মানুষের কথা কম শোনা -১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আমি @kawsar ঢাকা, বাংলাদেশ থেকে

আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। যদিও এখন শীতের শেষ তবুও কিন্তু মোটামুটি ভালই শীত পড়ছে। আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সেহেতু অনেক মানুষই অসুস্থ হচ্ছে। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, যেন সবাই সুস্থ থাকেন। আর সব সময় ভালো থাকেন। আজ আমি আপনাদের সাথে বরাবরের মত একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মোটিভেশনাল পোস্ট। আশা করি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে এবং আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক।


photo-1620085217020-7996857685c1.jpeg

Image source: copyright & royalty free unsplash.com


আমাদের জীবনে আমরা যদি সফল হতে চাই। তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে করতে হয়। কঠোর পরিশ্রম এবং আমাদেরকে ধৈর্যশীল হতে হয়। যদি আমরা আমাদের জীবনে ধৈর্যশীল না হতে তাহলে কিন্তু আমরা কখনই সফল হতে পারি না বা কোন কাজই ঠিকভাবে করতে পারবোনা। সেজন্য অবশ্যই আমাদেরকে ধৈর্যের সাথে সব কাজ করতে হবে এবং যে জিনিসটা আমাদের জীবনে অনেক বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো অন্য মানুষের কথা। অন্য মানুষের নেগেটিভ কথা আমাদের জীবনে একটি হতাশা নিয়ে আসে। সেজন্য আমাদেরকে অন্য মানুষের কথায় কান কম দিয়ে এরপর নিজের পথে এগিয়ে চলতে হবে।



যদি আমরা এভাবে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কাজ গুলো সঠিক ভাবে করতে পারব। আপনার জীবনে আপনি মানুষের কথায় যত বেশি কান কম দিবেন ততই কিন্তু আপনি সফল হবেন। কেননা কোনো মানুষই আপনাকে নিয়ে সব সময় পজিটিভ কথা বলবে না। এমন সময় আসবে যখন আপনাকে নিয়ে মানুষ নেগেটিভ কথা বলবে। আর যদি আপনি সেই নেগেটিভ কথা গুলো শুনেন তাহলে আপনার নিশ্চয়ই অনেক খারাপ লাগবে এবং আপনার ইচ্ছা হবে সেই কথাগুলোর উত্তর দেওয়া। আর যদি আপনি সেই কথাগুলোর উত্তর তার সাথে দিতে যান হয়তো আপনার সেই পরিস্থিতিতে অনেক খারাপের দিকে যেতে পারে।

সেজন্য যদি আপনি এমন কাজ করতে পারেন যে যখন আপনাকে নিয়ে কেউ কোন নেগেটিভ কথা বলছে তখন যদি আপনি সেটা না শুনেন বা না শোনার ভান করেন বা যদি আপনি শুনতে পান তাহলে যদি আপনি সেখান থেকে দূরে চলে যান এবং সেই কথা কে আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু ভালো। আপনি সেই নেগেটিভ কথা গুলো শুনবেন ও না, আপনার খারাপ লাগবে না। আর আপনি সেই কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি এরকম কয়দিন চলতে পারেন। তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনে অনেক ভালো কিছু আসতে পারে।

কেননা সবাই আপনাকে ভালো ভাববে আর যদি আপনি অন্য কথায় উত্তর দেন তাহলে কিন্তু মানুষ ভাবে যে আপনি একটা খারাপ মানুষ যে কারণে আপনি কথাগুলো তার সাথে উত্তর দিয়েছেন। সে যে কি করেছে সেটা কিন্তু সে কখনোই ভাববে না সেই কারণে অবশ্যই আমাদেরকে এই টিপসটি করা অনেক ভালো যে অন্য মানুষের কথায় কম শোনা। আমি যে টিপস টির কথা এখানে উল্লেখ করলাম, সেটি যদি আপনি মেনে চলেন তাহলে আপনি কদিন পরে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা কার্যকরী। এছাড়াও যদি আপনি কোন কাজ শুরু করতে যান। তখন কিন্তু আপনাকে নিয়ে অনেক মানুষই অনেক কথা বলবে।


