একজন আলু চাষী'র স্বপ্নযাত্রা।১০%প্রিয়,লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাপ।কেমন আছেন সবাই, আশা করি,স্রষ্টার কৃপায় ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ,আপনাদের ভালোবাসায় ভালো আছি।পথ চলার ব্যস্ততম সময়ে,আজ আপনাদের সাথে শেয়ার করবো, একজন আলুচাষী'র স্বপ্নযাত্রা।আশা করি,ভালো লাগবে।

image (6).jpg

স্বপ্ন থাকা ভালো।কেউ দেখতে পছন্দ করে,আর কেউবা স্বপ্ন বাস্তবায়নে দিনভর খেটে মরে।কিছু স্বপ্ন আশা জাগায়,আর কিছু স্বপ্ন দুঃস্বপ্নে ভাসায়।এমনই এক,স্বপ্নচারির আলোচনা থাকছে আজকের পর্বে।

কিছুদিন আগেও আব্দুর রউফের মন ছিলো ফুরফুরে।চোখে-মুখে আনন্দের ছাঁপ।কথা বলতেই,একফালি হাঁসি।হাঁসিটা ছিলো,ঠিক ভীতরের।সময়টা ভালোই যাচ্ছিলো তার, শখের আলুখেতে নিয়ে।

image (18).jpg

যদিও মাঝেমধ্যে জাব পোকা,কাটুই পোকার আক্রমন ঠেকাতে বারবার স্প্রে প্রয়োগ করতে হয়েছিলো।দেশি সূর্যমূখী আলুর চাষ করায়,ফলনও খুব ভালোই হয়েছে।।রউফ সাহেবের স্বপ্ন এবার আলু বিক্রি করে ভালো পরিমানে আয় হবে।পাঁচ বিঘা জমিতেই দেশি আলু করেছেন।আগের চেয়ে আলুর আবাদে এবার খরচও মোটামুটি বেশি হয়েছে।দিনভর খাঁটাখাঁটুনি করে,খুব ভালো যত্নে ফলনও বাড়িয়েছেন তিনি।এবার আলু তুলে, কিছু আলু পরবর্তী বছরে রোপনের জন্য হিমাগারে রাখবেন,বাকিটা বিক্রি করে সংসারের কিছু আয় করবেন।সাথে তার বড় ছেলেটা এবার কলেজে ভর্তি হবে।বই কেনা,নতুন কাপড়-চোপড়সহ আনুসঙ্গীক কেনাকাটা করতে তার আর সমস্যা হওয়ার কথা ছিলো না।এভাবেই, ৯০দিনের পরিচর্যায়,তার দেখা স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে।

20220118_095354 (1).jpg

গত,কয়েকদিন হলো নতুন আলুর দাম তুলনামূলকভাবে অনেক কমে গেছে।প্রতিকেজি আলুর উৎপাদন মূল্য হলো প্রায়, ১৮-১৯ টাকার মতো।কিন্তু,গ্রাম অঞ্চলের খুচরা বাজারে প্রতি কেজি নতুন আলু ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।পাইকারী বাজারে প্রতিকেজি ১৫ টাকা।এদিকে,আলু উত্তোলন করার বেশি সময়ও হাতে নেই।জমিতে আর বেশিদিন রাখলে পঁচন ক্রিয়া শুরু হবে।চোখমুখে কালো অমনিশা।কথা বলতে চাইলেই
চোখ বেঁয়ে পানি আসতে ধরে।

image (17).jpg

মলিন কন্ঠে,বললো,"মোর বড় ব্যাটাক এনা কলেজে দেম।কাপর-চোপর,বইখাতা কিনিম।বাড়ির এনা আয় করিম।এই আলুই মোক সর্বনাশ করলো বাহে"।

হয়তো বাজারে ন্যায্য মূল্য থাকলে রউফ মিয়ার মতো, এরকম হাজারো আলুচাষীর বুকভরা এই আর্তনাদ আমাদের দেখতে হতো না।

image (14).jpg

এভাবেই কিছু কারনে,তিলে তিলে পরম আদরে গড়া কিছু স্বপ্ন দুঃস্বপ্নে রুপ নেয়।যৌগিক জীবনের স্বপ্নভঙ্গে, দুমড়ে মুচড়ে যায় কিছু জীবন।উত্থান-পতনের এই খেলায় কেউবা জিতে যায় আর কেউবা হেরে যায়।

হারজিতে আমি নই, টিকে থাকাই আমার কাছে সব।
ভালো থাকুক হারভাঙ্গা খাঁটুনীর সেই মানুষগুলো যাদের ত্যাগ আর পরিশ্রমে,আজ আমরা ভালোভাবে খেতে পারছি।

জানিনা খুব অল্প সময়ে,আমার লেখাটি আপনাদের কাছে কেমন লেগেছে।শব্দচয়নের অনাকাঙ্ক্ষিত ভুল হলে আমাকে ক্ষমা করবেন।

সর্বশেষে,লেখাটি ভালো লাগলে উৎসাহ দিবেন।আপনাদের উৎসাহে আমিও এগিয়ে যেতে চাই আপনাদের সাথে দূর থেকে বহুদূরে।

আজ,এখানেই শেষ করছি।আবারও কথা হবে নতুন কিছু নিয়ে।সে পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন,আমার প্রিয় প্ল্যাটফর্ম,@amarbanglablog

বিষয়একজন আলু চাষী'র স্বপ্নযাত্রা
বর্নণা@kamrul8217
ডিভাইসSamsung A32
লোকেশনw3w
তারিখ১৯ জানুয়ারি ২০২২

আমি@kamrul8217 যুক্ত আছি,বাংলাদেশ থেকে।আমি লিখতে ও শিখতে খুব বেশি পছন্দ করি।মানুষ নিয়ে কাজ করি,মানুষের মাঝে থাকতেই ভালোবাসি।আর সেই ভালবাসাকে আরো বেশিগুনে বাড়িয়ে দিয়েছি দুই বাংলার একপ্রান@amarbanglablog.

