HTML ল্যাঙ্গুয়েজ পর্ব ০১|| ১০% প্রিয় লাজুক খাঁক


হ্যালো বন্ধুরা,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। আজ আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। আজকে সকাল থেকে ভাবতেছি কি পোস্ট করব। মাথায় কোনো চিন্তায় আসতেছে না। অবশেষে ভাবলাম আজকে একটু লেখালেখি করি। কিন্তু কি নিয়ে লেখালেখি করব তা বুঝতে পারতেছি না। আসলে আমি যে খুব বেশি লেখালেখি করি তা না। একটু সমস্যা হচ্ছে বিষয়টা নিয়ে ভাবে করতে।

icon.png
উৎস

অনেক ভাবনাচিন্তার পর উপনীত হলাম আমি যেহেতু একজন স্টুডেন্ট তাই একটু শিক্ষানীয় কিছু নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে ওয়েব পেজ তৈরির মূল হাতিয়ার এস টি এম এল কোড। যার সাহায্যে খুব সহজেই একটি ওয়েব পেজ তৈরি করা যায় । সেই এইচটিএমএল নিয়ে আলোচনা করব।

এস টি এম এল এর ধারণা

বর্তমান দেশ তথ্যপ্রযুক্তির দেশ। বর্তমানে আমরা তথ্য প্রযুক্তি ছাড়া এক পা ও এ করতে পারবোনা। আমাদের চলাফেরার প্রতিটি কাজে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বর্তমানে আমাদের কোন একটা সুন্দরভাবে সম্পন্ন করতে হলে তথ্য প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল। সে তথ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এস টি এম এল। html-এর পূর্ণরূপ হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ। একটি ওয়েব পেজ গঠনের মূল হাতিয়ার হল এই মার্কআপ ল্যাংগুয়েজ। এই মার্কআপ ল্যাংগুয়েজটি টিমস বার্নার্স লী নামে একজন ব্যক্তি ১৯৯০ সালে আবিষ্কার করে। তিনি ১৯৯০ সালে জেনেভার CERN ( The European Center for Nuclear Research) কাজ করার সময় এই ভাষা মূলত আবিষ্কার করেন।

what-is-html.jpg
উৎস

বর্তমানে ধীরে ধীরে এটিকে আগের থেকে অনেক উন্নত পথে নিয়ে যাচ্ছেন। আবার যেমন এস টি এম এল এর সাহায্যে অতি সহজে ওয়েব পেজ তৈরি করা যায়। তেমনি সেই ওয়েব পেজের মধ্যে টেক্স, অডিও, ভিডিও, ও গ্রাফিক্স এর তথ্য সমূহ সুন্দর ও নান্দনিকভাবে সাজানোর জন্য এইচটিএমএল কোড ব্যবহার করা হয়। এইচটিএমএল কে হাইপার মার্কআপ ল্যাংগুয়েজ বলা হয়। কারণ এটি সাহায্যে কোন একটা শব্দকে বা অক্ষর কে চিহ্নিত করে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ একটি পেজ থেকে অন্য একটি ওয়েব পেজে খুব সহজেই যাওয়া যায়। তাই এটিকে একটি হাইপার ল্যাংগুয়েজ বলা হয়।

qara-xett.png

আমরা যখন কোন একটা কাজ করি। তখন সেই কাজের দুইটা দিক থাকে। একটা হল ভালো দিক আর একটা হল খারাপ দিক বা মন্দ দিক। তেমনি এসটি এমএল আরো দুইটা ঠিক আছে একটি হলো তার সুবিধা আর অন্যটি হলো তার অসুবিধা।

এইচটিএমএল ব্যবহারের সুবিধা:
  • এইচটিএমএল হল এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেখানে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর একজায়গায় লিখলে বা মিশ্রিনে কোন ধরনের সমস্যা হয় না।

  • এইচটিএমএল এর সাহায্যে সহজেই দুই ধরনের ওয়েব পেজ। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েব পেজ খুব সহজেই তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবপেজ শুধুমাত্র কোডিং ব্যবহার করে তৈরি করা যায় আর ডাইনামিক ওয়েব পেজ তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, সিএসএস ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে হয়।

