ভুলের বিড়ম্বনা থেকে আমার শেখা,১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

শুভ সকাল।কেমন আছেন সবাই,আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।সময়ের সাথে চলছে ওমিক্রন নামক ঘাতক সংক্রমণ।তাই,চলাচলে স্বাস্থ্যবিধির সাথে,সচেতন হওয়া খুবই জরুরী।
আজকে কথা বলবো ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে।যা ছিলো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার।আশা করছি ভালো লাগবে আপনার,আমার সচেতনতা বাড়বে।

pexels-alleksana-4271937.jpg
সোর্স


ভুল নামক শব্দের সাথে আমরা সচারচর পরিচিত।এর অর্থ ব্যাপকভাবে ব্যাখ্যা করা যায়।তবে,খুব অল্প করে আমার শিক্ষনীয় জ্ঞানের সংজ্ঞায় ভুল হচ্ছে,অজানা কিছু সঠিকভাবে না করা।কোন,অজানা বিষয় নিয়ে ভুল করা সেটা ভুল নয়।তবে অনিচ্ছাকৃত কিছু ভুল হয়ে থাকে।তবে সেটাও একটা বড় ভুল।কেননা,অসচেতনভাবে কিছু করার কারনে এটা ঘটে থাকে।তবে,জানা আছে,কোন কারন ছাড়াই ভুল হচ্ছে ইচ্ছাকৃত ভুল।যা মোটেও কাম্য নয়।


এমনই একটি ভুল হয়েছিল আমার বাংলা ব্লগের পোস্টে।বেশ কিছু দিন আগে নিজ হাতে পালং শাকের রেসিপি করছিলাম।খাওয়া শেষ করেই প্রস্তুতি নিলাম পোস্ট করার জন্য।সব মিলিয়ে লিখে নিলাম সেই সাথে ছবিও যুক্ত করলাম। কিন্তু পোস্টিং হওয়ার আগেই,খুব বেশি সময় নিয়েই ঘুরতে থাকলো।স্কল করে নিচ্ছি,তবুও ক্লিয়ার হচ্ছে না।নেটওয়ার্ক সমস্যাটাও তেমনভাবে বুঝতে পাচ্ছিলাম না।ফোন পকেটে রেখে অফিসের কাজ করতে ছিলাম।অফিসের কাজের ফাঁকে একঘন্টা পর হুট করেই মনে হলো পোস্টটা দ্রুত করা দরকার।কিন্তু অবাক করা কান্ড,ছবি যুক্ত না হওয়ার নতুনকরে চেষ্টা করতেছিলাম।হুট করেই,সব লেখা চলে যায়।অনেক চেষ্টার পরেও ফিরে আনতে পাচ্ছিলাম না।

pexels-anna-shvets-4226601.jpg

সোর্স
ভাবলাম লেখাগুলো রিমুভ হয়ে গেছে।পালংশাক নিয়ে পুনরায় একই লেখা শুরু করলাম।লিখে ছবিযুক্ত করে দিলাম।পোস্ট চেক করলাম,ছবিযুক্ত হয়েছে।পোস্টিং করে দিলাম।তারপর অফিসের ব্যস্ততায়,ব্লগের অন্যান্য পোস্ট দেখার সুযোগ হলো না।সন্ধ্যার পর ব্লগে ঢুকে কমেন্টস রিপ্লাই দিতে গিয়েই রহস্যময় ঘটনা।
সবার মন্তব্যের উত্তর দিচ্ছিলাম খুব আনন্দের সাথেই।তবে,ঘটনা ঘটলো@sagor1233 ভাইয়ের মন্তব্য পড়ে।
মন্তব্যটি হুবহু তুলে ধরা হলোঃ
ভাই,আপনি কি ছবি আপলোড করেন নাই?কোন ছবিই তো আমি দেখতে পাচ্ছিনা।ছবি ছাড়া রেসিপি পোস্ট স্বয়ংসম্পন্ন নয়।আশা করি ছবিগুলো আপলোড করে নিবেন।

