লেভেল ৪ হতে আমার অর্জন- @karuna21 || 10% beneficiary for shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো বন্ধুগণ, আপনাদের সবাইকে আদাব এবং নমস্কার। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। লেভেল 4 এর পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি এই পর্যন্ত তিনটি লেভেল পার করে লেভেল ফোর এর পরীক্ষার অনুমতি পেয়েছি। আমার জন্য আশীর্বাদ করবেন যেন ভাল ভাবে পরীক্ষা দিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক আজকের পরীক্ষা।

IMG_20220221_224404_HDR.jpg

Level-4 থেকে আমি যা শিখলামঃ


* Internal Market এ SBD থেকে Steem এ Convert করা।

আমরা steemit যে পোস্ট করি সেখান থেকে আমরা যে রিওয়ার্ড পাই তার অর্ধেক SBD পাই এবং বাকি অর্ধেক SP পাওয়ার হিসেবে পাই। এই SBD কে আমরা Internal market এ steem এ রূপান্তর করতে পারি। প্রথমে আমরা স্টিম ওয়ালেট এ লগইন করবো, এরপর Currency Market এ যাবো। এখন Buy Steem এ প্রাইস এর ঘরে price লিখবো, টোটাল এর ঘরে কত SBD কে steem করতে চাই তা লিখে, Buy Steem এ click করে SBD কে steem রূপান্তর করবো।

* External Market এ Steem এবং TRX Exchange করা।

আমরা Steem এবং Trx exchange করার জন্য External site হিসাবে Poloniex ব্যবহার করবো। এরপর আমরা steem, trx কে Poloniex এ নিয়ে আসবো। এরপর, Poloniex এর wallet এ গিয়ে steem, trx কে USDT তেল Convert করতে পারি।

Design3.png

প্রশ্নঃ p2p কি?

p2p হলো person to person স্টিম /এসবিডি Transfer করা। আমরা যদি স্টিমইট ওয়ালেট থেকে একজনের থেকে আরেকজনকে SBD/ Steem ট্রানস্ফার করি তাহলে তাকে p2p বলা হবে। আবার বাংলা ব্লগ এ p2p করা একেবারেই নিষিদ্ধ।

Design3.png

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে আমি steemwallet এ এক্টিভ কী দিয়ে লগইন করি।

Screenshot_20220217-175759~3.png


Steem dollar এর উপর click করি। এখানে কিছু ড্রপডাউন মেনু আসবে। এবার transfer এ click করি।

Screenshot_20220217-235212~2.png


এখানে আমি transfer এ click করি।

Screenshot_20220217-235256~2.png


এখানে, একটি pop-up খুলে যাবে। এখানে to এর যায়গায় যাকে পাঠাবো তার steem id টি লিখে দিই। মেমোর যায়গায় মেমো লিখে। Next বাটোন এ click করি।

Screenshot_20220217-235304~2.png


এবার ok বাটন এ ckick করি।

Screenshot_20220217-235304~3.png

Design3.png

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220217-175759~2.png

Steemit wallet থেকে steem কারো কাছে পাঠাইতে Steemit wallet এর steem এ click করে transfer এ যাবো।

Screenshot_20220217-182225.png

এরপর, To এর যায়গায় যাকে পাঠাতে চাই তার Steemit ID দিয়ে এবং Memo এর জায়গায় কিছু লিখে Next বাটন এ চাপ দিই। ok করে দিই। এখন যদি এক্টিভ কি চাইলে, তা দিয়ে লগইন করি।

Screenshot_20220217-182346~2.png

steem/SBD পাঠানোর প্রুভ।

Design3.png

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220217-182440~2.png

trx এর জায়গায় ক্লিক করে Transfer এ যাই।

Screenshot_20220217-182514~2.png

এখন, যে পেইজটি আসবে তাতে Steemit ID দিয়ে এবং মেমো লিখে Next click করি।

Screenshot_20220217-182520.png

এবারে ok করে দিই।

Screenshot_20220217-190230~2.png

এরপর Private key চাবে সেটি দিয়ে Transfer এ ক্লিক করি।

Design3.png

প্রশ্নঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220217-191105~2.png

প্রথমে Steemit wallet এর ডান দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করি। এরপর, Currency Market এ যাই।

Screenshot_20220217-191119~2.png

আমরা Steem বাই করবো তাই সেল অর্ডার এর সবচেয়ে কম প্রাইজটি সিলেক্ট করবো।

Screenshot_20220217-191140~2.png

এখন, কত SBD দিয়ে Steem কিনবো সেটি লিখে Buy Steem এ click করি।

Screenshot_20220217-191148.png

এরপর ok চাপ দিই।

Screenshot_20220217-191156.png

আমাদের steem কেনা হয়ে যাবে।

Design3.png

প্রশ্নঃ Poloniex Exchange site এ একটি Account Create করুন।

Screenshot_20220217-191424~2.png

প্রথমে আমি Poloniex এপ এ যাই। পরে ডান দিকে নিচে Settings Options click করি।

Screenshot_20220217-191434~2.png

এখন, Sign up এ click করি।

Screenshot_20220217-191527~2.png

এখন, যে পেইজটি আসবে তাতা Email এর যায়গায় Email টি দিয়ে দিই।

Screenshot_20220217-191557~2.png

এর নিচে Password ও Confirm Password দিয়ে দিই।

Screenshot_20220217-191612~2.png

Click to verify এ click করে Captcha verify করে নেই। এরপর চেক বক্সে টিক মার্ক করে দিই।

