একজনের পরীক্ষা আর তার মাঝে আরেকজনের শরীর খারাপ, আপনি তো খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন তবে। তবে পরীক্ষা শেষ হয়ে গেছে শুনে ভালো লাগলো। সময় আসলে চাকার মতো ঘুরতে থাকে। কখনো খারাপ কখনো ভালো নিয়েই তো জীবন। আশা করছি সকলের এবার সুস্থ থাকবে এবং আপনি মসৃণ জীবনে হাঁটতে পারবেন।