লেভেল২ থেকে আমার অর্জন@kamrul8217,১০%প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

20220125_134424.jpg
আসসালামু আলাইকুম/আদাপ,
কেমন আছেন সবাই।আশা করি ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ,ভালো আছি।গতকাল আমার,লেভেল ২ এর ভাইভা ছিলো।আলহামদুলিল্লাহ,ভাইভা অনেক ভালো হয়েছে। আজকে আমি,লেভেল ২ এর লিখিত পরীক্ষা দিচ্ছি।লেভেল ২ এ খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক বিষয় শেখানো হয়।যা দীর্ঘমেয়াদী ব্লগিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশেষ করে, একাউন্ট নিরাপত্তা,লেয়ার ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন key এবং তাদের কাজ,যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।সেই সাথে, ডেলিগেশন কি,কিভাবে ডেলিগেশন করা যায় এবং পাওয়ারআপ কি,পাওয়ারআপ প্রক্রিয়া।

প্রশ্ন:পোস্টিং কী কাকে বলে,এর কাজ কি?

উত্তর‌: যা দ্বারা,সোশ্যাল কার্যক্রম পরিচালনা করা হয় তাকে পোস্টিং কী বলা হয়।
এর কাজ সমূহ:

পোস্ট করা।
কমেন্ট করা।
পোস্ট ,কমেন্ট এডিট করা।
ফলো করা,আনফলো করা।
আপভোট দেওয়া,ডাউন ভোট দেওয়া।
অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।

প্রশ্ন:অ্যাক্টিভ কী কাকে বলে,এর কাজগুলো কি কি?

উত্তর:একাউন্টের যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি যার মাধ্যমে সম্পন্ন করা হয়,সেটাই অ্যাক্টিভ কী।
এর কাজ সমূহ:

ট্রান্সফার করা।
পাওয়ার আপ করা,পাওয়ার ডাউন করা।
স্টিমিট এসবিডি কনভার্ট করা।
উইটনেস ভোট দেওয়া।
এক্সচেঞ্জ ক্রয়-বিক্রয়ে অর্ডার দেওয়া।
প্রোফাইলের তথ্য পরিবর্তন করো।
নতুন ব্যবহারকারী তৈরি করা।

প্রশ্ন: উনার কী কাকে বলে,এর কাজ কি?

উত্তর:উনার কী বলতে একাউন্টের মালিকানাকে বোঝায়।এটি আপনার অ্যাকাউন্টের দলিল স্বরূপ।
এর কাজসমূহ:

একাউন্ট রিকভার করা।
ভোটের অধিকার প্রত্যাখ্যান করা।
পোস্টিং কী,অ্যাক্টিভ কী,উনার কী রিসেট করা যায়।

প্রশ্ন:মেমো কী কাকে বলে,এর কাজ কি?

উত্তর:এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এবং পাঠাতে যে কী ব্যবহৃত করা হয়,তাকেই মেমো কি বলা হয়।
এর কাজসমূহ:
এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।

প্রশ্ন:মাস্টার পাসওয়ার্ডের কাজ কি?

উত্তর:মাস্টার পাসওয়ার্ড হচ্ছে ফাদার পাসওয়ার্ড।মাস্টার পাসওয়ার্ড এর উপর ভিত্তি করে উপরোক্ত সকল লেয়ার ভিত্তিক কী তৈরি করা হয়েছে।তাই এটা খুব সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড।সকল কী এর বিকল্প হিসেবে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার হয়।তাই এটা অন্যদের সাথে কখনোই শেয়ার করা যাবে না।

প্রশ্ন:মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য আপনার পরিকল্পনা কি?

উত্তর:মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য আমি ইতিমধ্যেই এটিকে গুগল ড্রাইভে রেখেছি।সেই সাথে পেন ড্রাইভে রাখা আছে শুধু তাই নয় এর গুরুত্বের জন্য এটিকে প্রিন্ট করে সংরক্ষণ করা হয়েছে।

প্রশ্ন:পাওয়ারআপ কেন জরুরি?

