লেভেল টু হতে আমার অর্জন by @kausikchak123 (এবিবি স্কুলকে ৫% ও সাই ফক্সকে ১০% বেনিফিশিয়ারি)

in আমার বাংলা ব্লগ8 days ago (edited)

লেভেল টু থেকে আমার অর্জন

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

1719155091536-removebg-preview.png

💮সকলকে স্বাগত জানাই💮

লেভেল টু পড়ে স্টিমিট সম্বন্ধে যে যে জ্ঞান অর্জন করেছি, তা স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘস্থায়ী কাজ করার জন্য অত্যন্ত উপযোগী বলে মনে হয়েছে। স্টিমিট যেহেতু ব্লকচেইন ডিসেন্ট্রালাইসড প্লাটফর্মের একটি অ্যাপ্লিকেশন এবং এর সঙ্গে জুড়ে রয়েছে আর্থিক লেনদেনের বিষয়টি, তাই এখানে নিরাপত্তাজনিত বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। আর আমার বাংলা ব্লগের স্কুল পরিচালিত কোর্সগুলির মধ্যে লেভেল ২ এর কোর্সটি এই নিরাপত্তাজনিত দিকটি শিখতে আমায় সবথেকে বেশি সাহায্য করেছে। লেবেল ২ তে সবথেকে গুরুত্ব নিয়ে যে বিষয়গুলি বোঝানো হয়েছে তার উল্লেখ করলাম -

  • পাবলিক ও প্রাইভেট কী
  • পোস্টিং কী, অ্যাক্টিভ কী, উনার কী ও মেমো কী
  • ডেলিগেশনের নিয়মকানুন
  • পাওয়ার আপ ও পাওয়ার ডাউন
  • ওয়েলেট নিয়ন্ত্রণ

এবার আসা যাক লেভেল টুয়ের প্রশ্নপত্রটির বিষয়ে৷ প্রতিটি প্রশ্ন নিজের অর্জিত জ্ঞান থেকে নিজের মত করে উত্তর দেবার চেষ্টা করলাম৷ এই লেভেলে ডেলিগেশন ও পাওয়ার আপ বিষয়ে স্পষ্ট ধারনা জন্মেছে৷ সর্বোপরি এই লেভেলে প্রফেসর @kingporos যেভাবে হাতে ধরে ক্লাস করিয়ে সবকটি বিষয় পরিস্কার করে বুঝিয়ে দিয়েছিলেন ও পাশে থেকেছেন, তাতে তাঁকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। এবার সবকটি বিষয় প্রতিটি প্রশ্নের উত্তরের মাধ্যমে স্পষ্ট বোঝানোর চেষ্টা করলাম।

  1. Posting key এর কাজ কি ?

    উঃ পোস্টিং কি হল স্টিমিট অ্যাকাউন্টের সবথেকে কম স্পর্শকাতর একটি কী। এই কী প্রধানত অ্যাকাউন্টে পোস্টিং সংক্রান্ত সমস্ত কাজে ব্যবহার করা হয়। পোস্টিং কী ব্যবহার করে কমেন্ট করা, পোস্ট করা, আপ ভোট এবং ডাউন ভোট দেওয়া, পোস্ট রিস্টিম করা, কাউকে ফলো, আনফলো করা ইত্যাদি কাজ করা হয়। এই কী দিয়ে যেহেতু কোন আর্থিক কাজকর্ম করা সম্ভব হয় না এবং এটি ব্যবহার করে ব্যক্তি শুধুমাত্র সোশ্যাল এক্টিভিটির ভেতরেই সীমাবদ্ধ থাকে, তাই এই কী ব্যবহারে অন্যান্য কি গুলির মত অতিরিক্ত সাবধানী না হলেও অসুবিধা নেই।

  2. Active key এর কাজ কি ?

    উঃ এই কী স্টিমিট প্ল্যাটফর্মে একটি অত্যন্ত স্পর্শকাতর কী। কারণ এই কী সহযোগে সমস্ত ধরনের আর্থিক লেনদেন এবং এক্টিভিটি সম্পন্ন করা হয়। এই কি ব্যবহারে ব্যবহারকারীকে অত্যধিক সাবধানতা অবলম্বন করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কী ব্যবহার করে স্টিম ট্রান্সফার করা, পাওয়ার আপ বা পাওয়ার ডাউন করা, ডেলিগেশন করা, স্টিম থেকে এসবিডি কনভার্ট করা, প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা হয়।

