সন্দেহ যত বাড়ে বিশ্বাস তত কমে

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar

আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আশা করি আমার আজকের পোষ্ট ভাল লাগবে। আর বর্তমানে আবহাওয়াটাও কিন্তু খুবই ভালো লাগছে। ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়া, যদি ফ্যান ছাড়ছি তো শীত করছে আবার যখন ফ্যান বন্ধ করছি তখন কিন্তু আবার গরম লাগছে। বাইরে ঠান্ডা বাতাস বইছে রোদ্রে অতটা তাপ নাই তাই আবহাওয়া টা মোটামুটি ভালোই লাগছে। তো আর কথা না বলে আসল পোস্টে চলে যাই।।


20220420_123556.jpg


আসলে আমাদের জীবনে যদি আমরা আমাদের যে কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে চাই তাহলে আসলে যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো বিশ্বাস। যে সম্পর্কের মাঝে বিশ্বাস নেই সেই সম্পর্ক কিন্তু বেশিদিন টিকে থাকে না। যে সম্পর্কের মধ্যে বিশ্বাস রয়েছে সেই সম্পর্ক অবশ্যই টিকে থাকে এবং খুবই সুন্দরভাবে তাকে ধরে রাখা যায়। কিন্তু যদি সম্পর্কের মাঝে কখনো একবার যদি সন্দেহ এসে যায় সেই সন্দেহ কিন্তু শেষ করা খুবই কঠিন হয়ে যায়।


আর যখন আস্তে আস্তে সন্দেহটা বেড়ে যায় তখন কিন্তু আর বিশ্বাসটা তেমন থাকে না। আস্তে আস্তে বিশ্বাসটাও কমতে থাকে, যখন বিশ্বাসটা কমতে থাকে তখন কিন্তু সে সম্পর্কের ভিতরে যে ভালোবাসাটা থাকে সেটাও কিন্তু কমতে থাকে। হয়তো অনেক স্বামী-স্ত্রীর সম্পর্ক দেখবেন যেখানে হয়তো স্বামী স্ত্রীর ঝগড়া বাধে একে অন্যের সাথে রাগ করে কিন্তু সে সম্পর্কের মাঝে কিন্তু কোনো সন্দেহ নেই।


তাই তাদের সম্পর্কটা শেষ পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা থাকে। কিন্তু যদি দেখবেন যে অনেক সম্পর্কের মাঝে আছে যে ভালোবাসা আছে, আবার ঝগড়ার তেমন হয়না কিন্তু তাদের মাঝে সন্দেহ ভরপুর। যতই তাদের সাথে ঝগড়া না হউক তাদের এ সম্পর্ক বেশি দিন না থাকার সম্ভাবনা বেশি থাকে। এটা যদি আমি মনে করি যে কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে হয় তাহলে আসলে বিশ্বাস টা অনেক বেশি প্রয়োজন। সম্পর্ক মজবুত করতে হয় তাহলে যেমন বিশ্বাস প্রয়োজন, তেমনি ভাবে কিন্তু সেক্রিফাইস অনেক বেশি প্রয়োজন।


20220506_144407.jpg


আপনার সম্পর্কে আপনি যত বেশি সেক্রিফাইস করতে পারবেন আপনার জীবনে আপনি কিন্তু ততো বেশি ভালো থাকবেন। আসলে যাদের সেক্রিফাইস করার মন মানসিকতা নেই, আপনি দেখবেন যে তারা খুবই অসুখী করতে পারে না। যার ভিতর যত বেশি ক্ষমা করার প্রবণতা থাকে সেই জীবনের সবথেকে বেশি সুখী হয়। আমাদের সবথেকে সেক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করতে হবে। যদি এটা করতে পারে তাহলে আমরা সুখী হতে পারব।