উত্তর:দীর্ঘমেয়াদী কাজ করার ক্ষেত্রে পাওয়ারআপের গুরুত্ব অপরিসীম।পাওয়ারআপ মূলত steem কে convert করে
steem power করাকে বুঝানো হয়।

প্রশ্ন:পাওয়ারআপ করার প্রসেসিং সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর:

প্রথমে আমরা অ্যাক্টিভ কী দিয়ে লগইন করবো।তারপর ওয়ালেটে গিয়ে এসবিডি থেকে স্টিম কনভার্শন করতে হবে। এরপর পাওয়ারআপ অপশনে ক্লিক করতে হবে।
Screenshot_20220125-112058_Kiwi Browser (1).jpg
এরপর ইউজারনেম দিতে হবে।অ্যামাউন্ট এর ঘরে আপনি কত পরিমান স্টিম পাওয়ারআপ করবেন,তা দিতে হবে।আমি এখানে ৫ দিয়েছি।
Screenshot_20220125-111504_Kiwi Browser.jpg
এভাবেই পাওয়ার আপ প্রসেসিং সম্পন্ন করা যায়।তবে, পাওয়ারআপ হয়েছে কিনা তা দেখার হিস্টরি চেক করতে হয়।

প্রশ্ন:সেভিংসে থাকা স্টিম অথবা এসবিডি উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্স এ যোগ হয়?

উত্তর: তিনদিন পর ব্যালেন্স এ যোগ হয়।

প্রশ্ন:মেমো ফিল্ড কি?

উত্তর:মানি ট্রান্সফার,গিফট এর দলিল কিংবা সংকেতই হচ্ছে মেমো ফিল্ড।

প্রশ্ন:ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এসপি একাউন্টে আসে?

উত্তর:পাঁচ দিন পর।

প্রশ্ন:ধরুন,আপনি প্রজেক্ট@heroism কে ২০০ স্টিম ডেলিগেশন করেছেন।কিছুদিন পর আরো ১০০ স্টিম ডেলিগেশন করতে চান,তাহলে ডেলিগেশনের পরিমাণ লেখার ক্ষেত্রে আপনি কত লিখবেন?

উত্তর:৩০০ লিখতে হবে।

লেভেল ২ থেকে আমার অর্জন সমূহ,এখানেই শেষ করছি। পরবর্তীতে,আবারো হাজির হবো নতুন কোনো গল্প নিয়ে।সে পর্যন্ত ভালো থেকো,সুস্থ থেকো,প্রিয়@amarbanglablog পরিবার।এতক্ষন,আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য,সবাইকে ধন্যবাদ।

আমি @kamarul8217 যুক্ত আছি,বাংলাদেশ থেকে।আমার পাশে থেকে,অকৃত্রিম বন্ধু হিসেবে লিখতেও শিখতে বরাবরই সাহস ও সামর্থ্য যুগিয়ে যাচ্ছে দুই বাংলার অবিচ্ছেদ্য প্রাণ@amarbanglablog

Sort:  
 3 years ago 

  • লেভেল ওয়ানের' পরীক্ষা দিয়েছেন দেখে খুব ভালো লেগেছে। এভাবে বাকি লেবেলগুলো পার করে ফেলুন তারাতারি। আমি নিজেও এ লেভেল গুলো পার করে এসেছি। অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। আপনার অপেক্ষায় থাকলাম। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

শ্রদ্ধা নিবেন,আপনাদের ভালবাসা ও সহযোগিতামুলক মনোভাব আমাকে দ্রুত এগিয়ে নিবে।লেভেল২ অবশ্যই ভালো কিছু শেখার গুরুত্বপূর্ণ লেভেল। শিখেছি ভালোকিছু যা পরবর্তীতে ভালো কাজ দিবে।ধন্যবাদ রইলো,সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার পরিক্ষা। শুভ কামনা রইল আপনার জন্য

 3 years ago 

ভালবাসা অবিরাম শ্রদ্ধেয়, আপনাদের উৎসাহ আমার আগামীর পাথেয়।

 3 years ago (edited)

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি লেভেল-২ এর অর্জিত বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে খুব ভালো লাগলো।
পরবর্তী লেভেলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপনাদের সুন্দর দিকনির্দেশনা,বন্ধুসুলভ পরামর্শ আমিও আমাদেরকে এগিয়ে নিতে দারুনভাবে কাজ করছে।আপনাদের ভালবাসায় এগিয়ে যেতে চাই দূর থেকে বহুদূরে। ভালো থাকবেন,শ্রদ্ধেয়;

খুব সুন্দর ভাবে আপনি আপনার কথা গুলো উপস্থাপন করছেন শভ কামনা রইলো। ট্যাগ গুলো ও অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনার এগিয়ে যাওয়ার প্রত্যাশায়,ভালবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62601.60
ETH 2452.46
USDT 1.00
SBD 2.64