বরবটি ও আলু দিয়ে মাছের সুস্বাদু রেসিপি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বরবটি ও আলু দিয়ে মাছ রান্না রেসিপি।

20211119_135949.jpg


উপকরণপরিমাণ
মাছ৬ পিস
বরবটি২৫০ গ্রাম
আলুমিডিয়াম সাইজের ৩টি
পিয়াজ১ কাপ
কাঁচা মরিচ৫ পিস
তেল১ কাপ
রসুন বাটা১ চা চামচ
আদা বাটা১ চা চামচ
মরিচের গুরা১ চা চামচ
হলুদের গুরা১ চা চামচ
লবনপরিমাণ মত

20211119_114340.jpg

20211119_114354.jpg



ধাপ : ১

20211119_114420.jpg

মজাদার এই মাছ দিয়ে বরবটি আলু রেসিপি তৈরি করার জন্য প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে এর ভিতরে হাফ চা চামচ হলুদ ও পরিমাণমতো লবণ এবং হাফ চা চামচ মরিচের গুড়া দিয়ে দিতে হবে।


20211119_114458.jpg

এরপরে মসলাগুলোর সাথে মাছ গুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মসলাগুলো যত মাছের সাথে ভালোভাবে মিক্স হবে ততো বেশি মাছ গুলো খেতে সুস্বাদু হবে।


20211119_114644.jpg

মসলার সাথে মাছ যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে। তখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে এবং এতে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিতে হবে।


20211119_115321.jpg

তেল যখন গরম হয়ে যাবে তখন এর ভিতর সেই আগে থেকে মসলা দিয়ে মিক্স করা মাছ গুলো একে একে দিয়ে দিতে হবে তবে অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে তা না হলে তেল হাতে লাগতে পারে। এবং মাছগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে



ধাপ : ২

20211119_115538.jpg

মাছ গুলো যখন ভাজা হয়ে যাবে তখন রান্না শুরু করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে এবং এতে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ও এক কাপ পরিমান পিয়াজ ৪ থেকে ৫টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে।



পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা তেলে ভেজে নেওয়ার পরে এর ভিতরে এক টেবিল 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিতে হবে এবং এগুলো ভেজে নিতে হবে.


20211119_115733.jpg

এরপরে যখন মসলাগুলো ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে গুঁড়ো মশলা গুলো দিতে হবে এবং সাথে এক কাপ পরিমান পানি এড করে দিতে হবে


20211119_120029.jpg

এরপর পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মসলা গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং অবশ্যই এ পর্যায়ে চুলা মিডিয়ামে রাখতে হবে


20211119_120141.jpg

মসলা কষানো হয়ে গেলে এর ভিতরে আলু দিয়ে দিতে হবে এবং এর সাথে সামান্য পরিমাণ পানি এড করে দিতে হবে।


20211119_120648.jpg

আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যে পানি এই আলুর সাথে এড করা হয়েছিল সেই পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মসলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।



আলু কষানো হয়ে গেলে এর ভিতর বরবটি দিয়ে দিতে হবে এবং বরবটি গুলো খুব ভালোভাবে আলু এবং মসলার সাথে মিশিয়ে নিতে হবে।



শেষ ধাপ

20211119_120826.jpg

আলু এবং বরবটি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর এ এর ভিতর পরিমান মতো পানি এড করে দিতে হবে।


20211119_120928.jpg

পরিমাণমতো পানি দিয়ে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে। কড়াইয়ে ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে মনে রাখতে হবে পানি অবশ্যই পরিমান মতো দিতে হবে যেন আলু এবং বরবটি দুটোই সেদ্ধ হয়।


20211119_135006.jpg

২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার পরে তরকারিটা রেডি হয়ে যাবে কিন্তু এর ভিতরে অবশ্যই মাঝেমাঝে নেড়ে দিতে হবে এবং মসলাগুলো ভালোভাবে সব সবজির সাথে মিশিয়ে দিতে হবে।


20211119_135934.jpg

রেসিপিটি রেডি হওয়ার পরে পরিবেশনের জন্য এনেছি

THANKS

@kawsar

Sort:  
 3 years ago 

আপনার রেসিপিটি খুব সুন্দর ছিলো।আর আপনি বেশ সুন্দর ভাবেই ধাপে ধাপে সব কিছু ক্লিয়ার করে লিখেছেন একেবারে। যা সত্যিই প্রশংসনীয়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

ভাইয়া আপনার রেসিপি টা অনেক লোভনীয় হয়েছে 😋😋।
এটা কি তেলাপিয়া মাছ নাকি? দেখে মনে হচ্ছে এটা তেলাপিয়া মাছ। বরবটি আর আলু দিয়ে রেসিপি টা দেখে মনে হয় অনেক টেস্টি হয়েছে।
প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া।

আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

জি আপু এটা তেলাপিয়া মাছ।
এটা আসলেই খুবই মজাদার ছিল।
ধন্যবাদ আপু

 3 years ago 

আলু দিয়ে মাছের রেসিপি দেখতে সুস্বাদু ভাই। স্বাস্থ্যকর এবং প্রোটিন খাদ্য পূর্ণ. আপনার জন্য শুভকামনা ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বরবটি এবং মাছ দিয়ে অসাধারন একটি রেসিপি করেছেন ভাই।দেখতে অনেক লোভনীয় লাগছে আর নিশ্চয় অনেক স্বাদ ছিল খেতে।খুব সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা ভাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই।

 3 years ago 

আপনার বরবটি আলুর রেসিপি টি খুবই ভাল হয়েছে ।তবে আমি বরবটি দিয়ে এভাবে কোনদিন খাইনি। আমি সবসময় বরবটি ভাজি খেয়েছি ।তবে আপনার টা দেখে নতুন একটি রেসিপি শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বরবটি দিয়ে আলু এবং মাছ এভাবে করে খাবেন অবশ্যই খুবই মজা পাবেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57213.13
ETH 2415.72
USDT 1.00
SBD 2.40