এই মাথা ব্যাথার সমস্যার জন্য ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে নাও ভাই। হয়তো তোমার মাইগ্রেনের সমস্যা পরে দেখা দিলেও দিতে পারে। সেক্ষেত্রে আগে থেকেই ট্রিটমেন্ট করা সব থেকে ভালো। তবে মাথা ব্যথায় যে অনেক কষ্ট পেয়েছো তা পোস্ট করেই বুঝতে পারলাম। আশা করি এখন ভালো আছো এবং মাথা ব্যাথা একেবারেই কমে গেছে। ভালো করে ঘুমের দরকার। যদি অনেক পরিশ্রম হয়ে গিয়ে থাকে তবে ভালো করে কয়েকদিন ঘুমিয়ে নাও।