মুগডালে আলুর খিচুরি,১০%প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাপ,

কেমন আছেন সবাই,আশা করি সবাই ভালোআছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।প্রশিক্ষণ জীবনে ব্যস্ততার কারণে প্ল্যাটফর্ম থেকে অনেকটাই অনিয়মিত হয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় সফল প্রশিক্ষণ শেষে খুব দ্রুতই নিয়মিত হতে পারবো বলে আশা করছি।আজকের পর্বটি সাজানো হয়েছে মুগ ডালের সাথে আলু খিচুড়ির রেসিপি।হাতে সময় থাকলে খুব অল্প সময়ে দারুন এ খাবারটি আপনিও তৈরি করতে পারেন।

Collage 2022-04-25 00_29_14.jpg

খিচুড়ি রান্না করতে প্রয়োজনীয় উপাদান গুলো হল:

  • আলু
  • মুগ ডাল
  • চাল
  • কাঁচা মরিচ
  • পেঁয়াজ
  • রসুন
  • আদা বাটা
  • গুড়ো মসলা
  • গুড়ো হলুদ
  • গুড়ো মরিচ
  • লবণ ও পরিমাণমতো
  • তেল।

প্রথম,আমরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন গুলোকে কুচি করে কেটে নিই।সেই সাথে সামান্য পরিমাণ আলু কুচি করে কেটে রাখি।আলু,মুগডাল ও চাল একত্র করি।চাল,মুগডাল কুচি করা আলু পানিতে পরিষ্কার করতে হবে।

20220422_135003 (8).jpg

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

20220422_135458 (7).jpg
দ্বিতীয় ধাপে, চুলাতে কড়াই বসিয়ে নিই।এরপর পরিমাণমতো তেল দিই।তেল হালকা পরিমাণে গরম হওয়া শুরু হলে,এতে কুচি করে রাখা পেঁয়াজ-মরিচ ও আদা দিয়ে দিই। সাথে গুঁড়ো মরিচ ও হলুদ দিয়ে ভাজতে থাকি।মরিচ ও পেঁয়াজের গায়ের রং লাল না হওয়া অবধি আমরা ভেজে নিতে থাকি।

image (30).jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

image (31).jpg
তৃতীয় ধাপে,চালের সাথে আলু মুগ ডাল একত্রে করে নিয়ে ভাজতে থাকি।৫ থেকে ৫ মিনিট নেড়ে নেড়ে ভেজে নিই। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে পাত্রের সাথে চাল লেগে না যায়। ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিই। এরপর হালকা করে লবণ ও হলুদ ছিটিয়ে দিই।
image (35).jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

image (36).jpg
চতুর্থ ধাপে পানি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপর কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।এরপর চুলায় তাপ দিতে থাকতে হবে। এভাবে ২৫থেকে ৩৫মিনিট তাপ দেওয়ার পর ঢাকনা খুলে খিচুড়ি পরিস্থিতি চেক করে নিতে হবে।

image (37).jpg

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

image (38).jpg

image (40).jpg
যাইহোক,আমার মুগ ডাল দিয়ে আলুর খিচুড়ি অলরেডি হয়ে গেছে।অল্প পরিমাণে খিচুড়ি প্লেটে নিয়ে নিলাম।সেই সাথে খিচুড়ির সাথে আমার জীবন্ত একটি সেলফি উঠালাম।আধা ঘন্টার মধ্যে খুব অল্প সময়ে দারুণ মজাদার মুগ ডালের সাথে আলুর খিচুড়ি তৈরি করা যায়।

20220422_144109.jpg

image (41).jpg

ঘরোয়া পরিবেশে করার কারণে অনেকটাই স্বাস্থ্যসম্মত বলে মনে করছি।সেই সাথে দারুন মজাদার হয়ে থাকে।আশা করছি ভাল লাগবে হাতে সময় থাকলে আপনিও এরকম একটি চমৎকার রেসিপি তৈরী করতে পারেন।
বৃষ্টির দিন কিংবা অলস সময় কাটাতে এমন রেসিপির বিকল্প আমি কিছুই মনে করছি না।আজ এ পর্যন্তই আবার দেখা হবে,নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ্য থাকুন@amarbanglablog

