পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ভুনা রেসিপি,১০% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই,শীতের এই বৃষ্টিস্নাত সকালে।আশা করছি ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
বাদাম পর্বের পর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে।তেলাপিয়া মাছের ভুনা রেসিপি আশা করছি ভাল লাগবে।

প্রথমেই জেনে নেওয়া যাক তেলাপিয়া মাছের পুষ্টিগুণ:পুষ্টিবিদদের মতে তেলাপিয়া মাছে রয়েছে প্রোটিন,ফসফরাস,পটাসিয়াম,ভিটামিন বি-১২,যা শরীরের বিকাশে,হাড়ের গঠনে সহায়ক ভূমিকা পালন করে।সেই সাথে শরীরের ওজন কমাতে ও প্রোস্টেট ক্যানসার নিবারণ করতে তেলাপিয়া মাছের গুরুত্ব অপরিসীম।

চলুন,কথা না বাড়িয়ে শুরু করা যাক;
প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই।

Collage 2022-02-04 11_58_24.jpg

20220203_183322.jpg

রন্ধনশালায় যাওয়ার আগে জেনে নেই কি কি উপকরণ লাগবে;

  • তেলাপেয়া মাছ
  • পেঁয়াজ কুচি
  • কাচামরিচ
  • হলুদের গুড়ো
  • মশলার গুড়ো
  • লবন
  • তেল

‌‌‌‌‌‌‌‌‌‌‌রন্ধনশালার কার্যক্রমসমূহ:

প্রথম ধাপঃ

মাছগুলোর মাঝখানে কিছু দাগ কেটে নিই।এতপর লবন ও হলুদ দিয়ে ভালোকরে মেখে নিই।যাতে মাছের মধ্যে ঠিকঠাক লবন ঢুকে যায়।
কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি।আমরা মাছগুলো বেশি সময় নিয়ে ভাজবো।কেননা,ভালো করে ভেজে নিলে এটি বেশি স্বাদ লাগবে।এবার মাছগুলো আলাদা পাত্রে রেখে দিলাম।

20220203_183845 (5).jpg

20220203_185011 (3).jpg

দ্বিতীয় ধাপঃ

এবার কুচিকরে নেওয়া পেঁয়াজ,মরিচ কড়াইয়ে ভাজতে শুরু করি।একদম লাল না হওয়া অবধী সুন্দর করে নেড়েনেড়ে ভাজতে থাকি।
20220203_191037 (4).jpg
ভাজাশেষ করে এতে পরিমানমতো পানি দিয়ে নিই।ঠিক যতটুকু ঝোলের দরকার হবে।এরপর ভাজা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিই।
20220203_191902 (2).jpg

তৃতীয় ধাপঃ

এবার কড়াইয়ে তাপ চলতে থাকবে।কিছু সময় পর মশলার গুড়ো ছিটিয়ে দিই।অতঃপর লবনসহ এর পুরোপুরি স্বাদ টেস্ট করে নিই।পুরোপুরিভাবেই এটি,ভুনা হয়ে গেছে।এখন আমি আলদা করে বাটিতে নিলাম।

20220203_193350.jpg
সেই সাথে রান্নাঘড়েই ভুনারেসিপির একটা সেল্ফি নিলাম।
20220203_193255.jpg

পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ভুনা রেসিপি ছিলো দারুন সুস্বাদু।খুব অল্পসময়েই মজাদার খাবারটি তৈরি করা যায়।হাতে সময় থাকলে করে নিবেন,আশা করি ভালো লাগবে।আমন্ত্রন ও ভালবাসা রইলো।

আবার,দেখা হবে নতুন কিছু নিয়ে।ভালো থাকার শুভ প্রত্যাশায়,আজ এখানেই শেষ করছি।ভালো থেকো আমার প্রিয় প্লাটফর্ম @amarbanglablog


বিষয়পেঁয়াজ দিয়ে তেলাপিয়া ভুনা।
বর্ণনা@kamrul8217
লোকেশনw3w
ডিভাইসSamsung A32
তারিখ৪ ফেব্রুয়ারিতে ২০২২

Collage 2022-01-30 00_19_25.jpg

এতক্ষণ সাথে যুক্ত ছিলাম@kamrul8217
পেশায় একজন সাংবাদিক,উপস্থাপক ও ক্ষুদ্র লেখক।জ্ঞান আহরণে অবিরাম প্রচেষ্টায় মেতে থাকি।আমার জ্ঞানের পরিসীমাকে বাড়িয়ে দিতে সাথে আছে দুই বাংলার অবিচ্ছেদ্য প্রাণ,প্রিয় প্ল্যাটফর্ম@amarbanglablog

