লেভেল-৪ থেকে আমি যা শিখলাম,১০%লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম/আদাপ,

কেমন আছেন সবাই,আশা করছি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।@abb-school লেভেল৪ এর ক্লাস করে,আমি ইতিমধ্যেই মৌখিক পরীক্ষা দিয়েছি।আলহামদুলিল্লাহ মৌখিক পরীক্ষা অনেক ভালো হয়েছে।লেভেল৪ থেকে থেকে আমার অর্জন লিখিত আকারে প্রকাশ করছি।
20220215_155647 (1).jpg

লেভেল ৪এ যে বিষয়গুলোর উপর আমাদের ক্লাস নেওয়া হয়।

১.p2p এর মাধ্যমে Steem/Sbd/TRX transfer
২.Internal market এ Sbd থেকে Steem এ কনভার্ট করা।
৩.External market এ Steem এবংTrx কে USDT তে রূপান্তর করা।
এসকল আলোচনার ওপর নির্ভর করে সম্মানিত প্রফেসরগণ,লেভেল ৪ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য একটি প্রশ্নপত্র তৈরি করেছেন।প্রশ্নপত্রের আলোকে নিম্নে উত্তর গুলো দেওয়া হলো।


প্রশ্ন১: p2p কি?

উত্তর: p2p হচ্ছে পার্সন টু পার্সন ট্রানস্ফার।এক ব্যক্তির ওয়ালেট হতে অন্য ব্যক্তির ওয়ালেটে স্টিম/এসবিডি/টিআরএক্স ট্রানস্ফারই হচ্ছে p2p.


প্রশ্ন২:p2p এর মাধ্যমে আপনার স্টিমেট অ্যাকাউন্ট হতে@level4test একাউন্টে0.001 Sbd সেন্ড করুন এবং এর একটি স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: প্রথমে আমরা স্টিম ওয়ালেটে যাব।তারপর অ্যাক্টিভ কি দিয়ে লগইন করবো।এরপর স্টিম ডলারের পাশে ড্রপডাউন বাটনে ক্লিক করব তারপর ট্রানস্ফার অপশনে ক্লিক করব।এখন আমরা,
From:
To:
Account:
Memo:
ফাঁকা ঘর গুলো প্রয়োজনীয় শব্দ দিয়ে পূরণ করব।
নিচে স্ক্রিনশটটি শেয়ার করা হলো।
Screenshot_20220215-111226_Kiwi Browser.jpg

এরপর নেক্সট অপশনে ক্লিক করব।এখন ok বাটনে চাপ দিলেই এসবিডি সেন্ড হয়ে যাবে।


প্রশ্ন৩:p2p এর মাধ্যমে আপনার স্টিমেট অ্যাকাউন্ট হতে@level4test একাউন্টে 0.001 Steem সেন্ড করুন এবং এর একটি স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:আগের মতো করে আমরা স্টিম ওয়ালেটে যাব,তারপর অ্যাক্টিভ কি দিয়ে লগইন করবো।এখন আমরা সরাসরি স্টিমে চলে যাব।স্টিম এর পাশে ড্রপডাউন বাটনে ক্লিক করব। তারপর ট্রানস্ফার অপশনে ক্লিক করব।
এখন আমরা,
From:
To:
Account:
Memo
ফাঁকা ঘর গুলো প্রয়োজনীয় শব্দ দিয়ে পূরণ করবো।নিচে স্ক্রিনশটটি শেয়ার করা হলো।
Screenshot_20220215-114717_Kiwi Browser.jpg
এখন নেক্সট বাটনে ক্লিক করব।সবশেষে ওকে বাটনে ক্লিক করলেই স্টিম সেন্ড হয়ে যাবে।


প্রশ্ন৪:p2p এর মাধ্যমে আপনার স্টিমেট অ্যাকাউন্ট হতে@level4test একাউন্টে 0.001 Trx সেন্ড করুন এবং এর একটি স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:ঠিক আগের মত করে আমরা স্টিম ওয়ালেটে গিয়ে অ্যাক্টিভ পাসওয়ার্ড দিব।এখন আমরা ওয়ালেট এর নিচের দিকে চলে আসবো।সেখানে Trx এর পাশে ড্রপডাউন বাটনে ক্লিক করব। তারপর Transfer অপশনে ক্লিক করব।
এখন আমরা,
From:
To:
Account:
Memo
উপরোক্ত ঘরগুলো প্রয়োজনীয় শব্দ দিয়ে পূরণ করবো।নিচে একটি স্ক্রিনশট শেয়ার করা হলো।
Screenshot_20220215-115900_Kiwi Browser.jpg
এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব।সবশেষে ওকে অপশনে ক্লিক করে,Trx প্রাইভেট কি দিয়ে ট্রান্সফার ক্লিক করলেই Trx ট্রান্সফার হয়ে যাবে।