বিষয়রেসিপি
বর্ণনায়@kamrul8217
লোকেশনw3w
ডিভাইসSamsung A32
তারিখ২৬ এপ্রিল ২০২২

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

এতক্ষন সাথে ছিলাম আমি@kamrul8217
পেশায় একজন সাংবাদিক,উপস্থাপক ও ক্ষুদ্রলেখক।জ্ঞান আহরণের সর্বাত্মক ছুটে চলা।একজন সাদাসিধা জীবনযাত্রায় অভ্যস্ত মানুষ।দু-চোখে যা দেখি শব্দাকারে তা লিখতে থাকি।ভালো কাজে পাশে থাকি।একজন প্রকৃত মানুষ হওয়ার চেস্টায় চিরকৃতজ্ঞতায় পাশে আছে দুই বাংলার এক অবিচ্ছেদ্য প্রাণ@amarbanglablog

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png

Collage 2022-04-16 23_06_28.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqV7bbT3PhNfbHgyNngzcyCFw4TfaYm77TpqjAhtBLDYqvnas1GJLaFNNDWGS9...22RNB6YYmubtV5ucT8CTAdBzgh1XcPwSUYwzsUqZqhthEoc4g9w5HwvGi5etUzsPu7tB5KHo6ZRM6yzvhPX1XkLzAW6FCmTui5rkeXccbTyAe5DycanVRkyZ9g.png

Sort:  
 2 years ago 

মুগডাল ও আলুর মিশ্রণে ঘরোয়া পদ্ধতিতে আপনি যে খিচুড়ি রান্না করেছেন তা দেখে অনেক লোভনীয় লাগছে ভাইয়া। খিচুড়ি আমার অনেক পছন্দের। তবে আমি বৃষ্টির দিন ছাড়া খিচুড়ি খেতে পছন্দ করি না। আপনার খিচুড়ি রান্নার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। খিচুড়ি রান্না ধাপে ধাপে এত সুন্দর ভাবে আমাদের শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ইচ্ছাটা অনেকটাই আমার মতো। বিশেষ করে অলস দিন কিংবা বৃষ্টির দিন ছাড়া খিচুড়ি একদমই ভালো লাগে না। তবে রমজান মাসে ইফতারের আগ মুহূর্ত টা খুবই অলস ভাবে কাটে। সে সময়টাকে কাজে লাগানোর জন্যই মুগ ডাল দিয়ে এমন রেসিপির আয়োজন। অত্যন্ত চমৎকার মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।

 2 years ago 

মুগ ডাল দিয়ে কখনো খিচুড়ি রান্না করে খাই নি তবে মুসুরির ডাল আলু দিয়ে রান্না করেছলছি। আর আমার লাইফে আমি দুই থেকে তিনবার রান্না করেছি। তবে সেটি বিদেশ থাকাকালীন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

মসুর ডালের খিচুড়ি রান্না ও সুস্বাদু হয়ে থাকে। কিন্তু এলার্জি জনিত সমস্যার কারণে খিচুড়িতে মুগডালের ব্যবহার করা হয়েছে। তবে আপনি জেনে খুবই খুশি হবেন যে মগডালে আলুর এমন খিচুড়ি মসুর ডালের স্বাদকেও হার মানিয়ে নেবে। হাতে যদি কখনো সময় পেয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন খুবই ভাল লাগবে।

 2 years ago 

জি অবশ্যই ইউনিক কিছু দেখলে এমনিতেই একটু আগ্রহ জাগে। আর সেটি আপনার এই রেসিপির মাধ্যমে পেলাম। ধন্যবাদ চেষ্টা করে দেখব।

 2 years ago 

মুগ ডালের খিচুড়ি দেখতে স্বাভাবিক হবে মনে হলেও খেতে বেশ সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে মুগ ডালের রেসিপি রান্না করেছেন । এত সুন্দর ভাবে খিচুড়ি রান্নার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এটির স্বাদ সত্যিই মজাদার ছিলো।অনেকদিন পর হাতের এরুপ খিচুড়ি পেটপুড়ে খাওয়ার সুযোগ করে দিয়েছিল। চমতকার করে মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।

 2 years ago 

ভাইয়া ভালইতো খিচুড়ি রান্না করতে পারেন দেখছি। আপনার এত সুন্দর খিচুড়ি রান্না দেখে আমার খুবই ভালো লেগেছে। ফাস্ট এ উপাদানগুলো খুব সুন্দরভাবে লিস্ট করেছেন। পরবর্তীতে ধাপে ধাপে তৈরি করাটা তুলে ধরেছেন। সব মিলিয়ে দারুন একটি রেসিপি।