Sort:  
 3 years ago 

আপনি যে প্রক্রিয়ায় রেসিপিটি শেয়ার করেছেন, একই প্রক্রিয়ায় তেলাপিয়া মাছের রেসিপি আমিও করেছিলাম গত দুই বছর আগে যখন আমি ওমান থাকতাম।ওমানে একটা জায়গাতে আমি নতুন গিয়েছিলাম, সেখানে নিজেকে রান্না করে খেতে হতো। সেই জায়গাতে এইরকম একটি রেসিপি আমি করেছিলাম, এখন আপনার রেসিপিটি দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয় ;এমন রেসিপিতে আপনার স্মৃতিচারন ঘটেছে।দারুন করে মন্তব্য করেছেন।

 3 years ago 

বাহ্ কি সুন্দর ভুনা রেসিপি তৈরি করেছেন। তেলাপিয়া মাছের ভুনা রেসিপি আগে কখনো খাওয়া হয়নি কিন্তু ভুনা জাতীয় যেকোনো ধরনের খাবার আমার খুবই পছন্দের। ভালো লেগেছে আপনার রেসিপি তৈরি ধন্যবাদ। 😍😍

 3 years ago 

চমৎকার বলেছেন,ভুনা মানেই দারুন স্বাদের খাবার।এটাও তার ব্যতিক্রম ছিলো না।ধন্যবাদ এমন গুছিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ভুনা রেসিপি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং পুরো প্রক্রিয়া তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক গুছিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।শুভকামনা ও ভালবাসা রইলো শ্রদ্ধেয়।

 3 years ago 

তেলাপিয়া মাছ ভুনা ওয়াও দেখতে তো অনেক লোভনীয় লাগছে খেতেও মনে হচ্ছে ভাড়ি মজা হবে অনেক যত্নসহকারে রেসিপিটি প্রস্তুত করেছেন দেখেই বোঝা যাচ্ছে শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

সত্যিই খুব টেস্টি ছিলো।অনেক সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ শ্রদ্ধেয়।

 3 years ago 

তেলাপিয়া মাছ ভুনার রেসিপি টা তো অসাধারণ দেখাচ্ছে। তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দের। তেমনি আপনার রেসিপিটাও দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 3 years ago 

হ্যাঁ এটা চমতকার খেতে।সময় হলে খেয়ে নিতে পারেন। ধন্যবাদ শ্রদ্ধেয়।

 3 years ago 

  • রেসিপি পোষ্ট দেখতে দেখতে খুব ভালো লাগতেছে। এত দারুন দারুন রেসিপি আপনারা শেয়ার করেন দেখেই আমি অবাক। আজও আপনার রেসিপিটি অসম্ভব সুন্দর হয়েছে। তেলাপিয়া মাছ আমার এত বেশি খাওয়া হয়না। কিন্তু আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

ভালবাসা ও শুভকামনা রইলো শ্রদ্ধেয়।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে তেলাপিয়া মাছের ভুনা করেছেন। আপনার রেসিপিটি খুবই অসাধারণ হয়েছে। আপার রান্নার প্রক্রিয়া দেখে মনে হচ্ছে নিশ্চয়ই অনেক মজাদার সুস্বাদু হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

তেলাপিয়া মাছের ভুনা রেসিপি ছিলো দারুন সুস্বাদু। আপনি অত্যন্ত গঠনমুলক মন্তব্যে করেছেন,শ্রদ্ধেয়।ভালবাসা ও শুভকামনা রইলো।

 3 years ago 
আমার সবথেকে প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন। পিয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ভুনা রেসিপি অনেক ভাল ছিল। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার রান্নার ধরনটি খুবই ভালো এবং এটি খেতে অসাধারণ লাগে। একদম মুখে লেগে থাকে
 2 years ago 

দারুন বলেছেন সত্যিই এটি একটি মজাদার রেসিপি ছিল। আপনি অনেক সময় দিয়ে খুব অসাধারণ মন্তব্য করেছেন। ধন্যবাদ শ্রদ্ধেয়।

 3 years ago 

আপনার তেলাপিয়া মাছ ভুনা রেসিপি খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ শ্রদ্ধেয় শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23