You are viewing a single comment's thread from:
RE: কেরালা থেকে শিখে আসা রেসিপি আপ্পাম বানালাম। সাথে ডিমের ঝোল।
বাইরের অজানা খাবারগুলি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হলো তুই কখনো আমায় এই খাবারটা খাওয়াসনি। তবে যাই হোক বাঙালি ডিমের ঝোল এর সাথে কেরালিয়ান আপ্পাম কিন্তু দারুণ গেছে। দুইটি দুই জায়গার খাবার হলেও শুনে তো বেশ লোভনীয় লাগছে। মনে হচ্ছে বেশ জমে যাবে। তবে চাল দিয়ে যে কত রকমের খাবার বানানো যায় সেটাই ভাবছিলাম।
আমি এই খাবারটা তো আগে বানাতে জানতাম না৷ এই নতুন শিখেছি৷ এর পরের বার গেলে খাওয়াবো। কেমন? এটা চিকেন কসার সাথে দারুণ লাগবে বলে মনে হয়৷