রেসিপি || মাছ ও আলুর ঝোল রান্নার রেসিপি || 10% Beneficiary @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। সাবাইকে জানাই নমস্কার ও আদাব। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আমি নিয়ে আসলাম খুবি সাধারন একটি রেসিপি। আলু দিয়ে মাছের ঝোল রান্না করার রেসিপি। আশা করি সবার পছন্দ হবে । দেখে নেয়া যাক কীভাবে এই রান্নাটি করলাম।

20211201_153310.jpg

আলু দিয়ে মাছ রান্না করার প্রোয়োজনীয় উপকরণঃ

উপাদানপরিমান
মাছ৭-১০ পিচ
আলু৪০০ গ্রাম
হলুদ৩-৪ চামচ
তেল২৫০ মিলি
লবণ৩/৪ চামচ
পিয়াজ১০০ গ্রাম
রসুন৫০ গ্রাম
গরম মশল্লাপরিমান মতো

20211201_141715.jpg

মাছ গুলোকে কেটেছি, এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।

20211201_142502.jpg

প্রথমে হলুদ দিয়ে মাছ গুলোকে মেখে নিয়েছি। এরপর কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।

20211201_142642.jpg

মাছ গুুলোকে ভালো করে ভাজতে থাকি।

20211201_145245.jpg

মাছ গুলো ভালো করে ভাজা হয়ে গেলে, সেগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে রাখি।

20211201_144848.jpg
প্লেটের মধ্যে কিছু রসুন, মশল্লা, তেজপাতা।

20211201_143256.jpg

আলু গুলোকে কুচি কুচি করে কেটে বাটির মাধ্যে রেখেছি।

20211201_145502.jpg

এখন, আবার কড়াইতে তেল দিয়েছি। এরপর, সেখানে আালু কুচি গুলোকে দিয়ে রান্না শুরু করি। আলু গুলো রান্না হয়ে গেলে শেষের দিকে সেখানে মশল্লা বাটা ‍দিয়ে দিয়েছি। এখন, রান্নার মধ্যে আগে ভেজে রাখা মাছ ভাজি গুলোকে ছেড়ে দিয়েছি।

20211201_153256.jpg

রান্না শেষে পরিবেশনের জন্য তরকারি গুলোকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি।

20211201_153355.jpg
আমার আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই যানাবেন। সবার নতুন বছর অনেক আনন্দে কাটুক, এই কামনায় আমার আজকের রেসিপি পোষ্টটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আমার এই পোষ্টটি পড়ার জন্য ও আমাকে সাপোর্ট দেয়ার জন্য।

প্রয়োজনীয় বিবরণঃ
DeviceSamsung j5
Photographer@karuna21

আমার সম্পর্কেঃ

আমি করুনা কান্ত রায়,
আমি একজন বেসরকরি চাকরিজীবি। আমি নীলফামারীতে বাস করি। আমার বাংলা ব্লগকে ভালোবাসি। আমি গান গােইতে, ফটোগ্রাফি করতে, ভ্রমন করতে পছন্দ করি। আমি নতুন কিছু শিখতে ভালোবাসি।

amarbanglablog.jpg

Sort:  
 3 years ago 

আলু ও মাছ দিয়ে খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন।
আমার কাছে বেশ ভালো লেগেছে।।
দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাঙ্গালীদের একটা প্রিয় খাবার হচ্ছে মাছ। আপনার তৈরি করার রেসিপি অসাধারণ হয়েছে। মাছ ও আলুর ঝোল খুব সুস্বাদু একটি রেসিপি এবং আপনার উপস্থাপনা ও করছিল বেশ সুন্দর ।

 3 years ago 

অনেক ধন্যবাদ

আপনার রান্না টা অনেক ভালো লাগলো। দেখে তো অনেক লোভনীয় লাগছে খেতেও ও মনে হয় সুস্বাদু হয়েছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করে তুলে ধরার জন্য। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর বলেছেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76394.21
ETH 2959.60
USDT 1.00
SBD 2.65