মিস্টার বিনকে আঁকার ক্ষুদ্র প্রচেষ্টা।। ১০% প্রিয় লাজুক খাঁক

হ্যালো বন্ধুরা,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। আজ আমি আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে হাশির রাজা মিস্টার বিন এর একটি চিত্র অঙ্কন করে দেখাবো। পেন্সিল মার্কার দিয়ে হাশির রাজা মিস্টার বিন এই চিত্রটি অঙ্কন করেছি। জানিনা কতটুকু আঁকতে পেরেছি তবে চেষ্টা করেছি আঁকার। যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক,,,

IMG_20220223_160835.jpg

প্রয়োজনীয় উপকরণ:

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কাটার
  • মার্কার পেন


আর্ট করার পদ্ধতি:

arabesko.ru_13-1.png

IMG20220220105500.jpg

প্রতিবারের মত এবারও আমি হাতের কাছে পেন্সিল, রাবার,ও মার্কার পেন গুছিয়ে নেই। যাতে আর্ট করার সময় কোন সমস্যা না হয়।

qara-xett.png

ধাপঃ১

IMG_20220223_225721.jpg

প্রথমে আমি মিস্টার বিনের বামপাশের চোখ ও চোখের ভুরু এঁকে নেই পেন্সিল দিয়ে।

qara-xett.png

ধাপঃ২

IMG_20220223_225758.jpg

তারপর আমি অপর পাশের চোখ ও চোখের ভ্রু একটু বাঁকা বাঁকা করে এঁকে নেই।

qara-xett.png

ধাপঃ৩

IMG_20220223_225742.jpg

তারপর আমি নাক ও গালে টোল পড়া আর একটা দৃশ্য পেন্সিল দিয়ে এঁকে নেই।

qara-xett.png

ধাপঃ৪

IMG20220220110846.jpg

তারপর আমি মিস্টার বিন এর মুখ ও ঠোট এঁকে নেই। মিস্টার বিনের ঠোঁটটা একটু উল্টিয়ে এঁকে নেই ।

qara-xett.png

ধাপঃ৫

IMG_20220223_225827.jpg

এরপরে আমি চোখের উপরে ভাজ ও মাথার চুল এঁকে নেই।

qara-xett.png

ধাপঃ৬

IMG_20220223_225843.jpg

এরপর নিচের দিকে চোয়ালে কে মিস্টার বিনের একটি সাধারণ স্কেচ অংকন অংকন করেন নেই।

qara-xett.png

ধাপঃ৭

IMG20220220111625.jpg

এরপরে আমি মার্কার পেন হাতে নিয়ে প্রথমেই মিস্টার বিনের এক পাশের চোখে কালো কালার করে নেই।

qara-xett.png

ধাপঃ৮

IMG20220220111928.jpg

তারপর অপর পাশে ঠিক একইভাবে কালার করে নেই।

qara-xett.png

ধাপঃ৯

IMG20220220112215.jpg

তারপর আমি মিস্টার বিনের মুখ ও নাকে কালো কালি করে নেই।

qara-xett.png

ধাপঃ১০

IMG_20220221_162449.jpg

তারপর আমি মিস্টার বিনের চুল ও নিচের চোয়াল মার্কার দিয়ে রং করে নিয়ে আঁকা সম্পন্ন করি। আর নিচে আমার ইউজার নেম লিখে দেই।

qara-xett.png

ধন্যবাদ সবাইকে। আজ আর নয় আবার কালকে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনাই করি।

Sort:  
 2 years ago 

মিস্টার বিনকে আমি অনেক ভালবাসি । সত্যি আপনি মিস্টার বিন কে অনেকটা নিখুঁতভাবে অংকন করে ফেলেছেন। এমন কাজের জন্য অত্যাধুনিক প্রতিভার প্রয়োজন যা আপনার মধ্যে রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি ড্রইং পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপানাকে ও ধন্যবাদ । আপনার কাছে এটি ভালো লেগেছে মানে আমার অংকন স্বার্থক। আপনার জন্য ও অনেক শুভ কামনা রইলো।

 2 years ago 

মিস্টার বিন এমন একটা চরিত্র যাকে বিশ্বের এমন কেউ নেই যে পছন্দ করেন না। এরকম একটা চরিত্র কে অংকন করার প্রচেষ্টা কে প্রথমে সাধুবাদ জানাই। আর আপনি সত্যিই অনেক সুন্দর এঁকেছেন। এরকমভাবে কারো মুখের স্কেচ করা এত সহজ কিছু না। সেই দিক থেকে বলতে গেলে আপনি বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। খুব ভালো লাগলো।

ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74