পালং শাক ভাজি রেসিপি, ১০% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুয়ালাইকুম /আদাপ,

কেমন আছেন সবাই,আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।শেষ বিকেলের মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব।আজকে থাকছে অনেকের পরিচিতি একটি খাবার।পালং শাকভাজি রেসিপি।

পালং শাকের পুষ্টিগুণ সমূহ:
ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ পালংশাক বহু পুষ্টিগুণের অধিকারী।শরীরে হাড়ের গঠন ক্ষয়রোধ,আলসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এছাড়া ওজন নিয়ন্ত্রণে পালংশাকের ভূমিকা অপরিসীম।পালং শাক ভাজি করার পাশাপাশি,মাছ আলু দিয়ে ঝোল করে খাওয়া যায়।

image (20).jpg

প্রথমে পালংশাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
রন্ধনশালায় যাওয়ার আগেই জেনে নেই কি কি উপকরণ লাগবে।

  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ
  • রসুন
  • লবণ
  • সয়াবিন তেল
  • মসলার গুঁড়া।

চলুন এবার রন্ধনশালায় যাওয়া যাক।

প্রথম ধাপ:

পরিষ্কার করা পালং শাকগুলো আমরা কড়াইয়ে নিয়ে নিলাম। পালংশাকের উপর সামান্য পরিমাণের লবণ দিয়ে দিবো।এতে তাড়াতাড়ি করে শাক সিদ্ধ হবে।আস্তে আস্তে করে তাপ দিতে থাকবো।শাক গুলো পানি ছেড়ে দেবে।সিদ্ধ হওয়ার পরেও যদি বেশি পানি থাকে তাহলে তা ফেলে দিতে হবে।শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এটি অন্য পাত্রে নামিয়ে নিতে হবে।

image (9).jpg

20220209_124217 (1).jpg

দ্বিতীয় ধাপঃ

কড়াইয়ে,কুচি করে রাখা পেঁয়াজ,রসুন ও মরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছি।তাপ খুব অল্প পরিমাণে দিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়।পেঁয়াজ মরিচ রসুন গুলো ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকি।লাল আকার ধারণ করলে এতে আমরা কিছু গুঁড়ো মসলা দিয়ে নিই।শাক এর পরিমাণ কম থাকায় আমি কড়াইয়ের একপাশে শাকগুলো রেখেছি অন্যপাশে পেঁয়াজ,মরিচ,রসুন ভেজে নিচ্ছি।

20220209_124317 (5).jpg

image (5).jpg

তৃতীয় ধাপ

অন্য পাত্রে রাখা শাকগুলো কড়াইয়ে ভাজতে শুরু করি। ঘনঘন নাড়াচাড়া করতে হবে যাতে শাকগুলো লেগে না যায়। শাকগুলো কড়াইয়ে লেগে গেলে তা পুড়ে যাবে।লবণ ও স্বাদ চেক করে নিই।

20220209_124623 (1).jpg

চতুর্থ ধাপঃ

আস্তে আস্তে নাড়তে থাকি।সব চেক করা হয়ে গেলে এটি অন্য পাত্রে নামিয়ে নিই।এর পর খাওয়ার জন্য তা প্রস্তুতি নিই।যেহেতু,অন্যান্য রান্না বাকি আছে তাই আমি এটি কড়াইয়েই রেখে দিলাম।

Collage 2022-02-09 13_31_58.jpg

এভাবেই খুব অল্প সময়ের মধ্যেই পালং শাক ভাজি রেসিপি হয়ে গেল।আপনার হাতে খুব কম সময় থাকলে করে খেতে পারেন।শেষের দিকে,রান্নাঘর সহ আমি একটি সেলফি তুললাম।

সত্যিই পালং শাক ভাজি রেসিপি দারুণ সুস্বাদু হয়েছে। চমৎকার পুষ্টিগুণসম্পন্ন এই রেসিপিটি আপনি খুব সহজেই করতে পারবেন।


অনেক সময় দিয়ে,ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।আবারও কথা হবে নতুন কোন বিষয় নিয়ে।সে পর্যন্ত ভালো থেকো,সুস্থ্য থেকো,নিরাপদে থেকো,প্রিয় প্ল্যাটফর্ম@amarbanglablog

বিষয়পালংশাক ভাজি
বর্ণনায়@kamrul8217
লোকেশনw3w
ডিভাইসSamsung A32
তারিখ৯ ফেব্রুয়ারী ২০২২

