শুধুমাত্র পেন দিয়ে এত সুন্দর ম্যান্ডেলা আর্টে পাতা আঁকলে যে বলবার কথা নয়। ভীষণ সুন্দর হয়েছে সার্বিকভাবে। পাতাটির ভেতরে কারুকার্য দেখবার মত। অনেক ধৈর্য না থাকলে এমন ম্যান্ডেলা আর্ট তৈরি করা যায় না। সেদিক থেকে তুমি দুর্দান্ত একটি কাজ করে আমাদের সঙ্গে শেয়ার করলে।
আর্ট মানেই ধৈর্য্য।অনেক সুন্দর মন্তব্য করেছেন দাদা,উৎসাহিত হলাম।ধন্যবাদ আপনাকে।