  3. Owner key এর কাজ কি ?

    উঃ স্টিমিটে যে key hierarchy ব্যবহার করা হয়, সেখানে উনার কীয়ের স্থান পোস্টিং কী এবং অ্যাক্টিভ কীয়ের থেকে উপরে। এই কী মূলত মালিকানা সম্পর্কিত দিকটি নিয়ন্ত্রণ করে। এই কী যার কাছে থাকবে তিনি প্রোফাইলটির মালিকানা দাবি করতে পারেন। এই কী দ্বারা অ্যাক্টিভ কী ও পোস্টিং কী রিসেট করা যায়। এবং অ্যাকাউন্ট রিকভারিতে এই কী মুখ্য ভূমিকা নেয়।

  4. Memo key এর কাজ কি?

    উঃ মেমো কী কাউকে এনক্রিপ্ট করে ম্যাসেজ পাঠাতে ও কারো এনক্রিপ্ট করা ম্যাসেজ দেখতে সাহায্য করে। এই কীয়ের ব্যবহার খুবই সীমিত। পরবর্তীতে কোনো এনক্রিপ্টেড ম্যাসেজ দেখতেও এই কীয়ের প্রয়োজন হয়।

  5. Master password এর কাজ কি ?

    উঃ Master Keyword হল সব কীয়ের ওপরে থাকা একটি মূল পাসওয়ার্ড। অর্থাৎ এই পাসওয়ার্ড ব্যবহার করে সমস্ত কীয়ের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। যে কোনো কাজ করতেই master keyword ব্যবহার করা যায়। তাই এই পাসওয়ার্ড নিরাপত্তার দিক থেকে খুব স্পর্শকাতর। এই পাসওয়ার্ড অন্য কোনো ব্যক্তি পেয়ে গেলে অ্যাকাউন্টের ক্ষতি হয়ে যাওয়া খুব সহজ। Master Keyword কে খুব সাবধানে ও নিরাপদে সংরক্ষণ করা প্রয়োজন। অন্যথায় অ্যাকাউন্টের নিরাপত্তাজনিত বিপদ হতে পারে।

  6. Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

    উঃ Master Keyword কে সঠিক ভাবে নিরাপদে সংরক্ষণ করা সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিক। এই পাসওয়ার্ড স্টিমিটের প্রধান গেটওয়ে। তাই একে নিরাপদে সংরক্ষণ প্রয়োজন। এই পাসওয়ার্ডকে নিরাপদে সংরক্ষণের জন্য কয়েকটি ধাপ গ্রহণ করা দরকার। যেমন -

    • যে গুগল অ্যাকাউন্ট আইডি দিয়ে স্টিমিট খোলা হয়েছে সেখানে ডুয়াল ভেরিফিকেশন চালু থাকলে গুগল ড্রাইভে পাসওয়ার্ড রেখে দেওয়া নিরাপদ।
    • পাসওয়ার্ড ও চারটি কী সম্বলিত পিডিএফ ফাইলটির প্রিন্ট নিয়ে ফাইলে সার্টিফিকেট ও দরকারী ডকুমেন্টের সাথে সযত্নে রেখে দেওয়া উচিত।
    • নিজের কোনো ডাইরি বা খাতায় নিরাপদে Master Password টি লিখে রাখা ভালো।
    • কোনো দ্বিতীয় ব্যক্তিকে কখনো Master Password দেওয়া বা জানানো কখনোই উচিত নয়। এমনকি যদি কোনো ব্যক্তি অ্যাকাউন্ট তৈরিও করে দেয়, তাকেও Master Keyword জানানো উচিত নয়।
    • Master Password টি পেন ড্রাইভ বা এমন কোনো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে এনক্রিপ্ট করে রাখা যেতে পারে।
  7. পাওয়ার আপ কেন জরুরী?

    উঃ পাওয়ার আপ করে রাখলে লিকুইড স্টিম থেকে অর্থ স্টিম পাওয়ারে কনভার্সান করে রাখা যায়। এই বিষয়টি কিছুটা ফিক্সড ডিপোসিটের মত৷ অর্থাৎ স্টিম পাওয়ার বৃদ্ধি হলে অ্যাকাউন্টের ক্ষমতা বৃদ্ধি হবে। তার ফলে মূল্যবান ভোট দান করে বেশি রিওয়ার্ড পাবার সম্ভাবনাও থাকবে। এছাড়া লিকুইড স্টিম নিরাপদও নয়৷ অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে স্টিম কমে যাওয়া কেবল সময়ের অপেক্ষা। কিন্তু স্টিম পাওয়ার থেকে সাথে সাথে কমিয়ে ফেলা হ্যাকারের পক্ষে সম্ভব না। কারণ স্টিম পাওয়ার থেকে সম্পূর্ণটা আবার স্টিমে ফিরে আসতে চার সপ্তাহ সময় লাগে। তারমধ্যে অ্যাকাউন্টটি সুরক্ষিত করে নেওয়া সম্ভব।