প্রশ্ন৫:internal market এ 0.1 এসবিডিকে স্টিমে কনভার্ট করুন এবং এর একটি স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:প্রথমে আমরা স্টিমের ওয়ালেটে যাব।অ্যাক্টিভ কি দিয়ে লগইন করবো।এরপর আমরা স্টিম ডলারের পাশে ড্রপডাউন বাটনে ক্লিক করব,সেখান থেকে আমরা মার্কেটে ক্লিক করব।
এখন আমরা,By Steem এ চলে আসব।
এখানে বেশকিছু ফাঁকা ঘর রয়েছে।উপযুক্ত শব্দগুলো দিয়ে ফাঁকা ঘর পূরণ করে নেব।
টোটাল অ্যামাউন্ট এর ঘরে আমরা যে পরিমাণ এসবিডি কে স্টিমে রুপান্তর করব তা লিখে নিই।
এরপর lowest ask বাটনে ক্লিক করি।তারপর Bey Steemগিয়ে,ok বাটনে ক্লিক দিব।এভাবেই internal marketএ,এসবিডিকে স্টিমে রূপান্তর করা যায়।নিচে আমি একটি স্ক্রিনশট শেয়ার করছি।
Screenshot_20220215-124402_Kiwi Browser.jpg


প্রশ্ন৬:poloniex exchange site এ একটি account create করুন।

উত্তর:poloniex exchange site এ অ্যাকাউন্ট খুলতে হলে, প্রথমে আমাদের poloniex exchange site এ যেতে হবে।প্রথম আমরা সেটিংএ যাব।তারপর সাইনআপ করব।এতঃপর মেইল এড্রেস দিব,স্ট্রং পাসওয়ার্ড দিব,কনফার্ম পাসওয়ার্ড দিব।
এরপর ক্লিক ভেরিফাইড চাপ দিব।এরপর ছোট চতুর্ভুজ এ ক্লিক করে sign up এ ক্লিক করব।এরপরে মেইলে একটি মেইল যাবে,সেখানে গিয়ে verify my mail option এ ক্লিক করলেই poloniex exchange site এ account create সম্পন্ন হয়ে যাবে।

Collage 2022-02-15 13_27_50.jpg


প্রশ্ন৭:আপনার steemit একাউন্ট হতে poloniex exchange site এ steam transfer করুন।

উত্তর:প্রথমেই আমাদের poloniex exchange site যেতে হবে।
এরপর ওয়ালেট এ ক্লিক করতে হবে তারপর ডিপোজিট এ ক্লিক করতে হবে।এরপর সার্চ অপশন চলে আসবে। সার্চ অপশনে গিয়ে Steem লিখে সার্চ করব।সার্চ করার পর একটি অ্যাড্রেস ও মেমো আসবে।এড্রেসটি আমরা কপি করে নিব।
তারপর স্টিমিট ওয়ালে গিয়ে অ্যাক্টিভ কি দিয়ে লগ ইন করব।
এরপর স্টিমের পাশে ড্রপডাউন বাটনে ক্লিক করব।সেখান থেকে ট্রান্সফর অপশনে যাব।এরপর কপি করে এড্রেসটি To এর ঘরে বসিয়ে দেবো।পুনরায় poloniex এ গিয়ে মেমো কপি করে নিয়ে এই জায়গার মেমোর‌ স্থানে বসিয়ে দেবো।এরপর next ক্লিক করব।সবশেষে,ok বাটনে ক্লিক করলেই Steem হতে poloniex এ steem transfer সম্পন্ন হয়।নিচে একটি স্ক্রিনশট শেয়ার করা হলো।

