এসো নিজে করিঃ করিডোর অঙ্কন।১০% প্রিয় @shy- fox

হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি ও মোটামুটি ভালো আছি। কারণ কয়েকদিন ধরে আমার জ্বর থাকার কারণ পোস্ট করতে পারি নাই।এইজন্য আমি ভীষণ ভাবে দুংক্ষিত।তাই আজকে একটু সুস্থ হতেই উপস্থিত হয়েছি আরো একটি আর্ট নিয়ে।আজ আমি আপনাদের সাথে একটি করিডোর অঙ্কন শেয়ার করব।আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_20211124_180321.jpg

তো চলুন শুরু করা যাক,,


ছবিটি আঁকতে যে জিনিসগুলো প্রয়োজন হয়েছিল


  • একটি সাদা কাগজ।
  • একটি পেন্সিল।
  • রাবার।
  • একটি স্কেল।
  • কাটার

ছবিটি আঁকার পদ্ধতি


ধাপঃ১


IMG20211124103747.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়েছিলাম।আর আমার হাতের কাছে সকল জিনিস রেডি করে রেখেছিলাম যাতে করে প্রয়োজনের সাথে সাথে সব জিনিস তাড়াতাড়ি পেয়ে যাই।



ধাপঃ ২

IMG20211124104316.jpg

IMG20211124104624.jpg

তারপর সাদা পেজের মাঝ বরাবর একটি লম্বা দাঁড়ি টেনে নেই।তারপর সেটাকে একটি তিনটি অংশে ভাগ করে নেই এবং একটি স্টার চিহ্ন দিয়ে নেই।তারপর দাঁড়ি দুইটি একটু বড় করে নেই। আর উপরের অংশের সাথে একটি পঞ্চভূজ এঁকে নেই।



ধাপঃ৩


IMG20211124104822.jpg

IMG20211124104831.jpg

IMG20211124105339.jpg

তারপর আমি নিচে অংশে সিড়ি অঙ্কন করার জন্য। প্রথমে যে একটি স্টার নিয়েছিলাম।তার দিক বরাবর দুইটি বাঁকা লম্বা দাঁড়ি এঁকে নেই।আর একটি একটি করে সিড়ি এঁকে নেই।তবে সিঁড়ি গুলল আঁকতে একটি সমস্যা হয়েছিল বারবার চেষ্টার পর আঁকতে পারি সেগুলো।



ধাপঃ৪

IMG20211124110125.jpg

IMG20211124110754.jpg

তারপর যখন নিচের সিঁড়ি আঁকা সম্পূর্ণ হয় তখন উপরের কড়িডোর এর ভিতরের অংশ আঁকার জন্য উপরের একটি মিনার অঙ্কন করি আর পাশের কয়েকটি দেওয়ার অঙ্কন করে নেই।



ধাপঃ৫


IMG20211124111335.jpg

IMG20211124112512.jpg

দেঁওয়াল গুলো আঁকা হয়ে গেলে আমি ভেতরে কয়েকটি সামসেস্ট অঙ্কন করে নেই।সামসেস্ট গুলল আঁকার সময় প্রথমে যে একটি স্টার এঁকে নিয়েছিলাম সেটাকে লক্ষ্য করে এঁকেছিলাম।তারপর আরো কয়েকটি স্টেপ আমি স্টার টাকে লক্ষ্য করে এঁকেছিলাম।



ধাপঃ৬


IMG20211124112533.jpg

ছবিটি আঁকার সম্পূর্ণ হলে একটি রাবার নিয়ে ভালো করে চারদিকে মুছে নেই।যাতে করে একটু দেখতে ভালো লাগে।কারণ আঁকার সময় যে ভুল গুলো হয়েছিল সেগুলোকে ঢাকার জন্য ভালো করে চারদিক মুছেছিলাম।


ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

আপনার করিডোর অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে অঙ্কন করেছেন। আপনার সুন্দর উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার প্রতি

 3 years ago 

বাহ্ অল্পতেই বড্ড সুন্দর চিত্র অংকন করেছেন দেখছি। এই ধরনের আঁকিবুঁকি কখনো করা হয়নি।বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে শুভকামনা রইল। 😍😍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57440.82
ETH 3108.89
USDT 1.00
SBD 2.42