photo-1626388823155-f92bdc557834.jpeg

Image source: copyright & royalty free unsplash.com


কিন্তু একটা কথা চিন্তা করবেন কেউ কিন্তু তখন আপনাকে নিয়ে কোনো পজিটিভ কথা বলবে না। সবাই বলবে আপনি কেন এ কাজটা শুরু করলেন, কিভাবে পারবেন, এক কথায় আপনাকে নিয়ে সবাই কিন্তু নেগেটিভ কথা বলবে। হয়তো আপনি দেখবেন যে আপনার কাছের মানুষ যারা আপনার আপন তারাও কিন্তু আপনার কাজ নিয়ে এরকম নেগেটিভ কথা বলছে। আসলে তারা কিন্তু নেগেটিভ কথা বলতে চাচ্ছে না, কিন্তু তারা কথাগুলো এমনভাবে বলছে যাতে নেগেটিভ কথা হচ্ছে আর যেগুলো শুনতে আপনার খুবই খারাপ লাগছে এবং আপনার মনে চাচ্ছে যে আপনার কাজ থেকে আপনি সরে দাঁড়ান। কিন্তু যদি আপনি সেই কথাগুলো না শুনেন আপনি শুনেও না শোনার ভান ধরতে পারেন তাহলে কিন্তু আপনি সফল।



কেননা তাহলে আপনি আপনার কাজটি সফলভাবে শেষ করতে পারবেন। আর আপনি সফলতা অর্জন করতে পারবেন। সব সময় একটি কথা আমাদের মানা উচিত তা হল যদি আমরা যে কাজটা করি সে কাজটা যদি আমরা মন মত করতে পারি এবং যদি আমরা ভালোবেসেছি এই কাজটা করতে পারি তবেই কিন্তু আমরা সেই কাজে সফলতা অর্জন করতে পারব। কিন্তু আপনি অন্যের মতে কোন কাজ শুরু করলেন এবং সেই কাজটাই আপনি দিতে পারলেন না এবং ভালোবাসা নেই তাহলে কিন্তু আপনি সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন না। যে কাজ মন দিয়ে করা হয় না সেই কাজে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন? তাই অবশ্যই অন্য মানুষের কথায় কান দেওয়া যাবে না।



আপনাকে কান অফ রেখে এরপর জীবনের প্রতিটি পথ চলতে হবে। সেটা আপনার জীবনের যে পথই হোক না কেন। সেই পথটাই আপনাকে কান অফ করে এরপর চলতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সফলতা শীর্ষ স্থান অধিকার করতে পারবেন অর্জন করতে পারবেন। এভাবেই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি। আর এটা অবশ্যই আমি বলব যে আমি যে আপনাদেরকে টিপসটি দিয়েছি সেটা অবশ্যই ফলো করবেন। অবশ্যই ফলাফল ভাল পাবেন। আজ এ পর্যন্তই আজ আর লিখব।

Sort:  
 2 years ago 

কথাগুলো একদম ঠিক বলেছেন ভাইয়া আপনার কথাগুলো একদম হৃদয় এ এসে লাগলো। আমাদের সমাজে হাতে গোনা কয়েকটা মানুষ ব্যতীত সকলেই নেগেটিভ কথা বলে যার কারণে আমরা কোন কাজ করতে গেলে অযথাই ভীত হয়ে যাই সুতরাং আমাদের উচিত অন্যের কথায় কান না দেওয়া। খুবই চমৎকার একটি পোস্ট করেছেন ভাই আপনার পোস্ট থেকে অনেক বড় শিক্ষা নিলাম ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ❤️❤️❤️

 2 years ago 

জি ভাইয়া একদমই ঠিক বলেছেন। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55825.83
ETH 2516.08
USDT 1.00
SBD 2.28