লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাওয়া উচিত- 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আশা করি সবাই অনেক ভাল আছেন।
আমি ঢাকা, বাংলাদেশ থেকে মোঃ কাওসার হোসেন ।


প্রতিদিনের মত আজও আমি আপনাদের সাথে একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। তো আজও আমি আপনাদের সাথে একটি মোটিভেশনাল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মোটিভেশনাল কিছু লিখতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এই বিষয়ে পোস্ট বেশি লিখতে পছন্দ করি। সেই লক্ষ্যেই আজ আমি আপনাদের সাথে আরো একটি শেয়ার করব। আমি আশা করবো যে এই পোস্ট এর সাহায্যে আপনাদের একটু হলেও উপকার হবে।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


আমরা সবাই বেঁচে থাকি আমাদের মনের মাঝে কোনো আশা নিয়ে। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো স্বপ্ন থাকে এবং কোনো-না-কোনো আশা নিয়ে আমরা সামনে আগাতে থাকি। জীবনে কেউ আমরা সফল , আবার কেউ আমরা ব্যর্থ। আমরা যারা ব্যর্থ তারা হয়তো হতাশ হয়ে যাই , যে আমরা কেন ব্যর্থ হলাম। আমরা হতাশ ,আমরা সফল কখন হবো হয়তো আমরা এজন্য অনেক পরিশ্রম করে যাই ,আর এজন্য আমরা অনেক কিছুই করে। কিন্তু তবুও হয়তো আমরা ব্যর্থতা কাটিয়ে উঠতে পারছিনা। কিন্তু এই অবস্থায় আমাদেরকে কখনোই হতাশ হলে চলবে না। এই অবস্থায় আমাদেরকে নিজেকে শক্ত রাখতে হবে। নিজের মনকে আরো শক্ত করতে হবে এবং সে এরকম নিজের মনকে রেখে সামনে এগিয়ে যেতে হবে।


যারা সফল তারা কেন সফল হচ্ছে এই বিষয়টা যদি আপনি রিচার্জ করেন। তাহলে কিন্তু পাবেন আপনি কেন ব্যর্থ হচ্ছেন। তবে আমি মনে করি আমাদের জীবনে ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য সফলতার গল্প না পড়ে বেশি বেশি ব্যর্থতার গল্প পড়া উচিত আমরা বুঝতে পারবো যে আমরা কেন ব্যর্থ হই । আর আপনি ব্যর্থতা থেকে কিন্তু শুধু হতাশার নিবেন তা কিন্তু নয় ব্যর্থতা থেকেও কিন্তু আপনি শিক্ষা নিতে পারেন। আপনার জীবন আপনি কেন ব্যর্থ হচ্ছেন এই বিষয়টা যদি আপনার রিচার্জ করে বের করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


আসলে যারা সফলতা অর্জন করেছেন তাদের একটি লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তারা কাজ করে গেছে। যত কিছুই হোক না, কেন যত বাধা আসুক বা না আসুক তবু তারা সেই লক্ষ্যে কাজ করে। যতক্ষণ না তারা সফলতা অর্জন করতে পেরেছে ততক্ষণ তারা সেই লক্ষ্যেই এগিয়েছে। কিন্তু যদি আমাদের জীবনে কোন লক্ষই না থাকে ,তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত। আর আপনার কিভাবে কাজ করা উচিত। যদি আপনার জীবনের লক্ষ্য থাকে যদি আপনি লক্ষ্য স্থির করে কাজ করতে পারেন। তাহলে কিন্তু আপনার কাজ খুব সুন্দর ভাবে করতে পারবেন। সেজন্য অবশ্যই আমরা যে কাজ করি না কেন সেই কাজের অবশ্য লক্ষ্য থাকতে হবে. তবে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারব।


আমরা কেন লক্ষ্য স্থির করে কাজ করব। এই বিষয়টা আপনি তখনি বুঝবেন যখন আপনি লক্ষ্য স্থির করে একটি কাজ করবেন। আর লক্ষ্য স্থির না করে একটি কাজ করবেন ,তখনই এর পার্থক্যটা আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন। ধরুন যদি বাসা থেকে নামার সময় আপনার মনে হয় যে আমি ১০ মিনিট হাঁটবো একটি বাজার আছে সেই বাজারে যাব। তাহলে কিন্তু আপনার পথে যত বাধা আসুক বা আপনি যত দ্রুত পারবেন তত দ্রুতই সে বাজারে যাওয়ার চেষ্টা করবেন।