  • এইচটিএমএল এর সাহায্যে কোন একটা কন্টেন্ট কে নিজের ইচ্ছামত খুব সুন্দর ভাবে উপস্থাপন করা যায়। যা দর্শকের কাছে দেখতে অনেকটা নান্দনিক লাগে।
  • এই ল্যাঙ্গুয়েজ জানার জন্য অতিরিক্ত কোন জ্ঞানের প্রয়োজন হয় না। অর্থাৎ অতিরিক্তভাবে প্রোগ্রাম জানার কোনো দরকার নেই। প্রোগ্রাম লেখা ছাড়াই সুন্দর ভাবে কাজ করা যায়।

  • এর সাহায্যে খুব সহজেই স্কুল কলেজের ভর্তি ফরম সহ যাবতীয় ডাটা খুব সহজে উপস্থাপন করা যায়।

qara-xett.png

এইচটিএমএল ব্যবহারে অসুবিধাসমূহ:
  • এর সাহায্যে যদি কোন ওয়েব পেজ তৈরি করা হয় তাহলে সেটি তৈরি করতে অনেক কোড ব্যবহার করতে হয়।

  • এর সাহায্যে ওয়েব পেজ তৈরি করতে গেলে সময় একটু বেশি ব্যয় হয়।

  • যদি কোথাও একটু ভুল হয় সেই ভুল খুঁজতে অনেক সময় লেগে যায়।

  • নিরাপত্তা একটু কম পাওয়া যায়।


ধন্যবাদ সবাইকে। এত সময় আমার সাথে থাকার জন্য। যেহেতু এইচটিএমএল একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। যা একটি পর্বে লেখা সম্ভব না। এটি বিস্তারিত জানতে গেলে কয়েকটি পর্ব দরকার। যতসম্ভব কয়েকটি পর্বের মাধ্যমে এটি আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে সেটা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনাই করি।

Sort:  
 2 years ago (edited)

html সম্পর্কে আমি মোটামুটি একটু ধারণা রাখি,এটি হলো কম্পিউটারের একটি ভাষা এবং এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ‌ এমন সামান্য কিছু বিষয়ে আমার জানা রয়েছে তবে আপনার পোস্টটি পড়ে এর সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানলাম । অনেক চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই আপনাকে। আর আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব।

 2 years ago 

html শিখেছিলাম সম্ভবত আরো ৫ বছর আগে। এখন সব ভুলে খেয়ে ফেলছি। চর্চা না করলে কোডিং মনে থাকেনা। যখন শিখছিলাম তখন অনেক কিছু বানাতে পারতাম। কিন্তু এখন আর কিছুই বানাতে পারিনা। কারণ কোড ই মনে নাই। শিখবো শিখবো করে আর শেখা হয়না। শুভেচ্ছা রইলো ভাই আপনার জন্য।

আমি ও অনেক আগেই শিখেছি। আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল

HTML ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন আপনি। আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু শিখতে এবং জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে একটি শিক্ষামূলক পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ভালো কিছু দেওয়ার চেষ্টা করো ‌

 2 years ago 
আসলে অনেক রকম পোস্ট আমার সামনে পড়ে তবে আমি শিক্ষনীয় পোস্টগুলো বেশি পছন্দ করি। আমি সব সময় নতুন কিছু জানার জন্য আগ্রহী। HTML সম্পর্কে সেই ইন্টারমিডিয়েট এ পড়েছিলাম। যাইহোক, আপনার কাজ চালিয়ে যান ভাই। আমি আপনার পাশে আছি। 🤟

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

এইচটিএমএল সম্বন্ধে জানার আমার অনেক ইচ্ছা ছিল। আপনার এই পোস্ট থেকে বেশকিছু ব্যাপার জানতে পারলাম। এইচটিএমএলএর অল্প কয়েকটি ট্যাগের ব্যবহার আমি জানি। আপনার পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করছি। আশা করি পরবর্তী পোস্টে আরো কিছু জানতে পারবো। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু দুঃখের বিষয় স্টিমিট প্লাটফর্মে সামান্য কিছু এস টি এম এল গ্রহণযোগ্য। তবুও সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমরা আছি অনেকেই আছি যারা এইচটিএমএল সম্পর্কে কিছুই জানিনা আপনি খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কোডিং সম্পর্কে বেসিক ধারণাটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74