প্রাকৃতিক সৌন্দর্যের একটি ঐতিহ্যবাহী স্থান ভ্রমণ|| প্রতিযোগিতা - ১১ || 10% Beneficiary @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago
হাই বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার ও আদাব। আশাকরি আপনারা সকলেই ভাল আছেন। আমি সৃষ্টি কর্তার দয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রাকৃতিক সৌন্দর্য মোহিত স্থান "নীলসাগর পর্যটন কেন্দ্র" । এখনকার নীলসাগর দিঘি এর পূর্বের নাম বিন্না দিঘি। এটি একটি ঐতিহ্যবাহী স্থান।

তথ্য উইকিপিডিয়া থেকে-

নীলসাগর একটি ঐতিহাসিক দিঘি, যা বর্তমানে নীলফামারী জেলা সদর থেকে উত্তর-পশ্চিম কোণে ১৪ কিমিঃ দূরত্বে গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত৷। মনে করা হয়, ঐতিহাসিক বৈদিক রাজা বিরাট এই দিঘি খনন করেন এবং তা বিরাট দিঘি হিসাবে পরিচিত ছিল৷ পরবর্তীকালে বিন্না দিঘি নামেও পরিচিতি পায়। স্বাধীনতার পর নীলসাগর নামে ব্যাপক পরিচিতি লাভ করে এবং বর্তমানে এখানে ব্যাপক সংস্কার করে ভ্রমণ পিপাসুদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বত্‍সর শীত মৌসুমে অসংখ্য অতিথি পাখির সমাগম ঘটে এই নীলসাগরে।

সদর উপজেলার জিরো পয়েন্ট চৌরঙ্গী মোড় থেকে উত্তর-পশ্চিম কোণে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা মৌজায় ৫৩.৯০ একর জমির ওপর নীলসাগরের অবস্থান। এর জলভাগ ৩২.৭০ একর, এবং চারদিকের পাড়ের জমির পরিমাণ ২১ একরের মতো।

src

এই দিঘির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ও ঘুরতে প্রতিদিন অনেক মানুষ আসে। প্রতি বছর এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়।

IMG_20220131_111406.jpg

নীলসাগর দিঘি দেখার জন্য ভিতরে যাবার প্রধান রাস্তা। এই গেট ধরে ভিতরে গেলাম।

IMG_20220131_111833.jpg

এই রাস্তা দিয়ে যেতে হয়।

IMG_20220131_120320.jpg

রাস্তার পাশে রয়েছে একটি মন্দির।

IMG_20220131_111907.jpg

রাস্তার বাম দিকে ঘুরতেই দেখতে পেলাম একটা আচারের দোকান।

IMG_20220131_112010.jpg

পুকুরের মাঝে দেখতে পেলাম অসংখ্য পাখি।

IMG_20220131_112036.jpg

পুকুরের ধারে পানিতে রয়েছে নীল পদ্ম বন।

IMG_20220131_112131.jpg

দিঘির ধারে করা হয়েছে ফুলের বাগান।

IMG_20220131_112205.jpgIMG_20220131_115804.jpg
IMG_20220131_113638.jpgIMG_20220131_112242.jpg
IMG_20220131_120106.jpgIMG_20220131_112849.jpg

এখানে রয়েছে সিংহ, হাতি, ময়ুর, ঝিনুক ও হরিণের কয়েকটি প্রতিকৃতি।

IMG_20220131_112302.jpg

দর্শনার্থীদের জন্য রয়েছে একটি আবাসিক হোটেলে।

IMG_20220131_112532.jpg

IMG_20220131_112547.jpg

IMG_20220131_112612.jpg

IMG_20220131_112640.jpg

এরপর আমি কয়েকটি সুন্দর সুন্দর ফুল দেখলাম।

IMG_20220131_114220.jpg

এখানে, আমরা শীতকালে ভারত থেকে আসা এক ধরণের পাখি দেখতে পাই। এই গুলোর নাম বালি হাঁস। শীতকালে এখানে মানুষ মূলত এই পাখি গুলোই দেখতে আসে।

IMG_20220131_115430.jpg

এছাড়া পুকুরের চার পাড়ে রয়েছে অনেক গাছপালা ও বৃক্ষরাজি। যা একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দান করেছে এই দিঘিকে।

IMG_20220131_112417.jpg

DeviceModel
RealmeC21Y
LocationBangladesh

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোষ্ট পড়ার জন্য।

Sort:  
 3 years ago 

নীলসাগর অনেক নাম শুনেছি কিন্তু কখনো দেখা হয় নাই।তবে আপনার মাধ্যমে কিছুটা অভিজ্ঞতা বাড়লো।ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

নীলফামারী জেলায় এখনো আমার যাওয়া হয়নি। যাবার ইচ্ছা আছে অনেকদিন ধরেই। আপনি সেই ইচ্ছা আরো বাড়িয়ে দিলেন। এখন তো এই পর্যটন স্পটটি না দেখে কিছুতেই থাকা যাবে না। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। অবশ্যই আসতে পারেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62460.04
ETH 2435.03
USDT 1.00
SBD 2.65