Collage 2022-02-06 11_02_31.jpg

এতক্ষণ সাথে ছিলাম আমি@kamrul8217
পেশায় একজন সাংবাদিক,উপস্থাপক ও ক্ষুদ্রলেখক।
মানব ভজনে আমি ব্যস্ত থাকি জ্ঞান অন্বেষণের নিজেকে বিলিয়ে দিতে অবিরাম পথ চলা।আমার জ্ঞানের পরিধি ও পরিসীমাকে বাড়িয়ে দিতে আমার সাথে আছে দুই বাংলার অবিচ্ছেদ্য প্রাণ@amarbanglablog

Sort:  
 3 years ago 

শীতের সময় পালং শাক ভাজি খেতে খুবই টেস্টি লাগে। আপনার পালং শাক ভাজি রেসিপি টা খুবই লোভনীয় লাগছে। খেতেও সুস্বাদু হবে ।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

শীতকালের সবজি হিসাবে পালংশাক খুবই প্রিয় একটি খাবার।হ্যাঁ সত্যিই এটি দারুন লোভনীয়। গরম ভাতে বেশ লাগে।

  • অসাধারণ মন্তব্য করেছেন ;ভালবাসা ও শ্রদ্ধা রইলো।
 3 years ago 

পালংশাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী।এটির মধ্যে যে পুষ্টিগুণ আছে তা সত্যিই আমাদের শরীরের জন্য অনেক উপকারী।আপনার আজকের এই পালং শাক ভাজির রেসিপিটি খুবই ভালো লাগলো,কারণ পালং শাক আমার খুবই প্রিয় একটি খাবার।

 3 years ago 

হ্যাঁ, এটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর।খুব সুন্দর ও যথার্থ মন্তব্য করেছেন,শ্রদ্ধেয়।ভালবাসা অবিরাম।

 3 years ago 

আমার খুবই পছন্দের একটি শাক হচ্ছে পালং শাক। আপনি পালং শাকের অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। গরম ভাতের সাথে পালং শাক ভাজা খেতে খুবই মজা লাগে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয়।

  • আপনি, গুছিয়ে অসাধারণ মন্তব্য করেছেন। ভালবাসা ও শুভকামনা রইলো।
 3 years ago 

পালংশাক খুবই পুষ্টিকর একটি খাবার। আমাদের বাসায় প্রায় শাকটি রান্না করা হয়। আপনি বেশ সুন্দরভাবে এই শাক রান্না করেছেন। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনি পালংশাক সম্বন্ধে পরিপাটি মন্তব্য করেছেন। শুভকামনা রইলো।

 3 years ago 

পালং শাক সবসময় রান্না খেয়েছি। পালং শাকের ভাজি কখনো খাওয়া হয়নি। তবে রান্না শেষে প্রস্তুত করা রেসিপির ছবিটি দিলে ভালো হতো। এবং ভাইয়া আপনাকে কমপক্ষে রেসিপি পোস্টে চারটি ধাপ দিতে হবে। এবং উপকরণের আলাদা করে ছবি দিতে হবে। এতে করে যারা আপনার রেসিপি পোষ্ট টি দেখবে, তাদের জন্য পুরো রেসিপিটি বুঝতে খুব সুবিধা হবে। আশা করছি আপনি আমার বলা এই কথা গুলো অনুসরণ করলে,পরবর্তীতে আমাদেরকে একদম পারফেক্ট রেসিপি পোষ্ট উপহার দিতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago (edited)

ধন্যবাদ শ্রদ্ধেয়, আপনি খুব সুন্দর পরামর্শ দিয়েছেন যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সংগতকারনে আজকের পোস্টটি অগোছালো হয়েছে।পরবর্তীতে এমনটা না হওয়ার প্রত্যয়ে;ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।এমন গঠনমূলক মন্তব্য আমার উজ্জল পথের পাথেয়।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

পালংশাক আমার অনেক পছন্দের। আপনি পালংশাকের ভাজি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে খুব উপকার হলো, এখন নিজের রান্না নিজেই করতে পারবো। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

পালংশাক খুবই পছন্দের খাবার।আপনি খুবই সুন্দর করে মন্তব্য করেছেন শ্রদ্ধেয়। ভালবাসা রইলো।

 3 years ago 

পালং শীতের একটি সুস্বাদু খাবার। আপনি অনেক সুন্দর করে পালং শাক রান্না করেছেন। এমন একটি রেসিপি উপস্থাপনা করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ও ভালবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57500.86
ETH 2337.17
USDT 1.00
SBD 2.36