কথার মাধুর্যতা - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar

আশা করি সবাই অনেক ভাল আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আসলে আমরা মাঝে মাঝেই মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি -আর কখন কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটাও বুঝি না। তো এই বিষয়ে আমাদেরকে আমি মনে করি অবশ্যই খেয়াল রাখতে হয়। আর খুবই সতর্ক সাথে বুঝে শুনে এরপর কোন কথা বলতে হয়। এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা লিখব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


আসলে অনেক সময় আমরা অন্য মানুষের সাথে কথা বলতে আটকে যাই এবং খুব ভালোভাবে কথা বলতে পারি না। সেজন্য হয়তো অন্য কোথাও খারাপভাবে হয়ে যায় আর অন্য মানুষ এটা খুব ভালো খারাপ ভাবেন। আর এ জন্য মানুষের সাথে আমাদের একটা খারাপ সম্পর্ক তৈরী হয়ে যায়। এরকম সিচুয়েশনে আমার মনে হয় অনেকেই পড়েছেন- কারণ আমি অনেক সময় এই পরিস্থিতিতে পরে যাই। কেননা যখন আমি কথা বলতে যাই তখন হয়তো সেটা আগে ভেবে দেখি না। সেইজন্য সেই কথাটা আসলে আমি গুছিয়ে বলতে পারিনা।


আর তাই কথা বলার সময় সেই কথাটা যখন সুন্দর ভাবে বলতে পারি না তখন কিন্তু যাকে আমি কথাটা বলছি সে খুবই রাগ করে আর এই পরিস্থিতে যদি আমরা পড়ি তখন কিন্তু অবস্থা খুবই খারাপ অবস্থায় পরিণত হয়। আর এই থেকে বাঁচতে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা অনেক বেশি ভালো করতে পারি। যদি আমাদের কোন কথা বলার হয় বা কারো সাথে কথা বলতে হয় তাহলে আমরা অবশ্যই কথা বলার আগে একটু ভেবে চিন্তে সেই কথাটা বলে উচিত।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


কোন কথা কিভাবে বললে সুন্দর হয়। আর কার সাথে কিভাবে কথা বলা উচিত। এটা যদি আমরা খুব ভালোভাবে ভেবেচিন্তেই কথা বলতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। এতে আসলে আমাদেরকে খুব খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। আর আমরা খুব ভালো থাকতে পারি যদিও এটা আসলে অনেক সময় হয়না -কারন যখন আমাদের ভিতরে রাগ এসে যায়।


আর যখন অন্য মানুষের সাথে একবার কথা বলতে চাই তখন কিন্তু সময় থাকেনা তখন হয়তো আমরা যা ইচ্ছা তাই মানুষকে বলে ফেলি। তবে আমি মনে করি যে কোন পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা আসলে ভালো মানুষের কাজ। ধৈর্যধারণ করতে পারি। যদি আমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি সেখানে কিন্তু আমাদের সার্থকতা। ব্যবহারই মানুষের পরিচয় তাই ব্যবহার অবশ্যই ভালো করতে হবে।


আগের কার মানুষ যেভাবে মানুষের সাথে কথা বলতো। তাতে কিন্তু আমাদের সমাজটা একটা সুশীল সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে আসলে আমাদের সবারই যেমন ব্যবহার তেমনি ভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের সমাজ একটা অশ্লীল সমাজ হিসাবে পরিণত হয়। কিন্তু আমরা যদি সবসময় সুন্দর ব্যবহার করতে পারি, আর কার সাথে কি রকম কথা বলা হয়েছে। সেটা বুঝে যদি কথা বলতে পারি।

তাহলে কিন্তু আমাদের সমাজটা সুন্দর একটি সমাজে পরিণত হয়। আর আমরা এই সুন্দর সমাজে আমরাও ভালো একটা মানুষ হয়ে উঠতে পারি। বর্তমানে আমাদের ছেলেমেয়েরাও কিন্তু অনেক খারাপ কিছু শিখছে। কিন্তু আসলে যদি আমাদের সমাজ তাকে আমরা ভালোভাবে পরিবর্তন করতে পারি। তাহলে আমাদের ছেলেমেয়েরা ও কিন্তু খুব সুন্দর ভাবে গড়ে উঠবে। আমাদের জন্য ভাল তাই আমাদের নূতন প্রজন্মের জন্য হলেও আমাদের উচিত আমাদের সমাজ টাকে খুব সুন্দরভাবে গড়ে তোলা।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


তাই আমাদেরকে অবশ্যই সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে এবং যার সাথে যেরকম ভাবে কথা বলা উচিত সে ভাবে বলতে হবে। সবসময় ভেবেচিন্তে এরপরে সবার সাথে কথা বলতে হবে। কথা সবসময় মাধুর্যতা থাকতে হবে। এভাবে যদি আমরা নিজেকে চালাতে পারে তাহলে একদিন সবাই সুন্দর সমাজ গড়তে পারবো। আজকে এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।



image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাই। কথা বলা সময় সুন্দর করে সেই কথাটি যদি শ্রোতাকে বুঝানো না যায় বা সেই কথাটি যদি সে ভিন্নভাবে গ্রহন করে তবে বাজে একটা পরিস্থিতির তৈরী হয়। আমাদের উচিত কথা বলার আগে সেই কথাগুলো ভালভাবে একটি ভেবে মাথায় সেট করে নেয়া। এতে করে অনেক সুন্দর করে কথা বলা যায় পাশাপাশি কথার ভাবার্থ ও বুঝানো যায়।

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন কথা বলার সময় অবশ্যই আগে ভেবে চিন্তে এরপর বলা উচিত। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60745.88
ETH 2640.15
USDT 1.00
SBD 2.56