মন্তব্য পড়ে,খটকা লাগলো।ভাবলাম,নেটওয়ার্ক দূর্বল হওয়ায় ছবি দেখা যাচ্ছিলো না।এভাবেই উত্তরটাও দিলাম।
পরে দেখলাম,আমাদের সন্মানিত মডারেটর জনাব,@alsarzilsiam ভাইয়ের মন্তব্য।মন্তব্য পড়ে যেন,আকাশ ভেঙ্গে পড়লো আমার মাথায়।খুবই খারাপ লাগছিলো এমনটা কিভাবে হলো।প্রথম থেকে তো কখনোই এমন হয় নাই।পোস্টে গিয়ে দেখি,ঘটনা সত্য।ছবি ছাড়া আগেই পালংশাক রেসিপি পোস্টিং হয়ে গেছে,এক ঘন্টা পর ছবিসহ আবার ঐই একই পোস্ট পোস্টিং হয়ে গেছে।খুবই বিব্রতবোধ করছি,ডিলেট করার সুযোগ পাচ্ছিলাম না।কি করবো কিছুই মাথায় কাজ করছে না।টিকেট কেটে নিলাম।তবে এতই খারাপ লাগছিলো টিকেটে সমাধানের অপেক্ষা করতেও কষ্ট হচ্ছে।চরম বিব্রতবোধ করছি।মাথা গরম হচ্ছে।হঠাৎ দেখি,জেনারেল ডিসকাশনে অনেকের মধ্যে @riponmahmud ভাই।নক দিলাম সরাসরি মেসেজে অপশনে।ভালো পরামর্শ দিলো,এডিট করে শুধু মিসটেক পোস্ট করতে বললো।

pexels-alex-green-5699826.jpg
সোর্স
এতক্ষনে একটু শ্বাস নিতে পারছিলাম।কেননা,আমার ভুলটা অন্তত লেভেল থ্রীতে থাকায় এটা মানার মতো ছিলো না।বেশ লজ্জা পাচ্ছিলাম।তবে,ভুলের বিড়ম্বনায় আমি শিখেছি অনেক কিছু।যা পরবর্তীতে আমাকে অনেক সচেতন করবে সেই সাথে আমার উজ্জল ভবিষ্যতকে আরো শক্তিশালী ও মজবুত করবে।

পোস্ট করার ক্ষেত্রে যেগুলো বিষয় মাথায় রাখা জরুরি,

  • তাড়াহুড়ো করা যাবে না।
  • সময় নিয়ে লিখতে হবে।
  • কয়েকবার রিভিউ দিতে হবে,ভুল হলে আবার ঠিক করে নিতে হবে।
  • ছবি সংযুক্ত হয়েছে কিনা তা নিচে গিয়ে বার বার দেখতে হবে।
  • বেনিফিশিয়ারি দিয়েছি কিনা তা দেখতে হবে।
  • ট্যাগ ঠিক আছে কিনা দেখতে হবে।
  • পুনরায় সামগ্রিক বিষয়গুলোর যথাযথ মুল্যায়ন করতে হবে।
  • সব ঠিকঠাক থাকলে পোস্ট অপশনে যেতে হবে।
  • পোস্ট করার পর ব্লগে রিভিউ দিয়ে সব ঠিক আছে কিনা তা দেখতে হবে।ভুল হলে এডিট করে দিতে হবে।
  • অনাকাঙ্ক্ষিত কিংবা অসংগতি কিছু মনে হলে প্রোফাইল, পোস্ট চেক করে নেওয়া।
  • হাতে সময় থাকলে কমিউনিটিতে গিয়ে নিজের পোস্টটি চেক করা।
    pexels-gustavo-fring-4173335.jpg

সোর্স

অসাবধানতার কারনে হওয়া এমন ভুলে ব্লগের গুনাগুন,সৃজনশীলতার কমে যায় যা ব্লগের জন্য মারত্মক ক্ষতির কারন।আমার ভুলের বিড়ম্বনা থেকে যা শিখলাম তা বুঝতে পারলে আপনি,আমি উপকৃত হবো,সেই সাথে একটি পরিস্কার-পরিচ্ছন্ন,সমৃদ্ধ ব্লগ উপহার দিতে পারবো।

কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মডারেটর মহোদয়দের,যাদের অত্যন্ত বন্ধুসুলভ পরামর্শ আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি,আমাদের পরিবার@amarbanglablog যারা অক্লান্তভাবে একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করছেন।

সাথে থেকে মুল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ,শ্রদ্ধেয়।

বিষয়অভিজ্ঞতার গল্প
বর্ণনায়@kamrul8217
লোকেশনw3w
তারিখ১ মার্চ ২০২২

Collage 2022-02-06 11_02_31.jpg

আমি@kamrul8217 বাংলাদেশ থেকে।পেশায় একজন সাংবাদিক,উপস্থাপক ও ক্ষুদ্রলেখক।জ্ঞানের জগতে ক্ষুদ্র ছাত্র।তাই জ্ঞান অণ্বেষনে অবিরাম ছুটে চলা।একজন ভালো মানুষ গড়তে আমার পাশে আছে দুই বাংলার এক অবিচ্ছেদ্য প্লাটফর্ম@amarbanglablog

