DIY-এসো নিজে করি: পাহাড়ের কাছে সুন্দর একটি গ্রাম্য পরিবেশ অঙ্গন - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আজ- ৭ই, মাঘ
১৪২৮ , বঙ্গাব্দ |
শীতকাল
শুক্রবার
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar

আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে বরাবরের মতই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি গ্রামের-দৃশ্য-অঙ্কন শেয়ার করব। আশা করি আমার এই অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অনেক সুন্দর সুন্দর অঙ্কন করেন আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। সেই গুলো দেখেই আমি উৎসাহিত হয় আমি অঙ্কন করার চেষ্টা করি। এত সুন্দর অঙ্কন করতে পারিনা তবে করার চেষ্টা করি। আশা করি আমার এই অঙ্কন করা টা আপনাদের কাছে ভালো লাগবে।

PSX_20220121_191246.jpg


উপকরণ:

  • একটি সাদা কাগজ
  • রং পেন্সিল

20220121_190911.jpg


অংকন পদ্ধতি:

ধাপ ১:

20220121_175745.jpg

এই অঙ্কনটি করার জন্য প্রথমে একটি সাদা পৃষ্ঠা নিয়ে নিতে হবে এবং এর উপরে বাম পাশ থেকে একটি ঘরের উপর থেকে আরেকটি ঘর এঁকে দিতে হবে। এরপর ঘরের ডান পাশ থেকে একটি গাছ এঁকে দিতে হবে। এবং গাছের নিচ থেকে একটু রাস্তা এঁকে দিতে হবে।


ধাপ ২:

20220121_180014.jpg

ঘরের পাশ থেকে যে গাছ আঁকার জন্য দাগ দিয়েছিলাম সেই গাছটা খুব সুন্দর ভাবে একে দিতে হবে।


ধাপ ৩:

20220121_180235.jpg

গাছ আঁকা যখন কমপ্লিট হবে তখন গাছের নিচ থেকে এবং ঘরের মাঝখান থেকে সুন্দর দাগ দিয়ে এরপর উঠান তৈরি করে দিতে হবে।


ধাপ ৪:

20220121_180700.jpg

এরপর গাছের ডান পাশ থেকে সোজা একটি দাগ দিতে হবে এবং এর উপরে পাহাড়ের নিচের অংশ একে দিতে হবে।


ধাপ ৫:

20220121_180902.jpg

এরপরে সেই দাগের উপর থেকে আবার খুব সুন্দর করে তিন থেকে চারটা পাহাড় এঁকে দিতে হবে এটা খুব সুন্দর করে আঁকতে হবে।


ধাপ:৬

20220121_182603.jpg

এরপর পাহাড়ের পাশ থেকে একটি গাছ একে দিতে হবে এবং বড় একটি গাছ আঁকা হয়েছিল সেই গাছের ডানপাশে এবং পাহাড়ের উপর দিকে একটি চাদ আঁকতে হবে এবং যে অংশটুকুতে লাল রং করতে হবে সেটা কমপ্লিট করে নিতে হবে।


ধাপ ৭:

20220121_183254.jpg

এরপর যে অংশটুকু লাল রং করা হয়েছে তার উপর থেকে যে জায়গা বাকি ছিল সেটাতে হলুদ রং করা যেতে হবে শুধু গাছ বাকি রেখে।


ধাপ ৮:

20220121_183731.jpg

এরপর গাছগুলোর পাতা কে সবুজ রং করে দিতে হবে এবং গাছের যে ডালপালা আছে এবং নিচের অংশ আছে সেটাতে গাছের কালার করে দিতে হবে।


ধাপ ৯:


20220121_184429.jpg

এরপর যে পাহাড় গুলো আঁকা হয়েছিল সেই গুলো কে আকাশী কালার দিয়ে হালকা করে রং করে দিতে হবে মাঝে মাঝে একটু গাঢ় করে দিতে হবে।


ধাপ ১০:

20220121_184723.jpg

পাহাড় আছে নিচের অংশ গুলো রয়েছে সেই অংশগুলোকে সবুজ কালার করে দিতে হবে এবং পাশে যে একটা অংশ আছে সেটা তো সবুজ কালার করতে হবে।


ধাপ ১১:

20220121_185413.jpg

এরপরে পাহাড়ের নিচে যে অনেকখানি খোলা জায়গা রয়েছে সেটাতে হালকা করে আকাশী কালার করে দিতে হবে এবং পাশেপাশে একটু নীল কালার করে দিতে হবে।


ধাপ:১২

20220121_190022.jpg

এরপরে বাকিতে অংশটুকু থাকে সেটাতে সবুজ কালার করা দিতে হবে এবং বাড়ি থেকে বের হওয়ার জন্য যে রাস্তা একেছিলাম সেটাতে লাল কালার এবং গাছের নিচে গাছের কালার করে দিতে হবে।


শেষ ধাপ

20220121_190839.jpg

এভাবেই আমার অঙ্কন করা শেষ হয়েছে আশা করি আমার এই অঙ্কন আপনাদের কাছে অনেক ভাল লাগবে। আর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। ❤



image.png


আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।
@kawsar

Sort:  
 2 years ago 

আপনার ছবি গুলো আঁকানো দেখে আমার অনেক ভালো লাগছে। আপনার ১২ নম্বর ধাপের ছবিটা আমাকে মুগ্ধ করেছে। ধাপে ধাপে ছবিগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আপনার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

কমিউনিটির অন্যতম একটি রুল বিশেষ করে ড্রয়িং করার ক্ষেত্রে হাতের দৃশ্য অবশ্যই থাকতে হবে, এ ব্যাপারে অন্যদের ড্রয়িংগুলো একটু দেখে নিবেন দয়াকরে। ধন্যবাদ

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মনে করিয়ে দেয়ার জন্য, ইনশাআল্লাহ পরবর্তীতে বিষয়গুলো খুবই সতর্কতার সাথে পালন করব।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56519.24
ETH 2991.31
USDT 1.00
SBD 2.16