আলু ও বিস্কুট দিয়ে চাপ তৈরি।।১০% প্রিয় লাজুক খাঁক

হ্যালো বন্ধুরা,,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আবারো উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি।দেখতে যেমন সুন্দর খেতে ও মজাদার এই রেসিপি।এটি তৈরি করতে তেমন দামী জিনিসের দরকার নাই।বাড়িতে আমরা সচারাচর যে জিনিসগুলো ব্যবহার করে থাকি।এই জিনিস গুলো দিয়ে এই রেসিপি তৈরি করা যায।বিস্কুট আর আলু ব্যবহার করে এটি তৈরি করা যায়।

IMG_20220110_224238.jpg



প্রয়োজনীয় উপকরণঃ


রেসিপিআলু ও বিস্কুট দিয়ে তৈরি চাপ
আলু৪ -৫ টা
পিয়াজ৩-৪ টা কুচি করে
মরিচ৪-৫ টা কুচি করে
টমেটো১ টা কুচি করে
ধনেপাতাপরিমাণ মতো
বিস্কুট২ প্যাকেট
তেলপরিমাণ মতো

রেসিপিটি তৈরির পদ্ধতিঃ


ধাপঃ ১


IMG20220110152147.jpg

প্রথমে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে তাতে কিছু পানি দিয়ে চুলে তাপ দিতে হবে। প্রথমে আলু গুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে।

ধাপঃ২


IMG20220110152549.jpg

তারপর 15 থেকে 20 মিনিট পর আলোগুলো সিদ্ধ হয়ে গেলে সেগুলো খোসা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে হালকা ভাঙতে হবে। ভাঙ্গার সময় একটু ঠাণ্ডা পানি ব্যবহার করে নিতে হবে না হলে হাত তুলে ধরা সম্ভাবনা থাকে।

ধাপঃ৩


IMG20220110152642.jpg

তারপর আলু গুলো ভালো করে ভেঙ্গে নেওয়ার পর তাতে পেঁয়াজ কুচি , কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি করে ও তাতে টমেটো কুচি করে কেটে দিয়ে ভালো করে রাখতে হবে যাতে করে সম্পূর্ণ অংশ ভালো হয় মাথা হয়ে যায়।

ধাপঃ৪


IMG20220110150807.jpg

অপরদিকে একটি বাটিতে দু প্যাকেট আন্দাজ বিস্কুট ভালো করে গুরো করে নিতে হবে যেন বড় বড় অংশ না থাকে। একটু মিহি করলে সেটি ভালো হয়।

ধাপঃ ৫


IMG20220110153500.jpg

IMG20220110154237.jpg

তারপরে আলু সাথে যে সমস্ত পিয়াজ মরিচ টমেটো দিয়ে একটা ভর্তা তৈরি হয়েছিল। তা হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল অংশ করে বাটিতে রাখা বিস্কুট এর উপর ভালো করে উপরনিচ করে নিতে হবে। যাতে করে ভর্তার চারপাশে বিস্কুটের অংশগুলো ভালো করে লেগে থাকে। এভাবে সমস্ত ভর্তাই ছোট ছোট গোল গোল করে নিতে হবে।

ধাপঃ৬


IMG20220110154210.jpg

সব গুলো কমপ্লিট হয়ে গেলে একটি করায় চুলায় বসিয়ে দিতে হবে এবং সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে চুলায় একটু চাপ দিতে হবে।

ধাপঃ ৭


IMG20220110154612.jpg

যখন দেখি তেল একটু গরম হয়ে গেছে ।সেখানে ছোট ছোট গোল গোল করা ভর্তা গুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাটার সময় চুলার জ্বাল একটু কমিয়ে দিতে হবে তা না হলে সেটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ধাপঃ৮


IMG20220110161620.jpg

IMG_20220110_174037.jpg

IMG20220110161717.jpg

এভাবে সম্পূর্ণটা ভাজার পর সেগুলো একটা প্লেটে ভালো করে সাজিয়ে নেই। আর সুন্দর করে কয়েকটা ছবি তুলে নেই।

ফটোগ্রাফার@kabi21
ভিভাইজওপো এ১২
লোকেশনলিংক


ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজ এখানে শেষ করছি আবার কালকে অবশ্যই আসবো নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।
Sort:  
 3 years ago 

আমাদের এখানে এটাকে চপ বলে। খুব সুন্দর ভাবে রেসিপিটি প্রতিটি পদক্ষেপ বুঝিয়ে দিয়েছেন। বিকেলে চায়ের সাথে একটা মজাদার খাবার। আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ।

হমম ভাই বিকালের নাসতা হিসেবে এটি অনেক মজাদার। আর আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আলু আর বিস্কিট দিয়ে আপনি অসাধারণ চপ তৈরি করেছেন। খুব নতুন একটি রেসিপি ভাইয়া। আমি আগে কখনো এটি খাইনি আপনার কাছ থেকে প্রথম দেখলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া নতুন একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনাকে ❤️❤️

 3 years ago 

আলু আর বিস্কিট দিয়ে দারুন একটি সুস্বাদু চপ এর রেসিপি করেছেন আপনি খুবই মজাদার আর সুস্বাদু হবে নিশ্চয়।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাইয়া,আপনার এই চপ তৈরি দেখে তো আমার খেতে মন চাইতেছে। অনেক সহজে এটি তৈরি করা সম্ভব৷ আপনার রেসিপিটি দেখে যে কেউ শিখে নিতে পারবে কিভাবে এই চপ তৈরি করতে হবে। আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া আপনার এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আলু ও বিস্কুট দিয়ে চাপ তৈরির অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে আলুর চপ খেতে খুবই মজাদার হয়েছে। দেখেই লোভ লেগে গেলো। আপনি আপনার রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার রেসিপি তৈরীর পদ্ধতি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার কাছে একদম নতুন রেসিপি মনে হচ্ছে। কারণ এত সহজেই আর অল্প উপকরণের সাহায্যে এত মজাদার চাপ তৈরি করা যায় জানতাম না।অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

হমম আপু অল্প ও কম সময়ে এটি তৈরি করা যায়। আর আপাকে অনেক ধন্যবাদ

 3 years ago 
আলু দিয়ে খুবই চমৎকার একটি আইটেম তৈরি করেছেন আপনি ভাইয়া। বিস্কুটের গুড়া দিয়ে কোট করে যেকোনো স্নেক আইটেম তৈরি করা হলে তা মুচমুচে হয় এবং খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার আজকের এই রেসিপিটি দারুন লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পাশে থেকে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

অনেক রকম চপ খেয়েছি কিন্তু এভাবে আলু দিয়ে বিস্কুট এর চপ কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং সুস্বাদু দেখাচ্ছে। আমি অবশ্যই বাসায় দিন ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

হমম আপু খেতে অনেক মজা হয়েছিল।আর আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আলু ও বিস্কুট দিয়ে চাপ তৈরি অসাধারণ হয়েছে ভাইয়া। চাপগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রান্নার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

হমম ভাইয়া খেতে ও অনেক মজা হয়েছে।

ভাই এত সুন্দর সুস্বাদু খাবার, একাই খাইয়েন না আমাদের জন্য কিছু রাইখেন। নতুন একটি রেসিপি শিখলাম আপনার কাছ থেকে। উপস্থাপনা যথেষ্ট ভাল ছিল।

🤩🤩আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57930.87
ETH 2362.47
USDT 1.00
SBD 2.36