কিন্তু আপনি যদি বাসা থেকে নামার সময় চিন্তা করেন যে আসলে যাচ্ছি ,কিন্তু কোন দিকে যাব তা তো বলতে পারেনা হাঁটতে থাকি, দেখি কতদূর যাওয়া যায় এইরকম ভাবে যদি আপনি হাঁটতে থাকেন তাহলে কিন্তু আপনার লক্ষ কোনদিনও শেষ হবেনা। আপনার হাঁটা শেষ হবেনা ,আর আপনি আপনার গন্তব্য পৌঁছাতে পারবেন না। সেজন্যই আমরা যে কাজ করি না কেন আমাদেরকে অবশ্যই তার লক্ষ্যে স্থির করে এরপর এগিয়ে যাওয়া উচিত। না পারেন তাহলে কিন্তু আপনার কাজ আপনার কাছে খুবই কঠিন মনে হবে এবং মনে হবে যে এই কাজটা খুবই কঠিন।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


কিন্তু আপনি তো তখন বুঝতে পারবে না যে এই কাজটা আপনার খুবই সহজ হতো যদি আপনি আপনার লক্ষ্য স্থির করে নিতেন। যেকোনো কাজের যদি একটি লক্ষ্য থাকে তাহলে ,সেই কাজটা করতে আমাদের কোথায় থামবো,আমাদের কোথায় গিয়ে থামা উচিত ,সেটা কিন্তু আমরা খুব ভালভাবেই বুঝতে পারব এজন্য আমাদেরকে অবশ্যই আমাদের লক্ষ্য স্থির করে এরপর কাজে নামতে হবে। সব সময় আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা জীবনে ব্যর্থ হই তাহলে ব্যর্থতা থেকে কখনোই আমরা হতাশ হবো না এবং ব্যর্থতা থেকে আমরা অবশ্যই শিক্ষা নিবো। সেগুলো আমাদের জীবনের অনেক বেশি কাজে লাগবে। যদি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সে গুলোকে আমরা জীবনে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে সফলতা দ্বার পর্যন্ত পৌঁছাতে পারবো।


কিন্তু আমরা যদি ঠিক উল্টোটা করি তাহলে কিন্তু আমরা এই অবস্থান থেকে খেতে পারবোনা। সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের গন্তব্য পৌঁছতে হলে আমাদের জীবনে সফলতা আনতে হলে অবশ্যই আমাদেরকে মনোবল শক্ত রাখতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের লক্ষ্য স্থির করে এরপর সামনে এগিয়ে যেতে হবে। যদি আমি এরকমটা করতে পারি ,তাহলে কিন্তু আমাদের জীবনটা সার্থক। কেননা যদি জীবনে আমরা সব ভুল পথে যাই , যদি


image.png

Image source: copyright & royalty free unsplash.com


সবশেষে আমি বলতে চাই যে, আমরা যে কোনো কাজই করতে চাই না কেন -সেই কাজের অবশ্যই আমাদেরকে আগে একটি লক্ষ্য করতে হবে এবং আমাদেরকে সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে। আর নিজের মনোবল অবশ্যই শক্ত রাখতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের সেই পছন্দের কাজে সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।

image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Sort:  

আপনার কথা গুলোর অনেক যুক্তি আছে। আমাদের কোনো গন্তব্য পৌঁছাতে হলে সফলতা অর্জনের জন্য আমাদের মনোবল শক্ত করতে হবে। সব মিলিয়ে আপনার কথা গুলো অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

ঠিকই বলেছেন ভাইয়া নিজের ভুলগুলো সংশোধন করতে হলে অন্যের অতীতের ভুল সম্পর্কে জানতে হবে। ভুলগুলো সংশোধন করে নিয়ে কাঙ্খিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার আজকের পোস্টটি। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44