You are viewing a single comment's thread from:

RE: আহিরিটোলা ঘাটে কিছুটা সময় ।।২৬জুলাই ২০২৪

in আমার বাংলা ব্লগlast month

প্রথমেই বলি ঘটিগরমটি দেখেই তো খেতে ইচ্ছে করছে। ছবিগুলি ভীষণ অসাধারণ। আহিরিটলা ঘাট বরাবরই আমার প্রিয়। পাশে নিমতলা শ্মশান থাকার দরুন মনও যেন ঠান্ডা হয়ে যায়। একরাশ নিস্তব্ধতা ঘিরে ধরে আশপাশ। কলকাতার ঐতিহ্যবাহী পুরনো এই জায়গা সব সময় এক প্রাচীন কলকাতার সাজ বহন করে। আর বাচ্চাদের স্নান করার যে ঘটনা বললেন, তা যেন এই ঘাটের একটি পরিচয়। এরা লঞ্চে উঠেও আগে দাপাদাপি করত। এখন আর উঠতে দেয় না দেখি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57475.27
ETH 2375.39
USDT 1.00
SBD 2.34