নিউমার্কেটে অল্প কিছু কেনাকাটা-১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
আসসালামু আলাইকুম ,
আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আর সব সময় সবার জন্য এই দোয়াই করি যেন সবাই ভাল থাকেন প্রতিদিনের মত আজও আমি আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিউ মার্কেট কিছু সময় কাটানোর মুহূর্ত। আমরা সবাই জানি যে নিউমার্কেট সাধারণত অনেক বেশি মানুষ থাকে ,অনেক সময় হাটাও যায় না। তো এবার আমার পরিবার আমার সাথে সেই জায়গায় গিয়েছিল কিছু কেনাকাটা করতে সেই মুহূর্তগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও সবার কল্যাণ কামনা করে শুরু করছি।
এখন যেহেতু শীতকাল তাই খুব সকালে ঘুম থেকে ওঠা হয়না। আর আমার স্ত্রী সাধারণত ঠান্ডা সহ্য করতে পারে না সেই জন্য সে নামাজ পড়ে আবার গুম দেয় , উঠতে ৯ টা থেকে দশটা বেজে যায়। যে কারণে আমাদের প্রতিদিনই সকালের নাস্তা খেতে অনেক বেশি দেরী হয়। তো আজকেও তার ব্যতিক্রম হল না সকালে উঠে এরপরে সকালের নাস্তা খেতে খেতে রহনা দিলাম। দেখতে দেখতে প্রায় বারোটা বেজে গেল ,আমি একবার চেয়েছিলাম যে এখন যাব না ,বিকেলবেলা যাব তো একবার চিন্তা করলাম যে যখন রওনা দিয়েছি তখন চলে যাই। দুপুরবেলা যদি একটু মানুষ কম থাকে।
এ কারণেই আমরা বাসা থেকে নেমে সেকশন পর্যন্ত হেঁটে গেলাম। এরপরে একটা রিক্সা নিলাম নিউমার্কেট যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যেহেতু কোনো বাসে করে যেতে হয় না তাই তেমন একটা জ্যাম পেলাম না। রিক্সায় করে খুব সহজেই নিউমার্কেট গিয়ে পৌঁছলাম। কিন্তু সেখানে তো বিশাল জনবসতি, মানুষের কোন অভাব নেই সেই মুহূর্তের কিছু গাড়ি এবং মানুষ এর একটি ছবি তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সাধারণত ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে এবং সেই ছবিটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
এরপরে আমাদের কিছু কিচেনের জিনিস কেনার ছিল সেইজন্য সেই গুলো দেখতে ছিলাম এবং আমাদের রুমের জন্য একটি পাপোশ দরকার ছিল সেটাও দেখতে ছিলাম ঘুরে ঘুরে দেখে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। আমার সাথে আমার ছেলে ছিল সে তো মানুষ দেখে অবাক বলতেছে যে ,আব্বু এত মানুষের ভিড়ে আমি হাঁটতে পারতেছিনা। মাঝে মাঝে ওকে আমি কোলে নিয়েছি কারণ মানুষের জন্য কোনো ফাঁকা ছিল না যে ও হেঁটে যাবে আমরা তো বড় মানুষ ফাঁকা পেলে হেটে যেতে পারি কিন্তু ও সেটা পারে না সেজন্য মাঝেমাঝেকোলে করে নিতে হয়েছে। এভাবেই ঘুরে ঘুরে আমরা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি।
এরপরে আমাদের বাসার দুটি জালনার পর্দা প্রয়োজন ছিল সেটার কেনার জন্য আমরা খুজছিলাম যে কোথায় পর্দা পাওয়া যায়। আসলে আমার বাসার পাশেই কিন্তু মার্কেট আছে সেখান থেকে কেনা যেত কিন্তু আমার ছেলে ঘুরতে যাবে সেই জন্যই নিউমার্কেট যাওয়া। এরপরে আমরা অনেক খুঁজে পর্দার দোকান পেলাম এবং প্রথমে একটা দোকানে গেলাম সেখানে আমাদের পর্দা পছন্দ হলো কিন্তু তাদের কাছে একটাই আছে তারা দুই সেট দিতে পারবে না সে অনেক খুঁজলো এবং আমাকে অন্য একটা নিতে বললো কিন্তু সেটা আমার ভালো লাগছিল না তাই নিলাম না।
এরপরে আমরা আবারো আরেকটি দোকানে গেলাম সেই দোকানে আমাদের আরেকটি পর্দা পছন্দ হল কিন্তু তারাও সেটা দিতে পারল না। অন্য কালার নিতে বলল কিছু করার ছিল না এজন্যই সেই কালার নিলাম এবং তারা আমাকে দুইটা সেট দিলো। দামটা মোটামুটি হাতের নাগালেই ছিল। এর পরে সে পর্দা দোকানে বসেই আবারো আমার নিজের একটি সেলফি নিলাম এবং আমরা যেতে যেতে পথে একটি কলম দানি কিনলাম তারও একটি ছবি তুললাম। সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
এরপরে সব কেনাকাটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হ। সে জন্য রিকশা খুজতেছিলাম কিন্তু যাওয়ার সময় যেভাবে খুব সহজেই রিক্সা পাওয়া যায় আসার সময় মোটেও রিক্সা পাওয়া সহজ হয়ে ওঠে না। আর যদিও পাই তা অনেক বেশি ভাড়া চায়। তবু আমার স্ত্রী বলল যে ভাড়া বেশি চাইলে তাড়াতাড়ি বাসায় যাবে। দেরি না করে সেইজন্যই একটি রিক্সায় উঠে এর পরে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি আপনাদের সাথে এখন আমি কি কি কিনলাম তার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি।
আজকে আমি মোটামুটি ভালোই কেনাকাটা করেছি এর ভিতর আমি দুইটা পর্দার সেট কিনেছি এবং একটি পাপোশ কিনেছি ,একটি কলমদানি, এবং দুই ধরনের চামচ, এরপর আমার স্ত্রী হেজাব। একটি একটি ফুলের টপ এবং আমার ছেলের জন্য একটি পিস্তল। এছাড়াও ছোট খাটো অনেক কিছু কিনেছি। আমার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে।
সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।
Photographer | @kawsar |
---|---|
Location | Dhaka |
Camera | Samsung A10 |
Date | December 27, 2021 |
বাহ ,ভাই আপনার পছন্দ অনেক সুন্দর। নিউমার্কেট থেকে আপনি কলমদানি, দুই ধরনের চামচ এবং আপনার স্ত্রীর জন্য একটি হিসাব কিনেছেন। আপনার পছন্দ করা প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর। আপনি নিউমার্কেটে দারুণ সময় কাটিয়েছেন আমি কিছুদিন আগে আমাদের পাশের মার্কেট থেকে এমন কিছু কেনাকাটা করেছিলাম। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই