা না কিনে ভালো করেছি। এভাবেই কিন্তু আমাদের অনেক বাড়তি টাকা খরচ হয়ে যায়। যেটা মাস শেষে আমাদেরকে অনেক ভোগান্তি করতে হয়। এজন্য আমাদেরকে অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যে আমাদের পকেটে যেন কোনো অতিরিক্ত নগদ টাকা না থাকে। এটা কিন্তু না থাকাই ভালো। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই আমরা মিতব্যয়ী হতে পারব। আরও অনেক টিপস রয়েছে যেগুলো আমি এখন এখানে লিখতে যাই তাহলে আমার পোস্ট অনেক বড় হয়ে যায়।



তো আজ আর লিখব না আজ এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। তবে একটি কথা যে আমাদের জীবনে চলার পথে অর্থের অনেক প্রয়োজন এবং সেই অর্থে যদি আমরা সঠিক সময়ে সঠিক পরিকল্পনা অনুযায়ী সঠিক কাজে পরিচালনা করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা এর সুফল পাবো।



image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Sort:  
 3 years ago 

ভাই আপনি অসাধারণ একটা পোস্ট লিখেছেন মিতব্যয়ি, আসলে সময় থাকতে আমরা এই শব্দটার গুরুত্ব দেই না, আর যখন গুরুত্ব দিতে যাই তখন সম্ভব হয়না। মিতব্যয়ি হওয়ার আগের চেয়ে অতিরিক্ত মাত্রায় খরছ বেড়ে যায়। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন অনেকে মিতব্যয়ি আছে যাদেরকে আমরা কৃপণ বলে ইশা করি, আসলে তা ঠিক নয়। প্রতিটি মানুষকেই প্রয়োজনের বেশি অপচয় করা মোটেই ঠিক না। খুব ভালো লেগেছে আপনি অসাধারণ ভাবে বুঝিয়েছেন এবং গুছিয়ে লিখেছেন। আমাদের মাঝে এত সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট উপস্থাপন করার জন্য আপনার প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন।

 3 years ago 

পোস্ট পড়ে কমেন্ট সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ প্রিয় ভাই

 3 years ago 

সুসময়ের সামান্য সঞ্চয় দুঃসময়ের সম্বল। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লিখেছেন ভাই। সত্যি আমাদের সবারই উচিত মিতব‍্যয়ী হওয়া প্রয়োজনের অতিরিক্ত খরচ না করা। এবং সঞ্চয়য়ের জন্য বেশ কিছু ভালো দিক তুলে ধরেছেন। এটা একেবারে যথার্থ নিজের কাছে কখনোই প্রয়োজনের অতিরিক্ত অর্থ রাখা উচিত না। অনেক ভালো একটি পোস্ট ছিল।

 3 years ago 

জি একদমই ঠিক বলেছেন।

 3 years ago 

প্রথমত আপনার মার্কডাউন টা আমার বেশ ভালো লাগলো। আসলে আমরা সবাই চাই আমাদের আয় থেকে কিছু টাকা আমরা জমিয়ে রাখব। প্রয়োজনে কাজে আসবে ঠিক। হ্যাঁ আপনি ঠিক বলেছেন সবসময় বাজেট অনুযায়ী করা উচিত। আয় বুঝে ব্যয় এটাতো আমরা সকলেই জানেন। আসলে বিপদে পড়লে সৃষ্টিকর্তা ছাড়া কেউ কাছে আসে না। তাই আমাদের কিছু সঞ্চয় করা উচিত। সর্বশেষ কথাটি ভালো লাগলো আসলে চলার পথে আমাদের অর্থের প্রয়োজন আছে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী সঠিক কাজে পরিচালনা করতে পারলে ভবিষ্যতে আমরা সুফল পাবো ঠিক বলেছেন।বেশ ভাল লাগলো কথা গুলা♥️

 3 years ago 

আপনার কথাগুলো ও খুবই ভালো লেগেছে ভাই। আর পোস্ট পড়ে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল

 3 years ago 

অসাধারণ ভাই। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমাদের সবারই উচিত মিতব্যায়ী হওয়া। আমাদের কাছে যখন কিছু আসে তখন আমরা নিজের ইচ্ছামত তা উড়িয়ে দিই। কিন্তু পরক্ষনেই একবারও ভাবি না এগুলো শেষ হওয়ার পর কি হবে। আমাদের বর্তমানের চিন্তা না করে ভবিষ্যতের চিন্তা করতে হবে। এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

মিতব্যয়ী অনেক সুন্দর একটি গুণ। এই গুণটি আমাদের সকলেরই থাকা প্রয়োজন। মিতব্যায়ী কিভাবে হওয়া যায় আপনি খুব সুন্দর হবে এবং পয়েন্ট আকারে আপনার পোস্টে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90489.61
ETH 3100.75
USDT 1.00
SBD 2.93