সময় কখনো থেমে থাকে না- 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আমি @kawsar ঢাকা, বাংলাদেশ থেকে

আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই আমি আজকে আপনাদের সাথে একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি মোটিভেশনাল পোস্ট শেয়ার করবো। আর আমি সব সময় বলি যে আমার মোটিভেশনাল পোস্ট দেখতে খুবই ভালো লাগে। আমি আমার জীবনের সাথে তাল মিলিয়ে এবং সম্পূর্ণ নিজের মতামত এগুলো লিখে থাকি। আসলে আমাদের জীবনের সময় কতটা মূল্যায়ন করা উচিত এবং আমাদের জন্য সময় কতটা থেমে থাকে সেই বিষয়ের উপরে আজকে লিখবো আশা করি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


জীবনে আমরা সবাই চাই জীবনকে সুন্দর ভাবে সাজাতে। আর এজন্য আমরা হয়তো অনেক পরিশ্রম করে যাই, কিন্তু তবুও আমরা সফল হতে পারি না। কিন্তু কেন আমরা সফলতা অর্জন করতে পারিনা। সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। আসলে সফল হতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু আমরা অনেকেই সময়কে অনেক ব্যয় করি, সময়কে আমরা মূল্যায়ন করি না সময় তার মতই চলে।


সময়আমাদের মত কখনোই চলবে না সেই জন্য অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। সবাইকে কখনো অবহেলা করা যাবেনা আজকের কাজ যদি আমরা আগামী দিনের জন্য ফেলে রাখি তাহলে কিন্তু অবশ্যই আমরা পিছিয়ে যাবো। আর যদি আমরা এক দিনের জন্য পিছিয়ে যাই তাহলে সেই দিনটা আমাদের জন্য আর কখনো ফিরে আসবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই সময়ের মূল্যায়ন করতে হবে।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


যখন আমাদের হাতে সময় থাকে, তখন আসলে আমরা বুঝতে পারি না যে সময়ের মূল্য কতটা। তাই আমরা সবসময় সময়কে অবহেলা করি। সময় থাকতে আমরা হেলায় কাটাই কিন্তু যখন আমাদের জীবনের সমস্যায় জর্জরিত হই তখন আমরা বুঝতে পারি আসলে সময়টা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেজন্য আমাদের জীবনে যাতে হতাশা না আসে, যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য আমাদেরকে আগে থেকেই সময়ের প্রতি কেয়ারফুল হতে হবে। এক মিনিট সময় যেন আমাদের অবহেলায় না কাটে আমরা যেন অবহেলা না করি সেই থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যদি আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখি তাহলে আগামী দিন অনেক কাজ জমে যায়। যে কারণে আমরা সব কাজ সম্পন্ন করতে পারি না, সেই জন্য আবারও পরের দিনের জন্য আরও কাজ থাকে।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


এভাবেই কিন্তু আমাদের জীবনে আমরা পিছিয়ে পড়তে থাকি। আর আমরা সামনে আগাতে পারি না আর সফলতা অর্জন করতে পারি না। যখন আমরা সফলতা অর্জন করতে পারি না, তখন কিন্তু আমরা হতাশায় ভুগি আর আমরা এই হতাশা থেকেই কিন্তু শিক্ষা নিতে পারি। কিন্তু তাও আমরা নেই না কারণ আমরা সতর্ক নয় আমরা সবসময়ই শুয়ে বসে থাকতে ভালোবাসি। কিন্তু এভাবে থাকলে যে জীবনে কখনো সফলতা অর্জন করা যায় না সেটা কিন্তু আমরা ভাবি না। যদি আমরা সমস্যায় পড়ি তখন আসলে আমরা বুঝতে পারি যে আমরা সময়কে কে কতটা অবহেলা করেছি।


কিন্তু তখন আমাদের এই বুঝতে পারায় কোন কাজে আসে না সেজন্য সমস্যার পড়ার আগেই এবং আমাদের জীবনে হতাশা আসার আগেই আমাদেরকে সময়ের প্রতি যন্তশীল হতে হবে। সময়কে আসলে নদীর স্রোতের সাথে তুলনা করা হয়েছে, কেননা নদীর স্রোত যেমন কোনো কিছুরই অপেক্ষা রাখে না তার নিয়ম অনুযায়ী চলতে থাকে। সময় কিন্তু তেমনি তার নিয়ম অনুযায়ী চলে। সে জন্য কিন্তু বোঝা যে সময় কিন্তু আমাদের একটি সম্পদ। কেননা যদি আমরা এই সময়কে কাজে লাগিয়ে সামনে আগাতে পারি তাহলে কিন্তু আমরা সফল হতে পারি।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


সময়কে কাজে লাগিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সময়কে যদি আমরা কেয়ার করতে পারি এবং সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। কেননা যদি সময়কে ভাগ করে আমাদের জীবনকে আমরা চালাই তাহলে কিন্তু আমরা দেখব যে রুটিনমাফিক আমাদের জীবনের প্রতিটি কাজ খুব সুন্দরভাবে শেষ হচ্ছে। কিন্তু আমরা যদি সময়ের সদ্ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে কখনো ভালো হবে না। তাই আমি সবশেষে বলতে চাই যে আমি সর্বোপরি আমাদেরকে অবশ্যই সময়ের সদ্ব্যবহার করতে হবে এবং আমাদেরকে সময় অনুযায়ী আমাদের কাজকে ভাগ করে নিতে হবে তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারব।

image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Sort:  
 2 years ago 

সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আপনি ঠিক বলেছেন সময় মত কাজ করিনা বলেই আমরা সফল হতে পারিনা। আপনি যে বলেছেন সময়কে কাজে লাগালে আমরা জীবনের প্রতিটি ধাপ সুন্দর ভাবে কাটাতে পারবো। ধন্যবাদ ভাইয়া সময় ধরে গুরুত্বপূর্ণ পোস্ট টি করার জন্য

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43