Collage 2022-02-15 14_53_04.jpg


প্রশ্ন৮:আপনার steemit একাউন্ট হতে poloniex exchange site এ Trx transfer করুন।

উত্তর:প্রথমেই আমাদেরকেpoloniex exchange site যেতে হবে।এরপর ওয়ালেট এ ক্লিক করে ডিপোজিটে চলে যাব। এরপর সার্চ অপশন চলে আসবে।সার্চ অপশনে Trx লিখে সার্চ দেবো। দুইটি অপশন আসবে,তারমধ্যে deposit on tron এ ক্লিক করব।এরপর এড্রেসটি কপি করে নেব।আমরা আবার স্টিম ওয়ালেটে চলে যাব।সেখানে গিয়ে অ্যাক্টিভ কি দিয়ে লগইন করব।তারপর Trx এর পাশে ড্রপডাউন বাটনে ক্লিক করে ট্রানস্ফার বাটনে ক্লিক করব ‌‌।এবার To এর নিচে Switch to toron account এ ক্লিক করব।তারপর কপি করে এড্রেসটি পেস্ট করব,তারপর amount এ লিখে next এ ক্লিক করব। তারপর ok বাটন চেপে দেবো।সবশেষে tron private key বসিয়ে ট্রানস্ফার এ ক্লিক করলেই tron transfer হয়ে যাবে। নিচে একটি স্ক্রিনশট শেয়ার করা হলো।
Collage 2022-02-15 15_25_55.jpg


প্রশ্ন৯:poloniex exchange site এ আপনার steemit account হতে প্রেরিত Steem এবং Trx কে USDT তে exchange করুন এবং এটার একটি স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:এটার জন্য প্রথমে আমাদের poloniex exchange site এর trade এ ক্লিক করতে হবে তারপর spot এ ক্লিক করতে হবে।
এখন সার্চ বারে Steem লিখে সার্চ করব।তারপর Sell অপশনে ক্লিক করব।তারপর মূল্য নির্ধারণ করে amount বসিয়ে Sell Steem এ ক্লিক করলেই Steam exchange হয়ে যাবে USDT.
নিচে একটি স্ক্রিনশট দেওয়া হল:

Collage 2022-02-15 21_07_35.jpg


ঠিক একই পদ্ধতিতে Trx exchange করা যাবে।

বিশেষ কৃতজ্ঞতা
@moh.arif
@nusuranur
@alsarzilsiam
@hafizullah
@ruppkMOD
এবং@amarbanglablog এর সম্মানিত সকল অভিভাবক ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ,ভালোবাসাও শ্রদ্ধা রইলো।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি।দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।

বিষয়লেভেল৪ থেকে অর্জন
বর্ণনা@kamrul8217
ডিভাইসSamsung A32
তারিখ১৫ ফেব্রুয়ারিতে ২০২২

Collage 2022-02-06 11_02_31 (2).jpg

এতক্ষণ সাথে ছিলাম আমি,@kamrul8217
পেশায় একজন সাংবাদিক,উপস্থাপক ও ক্ষুদ্র লেখক।জ্ঞান অন্বেষণে অবিরাম ছুটে চলা।মানুষকে ভালোবেসে মানুষের পাশাপাশি থাকতে চাই।সেই সাথে নিজেকেও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে আপ্রাণ প্রচেষ্টা।আমার জ্ঞানের পরিধীকে বাড়িয়ে দিতে আমার সাথে আছে দুই বাংলার অবিচ্ছেদ্য এক প্রাণ@amarbanglablog

Sort:  
 2 years ago 

লেভেল ৪ জন্য শুভকামনা রইল

 2 years ago 

ভালোবাসা অবিরাম শ্রদ্ধেয়।

 2 years ago 

আপনার লেভেল ৪ এর প্রশ্নের উত্তর পর্ব বেশ ভালো হয়েছে। আসলে আমরা লেভেল ৪ এর মাধ্যমে ওয়ালেট সম্পর্কে বিস্তারিত জানতে পারি। কিভাবে আদান-প্রদান করা যায়, সবই।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয়, ওয়ালেটের যাবতীয় বিষয় খুব সুন্দরভাবেই এখানে শেখা যায়।আপনি খুবই সুন্দর মন্তব্য করেছেন।

লেভেল-৪ থেকে অনেক কিছুই অর্জন করেছেন দেখছি প্রতিটি বিষয়ে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন যা অনেকটা সুবিধা হয়েছে বুঝতে সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক সময় দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন।লেভেল৪ খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ ছিলো।ভালবাসা ও শ্রদ্ধা রইলো।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লেবেল ৪ এর পরীক্ষা পর্ব শেষ করেছেন। আপনার পরীক্ষা করব দেখে মনে হচ্ছে আপনি লেবেল ফোর এ শেখানো বিষয়বস্তু অনেক সুন্দর ভাবে নিজের আয়ত্তে করে নিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমি চেস্টা করেছি ভাল কিছু করার।ধন্যবাদ শ্রদ্ধেয়;আপনি খুবই গঠনমুলক মন্তব্যে করেছেন।

 2 years ago 

আপনাকে লেভেল-4 ট্যাগ দেওয়া হয়েছে।
আশা করি সকল নিয়ম মেনে চলবেন।

 2 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56125.76
ETH 2526.68
USDT 1.00
SBD 2.27