  8. পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

    উঃ পাওয়ার আপ করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ কর‍তে হয় -

    • স্টিমিট অ্যাকাউন্টে গিয়ে ওয়ালেটে যেতে হবে।
    • লগ ইন না থাকলে অ্যাক্টিভ কী দিয়ে লগ ইন করে নিতে হবে।
    • ওয়ালেটে যেখানে STEEM এর অংক লেখা থাকে, তার পাশে Drop Down menu থেকে পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
    • কত পরিমাণ স্টিম পাওয়ার আপ করা হবে তা উল্লেখ করতে হবে।
    • পাওয়ার আপ লেখা বাটনে ক্লিক করতে হবে।
    • তারপর স্টিম পাওয়ার আপ হয়ে যাবে।
  9. সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

    উঃ সেভিংস থেকে স্টিম বা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পরে তা ট্রান্সফার হয়।

  10. মেমো ফিল্ড এর কাজ কি?

    উঃ ফিল্ড অর্থাৎ কোনোকিছু লেখবার বা দেখবার স্থান। মেমো ফিল্ড হল এমন একটি ফিল্ড বা জায়গা যেখানে মেমো কী ব্যবহার করে কাউকে এনক্রিপ্ট করে পাঠানো ম্যাসেজ লেখা যায় ও ডিক্রিপ্ট করে ম্যাসেজ পড়াও যায়।

  11. ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

    উঃ ডেলিগেশন ক্যানসেল করার পর তা অ্যাকাউন্টের মেন ব্যালান্সে এসে যোগ হতে পাঁচদিন সময় লাগে।

  12. ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

    উঃ এমন ক্ষেত্রে যে পরিমাণ SP ডেলিগেট করতে হবে, তার সম্পূর্ণ পরিমাণই লিখতে হবে, শুধুমাত্র বর্ধিত পরিমাণটুকু নয়। যেমন যদি ২০০ SP ডেলিগেট হয়ে থাকা অবস্থায় আরো ১০০ SP ডেলিগেট করতে হয়, তবে ডেলিগেট অপশনে গিয়ে ৩০০ SP উল্লেখ করতে হবে।

    images__24_-removebg-preview.png


    --লেখক পরিচিতি--

    IMG_20240303_181107_644.jpg

    কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার সহ সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।



    কমিউনিটি : আমার বাংলা ব্লগ

    ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।


Sort:  
 8 days ago 

লেভেল দুই হতে আপনি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছেন।এবিবি স্কুলের ৪ টা লেভেল প্রতিটি লেভেল স্টিমিট বা ব্লকচেইন এ কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।

 8 days ago 

একদমই তাই৷ এবিবি স্কুলের ক্লাসগুলো কাজ কর‍তে ভীষণ সহযোগিতা করছে৷ আর প্রফেসররাও খুব আন্তরিক। যত লেভেল আপ হচ্ছে তত আগ্রহও যেন বাড়ছে৷

 8 days ago 

লেভেল দুই একজন স্টিমিট ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কেননা লেভেল দুই এর ক্লাসের মধ্যে স্টিমিট একাউন্টের নিরাপত্তা সংক্রান্ত বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।আর স্টিমিট একাউন্ট সঠিক ভাবে ব্যবহার না করলে যে কোন হ্যাক হয়ে যেতে পারে। আপনি দেখছি আজকে লেভেল দুই এর লিখিত পরীক্ষা দিয়েছেন, আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল দুইয়ের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন।

 8 days ago 

হ্যাঁ লেবেল ২ এর পরীক্ষা দিয়ে দিলাম। এই লেভেলে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গেল। প্রফেসররা এত আন্তরিকভাবে বুঝিয়ে দেন, যে কঠিন বিষয়গুলো অতি সহজে সহজ এবং তরল হয়ে যায়। এরপর বাকি লেভেলগুলো শিখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সবটা জানতে পারলে কার্য পরিচালনায় অনেক সুবিধা হয়ে যাবে।

 7 days ago 

আপনি তো প্রতিটা টপিক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পয়েন্ট আকারে প্রতিটা বিষয়ের বিস্তারিত আলোচনা করেছেন পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ভাই।

 7 days ago 

ডেলিগেশন এবং মেমো ফিল্ড ভুল করলেন।

 7 days ago 

শুধরে নিয়েছি। অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62954.14
ETH 3466.39
USDT 1.00
SBD 2.51