Screenshot_20220217-191633~2.png

এখন, Sign up বাটন এ ক্লিক করি। Poloniex থেকে একটি একটি Email পাঠিয়ে দেয়া হবে।

Screenshot_20220217-191807~2.png

এখন Email এ গিয়েএখন verify Email এ ক্লিক করলে, Account Create হয়ে যাবে।

Design3.png

প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

Screenshot_20220217-191933~2.png

আবার Poloniex এপ এ গিয়ে ইমেইল পাশওয়ার্ড দিয়ে Captcha verify করে লগইন এ ক্লিক করি।

Screenshot_20220217-191941~2.png

ই-মেইল এ একটি কোড পাঠাবে Poloniex থেকে।

Screenshot_20220217-192025~2.png

কোড টি এখানে বসিয়ে কনফার্ম এ ক্লিক করি। Poloniex এ লগইন হয়ে যাবে।

Screenshot_20220217-192232~2.png

এখন Deposit এ ক্লিক করি।

Screenshot_20220217-192329~2.png

Steem coin সিলেক্ট করি। Network এর জায়গায় Steem সিলেক্ট করি।

Screenshot_20220217-192329~3.jpg

এখানে Address এবং Memo পাবো Deposit করার জন্য।

Screenshot_20220217-192531~2.png

এখন steemitwallet ‍এ এক্টিভ কি দিয়ে লগইন করি। steem এ ক্লিক করে transfer এ যাই। এর জায়গায় Poloniex থেকে যে Address পাবো তা দিই Amount এ কত স্টিম পাঠাবো তা লিখি। এর পরে Memo এর জায়গায় Poloniex থেকে যে Memo পাবো তা দিই। এর পরে নেক্সট এ ক্লিক করি।

Screenshot_20220217-192537~2.png

ওকে করে Confirm করি।

Screenshot_20220217-192711~2.png

কিছুক্ষণ Depositing STEEM দেখাবে।

Screenshot_20220217-192947~2.png

এর পরে Deposited STEEM হয়ে যাবে।

Design3.png

প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

Screenshot_20220217-193021~2.png

এখন Deposit এ ক্লিক করি।

Screenshot_20220217-193038~2.png

TRX সিলেক্ট করি।

Screenshot_20220217-193057~3.png

Network এর জায়গায় TRC20 সিলেক্ট করি। এখানে Address পাবো TRX Deposit করার জন্য।

Screenshot_20220217-193125~2.png

এখন steemitwallet ‍এ এক্টিভ কি দিয়ে লগইন করি। TRX এ ক্লিক করে Transfer এ যাই।

Screenshot_20220217-193144~2.png

Switch to Tron account এ ক্লিক করি। এ রকম পাবো। এর জায়গায় Poloniex থেকে যে Address পাবো তা দিই। Amount এ কত TRX পাঠাবো তা লিখি। এর পরে Next এ ক্লিক করি।

Screenshot_20220217-193330~2.png

এরপর ok করি।

Screenshot_20220217-193408~2.png

এখানে, Private key দিয়ে Transter এ ক্লিক করি।

Screenshot_20220217-193830~2.png

কিছুক্ষণের মধ্যে ডিপোজিট হয়ে যাবে।

Design3.png

প্রশ্নঃ Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

ধাপ-১ঃ Steemit Account হতে প্রেরিত Steem কে USDT তে Exchange তে রূপান্তর করা।

Screenshot_20220217-194624~2.png

Wallet এ ক্লিক করি। Steem এ ক্লিক করি।

Screenshot_20220217-195231~2.png

এরপর Trade ক্লিক করি।

Screenshot_20220217-200042~2.png

এখন, Price এর জায়গায় প্রাইজ দিয়ে Sell STEEM এ ক্লিক করি। USDT তে Exchange রূপান্তর হয়ে যাবে।

ধাপ-২ঃ Steemit Account হতে প্রেরিত TRX কে USDT তে Exchange করা।

Screenshot_20220217-201832.png

Wallet এ ক্লিক করি। TRX এ ক্লিক করি।

Screenshot_20220217-201850~2.png

এখন Trade ক্লিক করি।

Screenshot_20220217-202002~2.png

এখন, Price এর জায়গায় প্রাইজ দিয়ে Sell TRX এ ক্লিক করি। USDT তে Exchange রূপান্তর হয়ে যাবে।

আমার বাংলা ব্লগ এর সকল কে আদাব ও নমস্কার জানিয়ে আমার পরীক্ষা এখানেই শেষ করছি।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনার সব ভাল ছিল।পিটুপিতে আপনি যে SBD/SP লিখেছেন তা হবে SBD/Steem।

 2 years ago 

ও হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমেই আপনাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইল।
আপনি এবিবি স্কুলের লেভেল চার থেকে যে বিষয়গুলো শিখতে পেরেছেন তা সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দীর্ঘমেয়াদী কাজ করতে গেলে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা অতি জরুরী।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে লেবেলগুলো পার করেছেন দেখে খুব ভালো লেগেছে। আর বাকি মাত্র একটি পরীক্ষা। তারপর কাংখিত স্বপ্ন পূরণ হবে আপনার। আমি নিজেও আড়াই মাস অপেক্ষা করে ভেরিফাইড হয়েছি। আপনার ভেরিফাইড এর অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44