You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৬০ [ তারিখ : ০১-০২ - ২০২৫ ]
অনেকদিন পরে আমার পোস্ট ফিচার হিসেবে দেখে ভীষণ আনন্দ হল। কবিতা লিখতে ভালবাসি ছেলেবেলা থেকেই। আর সেই কবিতার জন্য পেয়েছি অনেক সম্মান। আজ আমার কবিতা সেরা ফিচার হিসাবে নির্বাচিত হওয়াও আমার কাছে এক অনন্য সম্মানের সমান। এই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আর আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিনদের অনেক ধন্যবাদ জানাই আমার কবিতাকে সেরা হিসেবে নির্বাচিত করবার জন্য।