সাধারণত স্বামী-স্ত্রী সম্পর্কের মাঝে যেমন টুকিটাকি ঝগড়া হয়ে থাকে, তেমনি ভাবে কিন্তু রাগারাগি হয়ে থাকে। এটা কিন্তু স্বাভাবিক আর এটা মনে হয় আমার প্রত্যেক এর ভিতরেই থাকে। তবে যেই সম্পর্কের ভিতরে বিশ্বাস থাকে সে সম্পর্ক কিন্তু খুব ভালোভাবে চালিয়ে নেওয়া যায়। কিন্তু যদি সন্দেহ ঢুকে যায় বিশ্বাস না থাকে কিন্তু একসময় বিচ্ছেদ ঠিকই হয়ে যায়। অনেকেই দেখেছি আমি দেখেছি যে স্ত্রীর কাছে মোবাইল দেয় না ফেসবুক খুলে হয়তো কারো সাথে কথা বলবে, অন্য কারো সাথে কথা বলবে এজন্য।


20220806_123138.jpg


অনেক স্বামী আছে যারা নিজের মোবাইল পারসোনাল ভাবে ইউজ করে স্ত্রীর কাছে দেয় না। স্ত্রীর প্রতি বিশ্বাস নাই এজন্যই হয়তো দেয় না। এছাড়াও অনেক স্ত্রী ও এরকম আছে। কিন্তু আমার সংসারে আমি এভাবে করিনা আমার মোবাইল আমার স্ত্রী স্বাধীনভাবে ইউজ করে। আবার তার মোবাইলে স্বাধীনভাবে ইউজ করতে পারি। এটাই আসলে বিশ্বাস। এই বিশ্বাসটাই আসল সম্পর্ক টিকিয়ে রাখে।


আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আজকের মত এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন। আগামীকাল আরো কোনো পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব।



লোকেশনঢাকা
ফটোগ্রাফার@kawsar

image.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দরভাবে লিখেছেন ভাইয়া ,সত্যি বিশ্বাস থাকলে সবকিছু সুন্দর হয় ।অনেক ভাল লাগলো আপনার ব্লগটি পড়ে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ।

 2 years ago 

জি আসলেই একদম ঠিক বলেছেন বিশ্বাস থাকলে সবকিছুই সুন্দর হয়।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া সন্দেহ বাড়লে বিশ্বাস কমে।সন্দেহ হচ্ছে ঘুন পোকা। নিরবে সব ধ্বংস করে। অনেক সুন্দর ভাবে পুরো বিষয় টি তুলে ধরেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সন্দেহ আসলেই খুবই খারাপ এটা সব শেষ করে দেয়

 2 years ago 

ভাই এই কথাটি একদম সঠিক বলেছেন সন্দেহ যতই বিশ্বাস হত কমে। একটা সম্পর্কের মাঝে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন সম্পর্কের মধ্যে যদি বিশ্বাসী না থাকে তাহলে সেই সম্পর্ক স্থায়ী হয় না। বিশ্বাসহীন সম্পর্ক গুলো একসময় কেমন যেনো নড়বড়ে হয়ে যায়। ভালোবাসা ধীরে ধীরে কমতে শুরু করে। তাই যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস অত্যন্ত জরুরি।

 2 years ago 

একটা সম্পর্কের মাঝে আসলে বিশ্বাস টা খুবই জরুরি

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া সন্দেহ যত বাড়ে বিশ্বাস তত কমতে থাকে। মানুষকে সন্দেহ করে যদি মনের মানুষ মনের মানুষকে মিথ্যা কথা বলে তাহলে। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক দক্ষতা হলো আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জীবনে ভালো থাকতে হলে বিশ্বাস টা খুবই জরুরি

 2 years ago 

অনেক সুন্দর কিছু কথা লিখেছেন ভাইয়া। প্রতিটি কথা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস।এটা হারিয়ে গেলে সব কিছু শেষ।

 2 years ago 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন

 2 years ago 

দারুণ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন ভাইয়া।সন্দেহ পুরো পরিবারকে ভাঙনে পরিণত করতে পারে।তাই বিশ্বাস থাকাটা খুবই জরুরি প্রতিটি মুহূর্তে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু আপনি একদমই ঠিক বলেছেন, ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60256.67
ETH 2327.64
USDT 1.00
SBD 2.46