Sort:  
 2 years ago 

মানুষ মাত্রই ভুল।ভুল করলে অনেক কিছু শেখা যায়। আশা করছি আপনার পোস্টটা দেখে অনেকে শিক্ষা গ্রহণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ সুন্দর বলেছেন।ভুল থেকেই শিক্ষা নেওয়া যায়।আমার ভুল থেকে আমি ভালো কিছুই শিখেছি।অনেক গুছিয়ে মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।

 2 years ago 

আসলে মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়, এটা বড় কোন বিষয় নয়। বড় বিষয় হচ্ছে সেই ভুল থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করছি!! আপনার এই পোষ্টটি পড়ে সত্যি আমি অনেক আনন্দিত হলাম। এত সুন্দর চিন্তা ভাবনা আপনার মধ্যে রয়েছে সত্যিই বিস্ময়কর। আশা করি পোস্টটি থেকে সবাই শিক্ষা গ্রহণ করতে পারবে এবং পোস্ট করার ক্ষেত্রে আরও সচেতন অবস্থায় থাকবে।।।

 2 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয়, আপনাদের বন্ধুসুলভ পরামর্শ আমাদের অনেক কিছু শিখিয়ে নিয়ে যাবে দূর থেকে বহুদুরে।আপনাদের অক্লান্ত পরিশ্রম বৃথা না যাক।আমরা সবাই পোস্ট সম্বন্ধে সচেতন হই।

  • শুভকামনা ও ভালবাসা রইলো শ্রদ্ধেয়।
 2 years ago 

ভুল থেকে নেওয়া শিক্ষাগুলো আমাদের আরো বেশি পরিশুদ্ধ করবে,চলার পথকে আরো মসৃন করবে।সেই সাথে বন্ধুসুলভ পরামর্শ আরো ভালো করে শিখতে আমাদের আগ্রহী করে তুলছে।শেখার প্লাটফর্ম যে এতই চমৎকার সেটা আপনাদের গঠনগত প্রক্রিয়া বুঝা যায়।

  • অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

মানুষ মানে ভুল এর অংশীদার। মানুষ ভুল করবে এটা স্বাভাবিক। কিন্তু এই ভুলের মাঝে থেকেই অনেক কিছু শেখা যায়। যা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগে। সেখান থেকে আমরা কোন না কোন বিষয় শিখি যেগুলো আমাদের জীবনের সাথে অত্যন্ত জরুরী। ধন্যবাদ আপনাকে আপনার মতামত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি চমতকার বলেছেন,ভুল মানুষকে নতুন করে শেখায়।মানুষ মাত্রই ভুল হয়।আমিও আমার ভুল থেকে ভালো কিছু শিখেছি।

  • আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।
 2 years ago 

কথায় আছে মানুষ মাত্রই ভুল করে। ভুল আমাদের যে কারো হতে পারে। তবে অনিচ্ছাকৃত এইসব ভুলের কারণে মাঝে মাঝে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। যেমন পরেছিলেন আপনি। সম্ভবত এটা নেটওয়ার্ক সমস্যার কারণে হতে পারে। যাই হোক এ ভুলের কারণে পরবর্তীতে হয়তো আপনি আরো বেশি সাবধান হবেন। শুভেচ্ছা রইল

 2 years ago 

আপনি যথার্থই বলেছেন।নেটওয়ার্কজনিত সমস্যার কারনেই আমার ভুলটা হয়েছিলো।তারপরেও আমি বলবো যদি আরো বেশি সতর্ক থাকতাম তাহলে হয়তো এরুপ ভুল হতো না।যাই হোক,অনাকাঙ্ক্ষিত এমন ভুল থেকে দারুন শিক্ষা লাভ করা হয়েছে।

  • আপনি সময় দিয়ে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।
 2 years ago 

অসাধারণ একটা বিষয় নিয়ে লিখেছেন ভাই। আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপনি ঠিকই বলেছেন আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হবে। আপনার এই পোস্ট দেখে অনেক কিছু শিখতে পারলাম।আপনার ভুলের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয়, ভুল থেকে ভালো কিছু হোক সে প্রত্যাশা। আপনি খুব চমৎকার করে গুছিয়ে মন্তব্য করেছেন।

ভুলের বিড়ম্বনা থেকে শেখা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন এসকল ঘটনা আমাদের প্রায় প্রত্যেকের জীবনে ঘটে থাকে কোন ব্যাপার না ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে এটাই মূলকথা যাই হোক আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা আপনার জন্য

 2 years ago 

ভুলের বিড়ম্বনা ছিলো সত্যই লজ্জাজনক। বিশেষ করে এই লেভেলগুলোতে আমাদের জন্য এরুপ ভুল ছিলো অনাকাঙ্ক্ষিত। যাইহোক,ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চলমান থাকবে।

  • আপনাদের এমন উতসাহ সত্যিই চলার পথকে আরো মসৃন করবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44