Sort:  
 3 years ago 

কৃষকের ক্ষেত্রে সবচেয়ে কষ্টের বিষয় হল ফসল ফলিয়ে ন্যায্য মূল্য না পাওয়া। হয়তো বাজারের দরদামে অনেক সময় ন্যায্যমূল্য না পাওয়ায় অভাব-অনটনে থাকতে হয় ।যেটা আমার কাছে খুবই কষ্টদায়ক লাগে। কৃষকের এক টুকরো মুখের হাসি সোনার চেয়েও খাঁটি। আপনার করা পোস্ট এর মাধ্যমে কৃষকের চিন্তা-চেতনার বিষয়টি ভাবিয়ে তোলার চেষ্টা করেছি। খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন,তাদের হাসিটা সোনার চেয়েও খাঁটি।সে হাসি ধরে রাখতে আমাদের সকলেরই সজাগ থাকতে হবে।কোন কারনেই যেন তাদের শ্রম বৃথা না যায়।ধন্যবাদ ভাই,এত চিন্তাধ্যানে সুন্দর মন্তব্যের জন্য,ভালবাসা অবিরাম।

আপনি একজন আলুচাষিরা অনুভূতি গুলো অনেক সুন্দর হবে আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। বড় দুঃখের বিষয় হলো আমাদের দেশে চাষিরা এই রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলানোর পর তারা যখন তাদের প্রাপ্য মজুরি টুকু না পায়। এ যেন এক আলোকিত দিনশেষে অন্ধকারের ছায়া এসে পড়ে তাদের মাথার উপর এই সময়টাতে। অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি পোস্টটি পড়ে খুব গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন সত্যই অবহেলিত আমাদের চাষীরা।তাদের প্রাপ্যমজুরী আমরা দিতে পারিনা।তাদের ত্যাগে, শ্রমে সন্মান জানানো ছাড়া আর কিছুই করার থাকছে না।
ধন্যবাদ, আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য, আবার আসবেন।শুভকামনা ভাই;

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর করে একজন আলু চাষীর অনুভুতি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার পড়ে খুব ভালো লাগলো। জি ভাইয়া আপনি ঠিক বলছেন একজন কৃষক যখন কষ্ট করে ফসল ফলায়, আর যখন ফসলটি ঘরে তুলে তার সুন্দর একটা হাসিতে সবকিছু ভুলে যায়। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে গুছিয়ে মন্তব্য করার জন্য। ভালবাসা রইলো।ধন্যবাদ, আবার আসবেন

মলিন কন্ঠে,বললো,"মোর বড় ব্যাটাক এনা কলেজে দেম।কাপর-চোপর,বইখাতা কিনিম।বাড়ির এনা আয় করিম।এই আলুই মোক সর্বনাশ করলো বাহে"।

উপরের কয়েকটি লাইন পড়ে আমি অনেক কস্ট পাইছি। চাষীদের জীবন কতটা ভয়াবহ হতে পারে। তা আপনি আবদুর রউফ নামের এক আলু চাষীর বেদনা দায়ক কথা গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এক জন আলু চাষীর জীবন কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি সুন্দর জায়গাটিকেই বেছে নিয়েছেন।কথাগুলো খুবই হ্রদয়বিদারক ছিলো।আপনার সুন্দর ও গোছানো মন্তব্য নতুন কিছু লিখতে সহায়ক হবে।ধন্যবাদ,প্রিয়;

 3 years ago 

চমৎকার লিখেছেন। আপনার লেখা পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। খুব সুন্দর ভাবে একজন আলু চাষির গল্প আমাদের কাছে তুলে ধরেছেন। আসলে আমাদের দেশের চাষিরা মাঝে মাঝে এই রকম সমস্যায় পড়ে। তখন এদের জীবন ভয়াবহ কঠিন হয়ে দাঁড়ায়।

 3 years ago 

খুব অল্পসময় নিয়ে লেখা।হয়তো কিছু সময় পেলে আপনাদের সাথে আরো গল্প নিয়ে হাজির হবো।
আপনি যথার্থই মন্তব্য করেছেন শ্রদ্ধেয়,আমাদের দেশে চাষীরা মাঝে মাঝেই এ ধরনের সমস্যায় পড়ে।তখন এদের জীবনের রুপ খুবই কঠিন হয়।
খুব সুন্দরকরে,অনেক সময় দিয়ে,গুছিয়ে মন্তব্য করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকবেন,শ্রদ্ধেয়;

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24