 2 years ago 

হ্যাঁ একা থাকায় রান্নার অভ্যাস করতে হচ্ছে।চেস্টা করেছি মুগডালে আলুর দারুন করে খিচুড়ি করতে।এটি খেতে খুবই টেস্টি হয়েছিলো।ধন্যবাদ, চমৎকার মন্তব্য করেছেন।

 2 years ago 

খেচুরি আমার অনেক পছন্দের একটি খাবার, আমি এটি খুবই পছন্দ করে থাকি। আর তাই মাঝে মাঝে আমার বাসায়ও খিচুড়ি রান্না করা হয়। আপনি আজকে চমৎকারভাবে মুগ ডাল এবং আলু দিয়ে খিচুড়ি রান্না করে আমাদের সাথে শেয়ার করেছেন। দেখতে অনেক ভালো লাগছে।

 2 years ago 

খিচুড়ি আবারো একটি পছন্দের খাবার। সময় পেলেই কিংবা অলস সময় কাটাতে খিচুড়ি রান্না করে থাকি। মুগ ডালের খিচুড়ি দারুণ সুস্বাদু হয়েছে। সময় থাকলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। অনেক চমৎকার মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে মুগ ডালের আলুর খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করেছেন। আপনার এই খিচুড়ি রান্নার রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। বিশেষ করে বৃষ্টির দিনে এরকম কিছুই খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টির দিনে এরূপ ক্ষেত্রে বেশ মজাদার লাগে। অলস সময় গুলোতে খিচুড়ি রান্না করতে খুবই ভালো লাগে। মুগ ডালের সাথে আলুর সংমিশ্রণ কিশোরীকে আরো বেশি সুস্বাদু করে তুলেছে।

 2 years ago 

মুগের ডাল খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে মুগ ডালে আলুর খিচুরি রান্না করেছেন। দেখে খুব ভালো লাগলো । আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দারুন হয়েছে প্রতিটি ধাপ খুব চমৎকার আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত দুর্দান্ত রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার মত আমারও মুগ ডাল দিয়ে আলুর পিসি অনেকটা বেশি প্রিয়। মাঝেমধ্যে এটি তৈরি করে খেতে ইচ্ছে করে। আর আমিও আলোর সময় পেলেই এটি তৈরি করে থাকি। দারুন মন্তব্য করেছেন।

 2 years ago 

আলুর খিচুড়ি দেখে বেশ ভালো লাগলো। মনে হচ্ছে খুব সুন্দর ভাবে আলুর খিচুড়ি রান্না করেছেন। বিশেষ করে বলতে গেলে আমাদের বারিতে আলু সবসময় রান্না করা হয়। এইজন্য আমার কাছে আলুর যেকোনো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আপনার আলোর খিচুড়ি দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। খুব সুন্দর উপস্থাপনা ছিল।

 2 years ago 

মুগ ডালের সাথে আলু, খিচুড়িতে একটি দারুণ কম্বিনেশন দেয়। যার কারণে স্বাদ অনেকটাই বেড়ে যায়। খিচুড়ি অনেকটাই সুস্বাদু ও মজাদার হয়েছিল। সময় পেলে অবশ্যই চেষ্টা করে দেখবেন। এমন চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয়।

 2 years ago 

মুগ ডালের আলুর খিচুড়ি খেতে অনেক ভালো লাগে ।যেটা আমার খুব ফেভারিট মাঝে মাঝে এভাবে খিচুড়ি রান্না করে খেলে অনেক ভালো লাগে ।খুব সুন্দর করে খিচুড়ি রেসিপি তৈরি করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই দারুণ কথা বলেছেন মুগ ডালের খিচুড়ি একটি প্রিয় খাবার। মাঝেমধ্যেই এরকম খিচুড়ি আমি কি করে থাকি। খুবই অল্প সময়ে মুগ ডালের সাথে আদৌ খিচুড়ি রান্না করা যায়। হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন।
অত্যন্ত গঠনগত মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।

 2 years ago 

মুগডালে আলুর খিচুরি অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে অনেক ভালো লাগলো। সাথে চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

হ্যাঁ, মুগডালে আলুর খিচুরি দারুন ছিলো।খুব অল্পসময়েই এটি সহজেই রান্না করা যায়।ধন্যবাদ শ্রদ্ধেয়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60832.40
ETH 2912.20
BNB 525.30
SBD 2.31