লেভেল ২ হতে আমার অর্জন - By @karuna21 || 10% Beneficiary Shy-Fox এর জন্য |

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
ওহে বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার ও আদাব। আশাকরি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আমার বাংলা ব্লগ এ লেভেল ২ এর পরীক্ষা দিতে যাচ্ছি। সকলেই আমাকে আশির্বাদ করবেন, যেন পরীক্ষায় ভালো করতে পারি।

IMG_20220122_165146~2.jpg

প্রশ্নপত্রঃ

প্রশ্নঃ Posting key এর কাজ কি?

উত্তরঃ

Posting key সাধারনত সোশ্যাল এক্টিভিটিতে ব্যাবহার করা হয়ে থাকে। আমার যখন পোষ্ট, কমেন্ট, ভোট দেই তখন এই কী ব্যবহার করি। এই কী দিয়ে আমার নির্দিষ্ট কিছু কাজ করতে পারিঃ

১। পোষ্ট ও কমেন্ট করতে পারি ।
২। পোষ্ট ও কমেন্ট এডিট করতে পারি ।
৩। আপ ও ডাউন ভোট দিতে পারি।
৪। ফলো - আনফলো করতে পারি।
৫। পোষ্ট রিস্টিম করতে পারি।
৬। অনাকাঙ্খিত অ্যাকাউন্ট মিউট করতে পারি।

প্রশ্নঃ Active key এর কাজ কি ?

উত্তরঃ

একটিভ কী দিয়ে ওয়ালেট সংক্রান্ত কাজ করা যায়। একটিভ কি খুুবই গুরুত্বপূর্ণ একটি কী। এই কী হ্যাক হয়ে গেলে তা দিয়ে খুৃব সহজেই অ্যাকাউন্ট থেকে সব লিকুইড স্টিম বা এসবিডি ট্রান্সফার করে নিতে পারবে। তাই এই কী যত্ন সহকারে সংরক্ষণ করা উচিত। একটিভ কী দিয়ে যেসব কাজ করা যায় তা নিম্নে উল্লেখ্য করা হলোঃ

১। ট্রান্সফারের কাজ করা যায়।
২। SBD ও Steem কনভার্সন করা যায়।
৩। পাওয়ার আপ ও ডাউন করা যায়।
৪। এক্সচেঞ্জ সাইটে কেনা বেচার অর্ডার করা যায়।
৫। উইটনেস্ ভোট দেয়া যায় ।
৬। নতুন ইউজার তৈরি করা যায়।
৭। প্রফাইলের তথ্য পরিবর্তন করা যায়।

প্রশ্নঃ Owner key এর কাজ কি ?

উত্তরঃ

ওনার কী অর্থ মালিকানা সংক্রান্ত কী। এই কী দিয়ে নিজের একাউন্টের মালিকানা প্রমাণ করা যাবে। যার কাছে এই কী থাকবে সে ওই একাউন্টের মালিকানা দাবি করতে পারবে। ওনার কী এর কাজ নিম্নে প্রদত্ত হলোঃ

১। পোস্টিং, ওনার ও একটিভ কী রিসেট করতে পারি।
২। অ্যাকাউন্ট রিকোভার করতে পারি।
৩। ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারি।

প্রশ্নঃ Memo key এর কাজ কি ?

উত্তরঃ

মেমো কী এর কাজ নিম্নে প্রদান করা হলোঃ

১। এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
২। এনক্রিপ্ট করা মেসেজ দেখতে ব্যবহার করা হয়।

প্রশ্নঃ Master password এর কাজ কি ?

উত্তরঃ

মাস্টার পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি পাসওয়ার্ড। কারণ এই পাসওয়ার্ড দিয়ে, উপরের সবগুলো কী এর কাজ করা যায়। এই কী আমরা অ্যাকাউন্ট খোলার সময় জেনারেট করে থাকি। মাস্টার পাসওয়ার্ডের উপর ভিত্তি করে পোষ্টিং, ওনার ও একটিভ কী তৈরি হয়েছে। এই কী আমাদের অ্যাকাউন্ট রিকভার করার কাজে প্রয়োজন হবে। দাবা খেলায় যেমন নৌকা, ঘোড়া, হাতি কোনো এক দিকে যেতে পারি কিন্তু মন্ত্রি সব দিকে যতদূর ইচ্ছা যেতে পারে তেমনি হচ্ছে Master password.

প্রশ্নঃ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃ

Master password নিরাপদে সংরক্ষণ করতে যা যা করবো তা হলো - খাতায়/ ডাইরিতে লিখে রাখবো, পাসওয়ার্ড গুলো প্রিন্ট করে রাখবো ও গুগোল ড্রাইভে সংরক্ষণ করবো।

প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরী?

উত্তরঃ

Power up অর্থ শক্তি বৃদ্ধি করা। যার যত বেশি পাওয়ার থাকবে সে ভোটিং রিওয়ার্ড তত বেশি অর্জন করতে পারবে। অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা কী চুরি হয়ে গেলে যদি অ্যাকাউন্টে লিকুইড স্টিম থাকে তাহলে তা খুব সহজেই ট্রান্সফার করি নিতে পারবে। কিন্তু যদি পাওয়ার আপ করা থাকে, তাহলে যেহেতু পাওয়ার ডাউন দিতে ২৮ দিন সময় লাগে তাই স্টিম হারানোর ভয় থাকে না।

প্রশ্নঃ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ

স্টিম ওয়ালেটে গিয়ে যেখানে স্টিম গুলো থাকে, তার পাশে যে ড্রপ ডাউন মেনু আছে সেখানে ক্লক করে পাওয়ার আপ অপশনে ক্লিক করলে যে পেজটি চালু হবে তাতে প্রয়োজনীয় তথ্য দিয়ে পাওয়ার আপ করা যায়।

প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তরঃ

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩দিন/ ৭২ ঘন্টার মধ্যে তা ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হবে।

প্রশ্নঃ মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তরঃ

স্টিম বা এসবিডি ট্রান্সাফারের কাজে আমরা মেমো ফিল্ডে মেমো লিখে লিকুইড পাঠাতে পারি। এছাড়া সামান্য কিছু স্টিম সেন্ড করে আমরা মেমো ফিল্ডে লিখে কারো সাথে মেসেজ পাঠাতে পারি।

প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তরঃ

ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

প্রশ্নঃ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এস.পি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তরঃ

আমি @Heroism কে ২০০ এস.পি ডেলিগেশন করেছি। কিছুদিন পর আবার ১০০ এস.পি ডেলিগেশন করতে চাই তাহলে আমাকে ডেলিগেশনের পরিমাণের যায়গায় ৩০০ লিখতে হবে।

বন্ধুরা আমার আজকের পরীক্ষা এখানেই শেষ করছি। সবাই সুস্থ্য থাকবেন। আর এই করোনা মহামারিতে সাস্থ্য সচেতন থাকুন ও মাস্ক পরুন। সকলকে ধন্যবাদ।

DeviceInformation
RealmeC21Y
Android version11.00
LocationBangladesh

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

Sort:  
 3 years ago 

ডেলিগেশন ফেরত আসতে ৫ দিন সময় লাগে। উত্তরটা ঠিক করে দিন।

 3 years ago 

ঠিক করে দিয়েছি দাদা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56691.97
ETH 2499.18
USDT 1.00
SBD 2.23