পেন্সিলের সাহায্যে মুখমন্ডল অঙ্কন।। ১০% পাবে প্রিয় লাজুক খাঁক

হ্যালো বন্ধুরা,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি। আজ আমি আবারও উপস্থিত হয়েছি নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে আমার নিজের হাতে তৈরি করা একটি পেন্সিল আর্ট শেয়ার করব। জানি তেমন সুন্দর আর্ট করতে পারেনি। তবে চেষ্টা করেছি সুন্দর করে আট করার। তো চলুন শুরু করা যাক,,

IMG_20220207_214336.jpg


প্রয়োজনীয় উপকরণ:

  • কাগজ
  • কলম
  • পেন্সিল
  • রাবার
  • কাটার


আর্ট করার পদ্ধতি:


ধাপ:১


IMG20220207135845.jpg

প্রতিদিনের মত সবকিছু হাতের কাছে ভাল করে গুছিয়ে নিই যাতে আর্ট করার সময় কোন সমস্যা না হয়।

ধাপ:২


IMG20220207140349.jpg

প্রথমে একটি মানুষের মুখের বিভিন্ন অংশে হালকা করে এঁকে নেই।

ধাপ:৩


IMG20220207140356.jpg

তারপর আঁকা সেই অংশটিকে ভালো করে পেন্সিল দিয়ে গাঢ় করে নেই।

ধাপ:৪


IMG20220207140925.jpg

তারপর প্রথমে আঁকানো মুখের উপরে আরো একটি মুখ এঁকে নেই।

ধাপ:৫


IMG20220207141444.jpg

তারপর পিছনের দিকে আরো একটি মুখ এঁকে নেই।

ধাপ:৬


IMG20220207141922.jpg

তারপর তিনটি মুখকে ভালো করে একটু গাঢ় করে নেই। আর চার দিকে রাবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেই। যাতে আঁকানোর সময় যে ভুল করে হয়েছিল তা দেখা না যায় ‌।

ধাপ:৭


IMG20220207142319.jpg

তারপর মাঝখানে যে মুখটি রয়েছে তাতে চোখ এঁকে নেই।

ধাপ:৮


IMG20220207142445.jpg

তারপর চোখের নিচে পানি পড়ার দৃশ্য দেখে নেই।

ধাপ:৯


IMG20220207144817.jpg

তারপর আমি প্রথমের মুখটিতে পেন্সিল দিয়ে রং করতে শুরু করে দেই।

ধাপ:১০


IMG20220207145014.jpg

তারপর ভালো করে সেটাতে পেন্সিল দিয়ে রং করে নেই।

ধাপ:১১


IMG20220207145410.jpg

আর শেষের মুখটি আরেকটু ভালো করে গাঢ় করে নেই। আর তার মাঝখানে আমার ইউজার নাম লিখে আমার পেন্সিল আর্ট টি সম্পূর্ণ করি।


ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাকে থাকার জন্য আর ধৈর্য সহকারে আমার পোস্টটি পড়ার জন্য। আজ আর নয় অবশ্যই কালকে দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনাই করি।

Sort:  
 2 years ago 

পেন্সিল ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি মুখমন্ডল অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সত্যিই আমি আপনার এরকম অংকন দেখে মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সত্যিই আমি আপনার এরকম অংকন দেখে মুগ্ধ

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ্!! খুবই চমৎকার করে আপনি পেন্সিলের সাহায্যে মুখমন্ডল অঙ্কন করেছেন।সত্যিই অনেক সুন্দর হয়েছে মুগ্ধতার ছড়িয়ে যাচ্ছে প্রানে। এত চমৎকার একটি মুখচ্ছবি আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ও শুভকামনা আপনার জন্য♥♥

সত্যিই অনেক সুন্দর হয়েছে মুগ্ধতার ছড়িয়ে যাচ্ছে প্রানে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে আপনিও চেষ্টা করেছেন। দেখে খুব ভালো লেগেছে ভাইয়া। পেন্সিল দিয়ে মুখমন্ডল চিত্র অংকন দারুণ হয়েছে। খুব দক্ষতার সাথে চিত্র অংকন টি করেছেন।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপু আপনাকে এভাবে মন্তব্য দিয়ে উৎসাহ করার জন্য।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলোতে বুঝা যায় আপনি যে আর্ট করেছেন আপনার মধ্যে অনেক সৃজনশীল কিছু লুকিয়ে আছে, আপনি তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আপনার আজকে তৈরিকৃত আর্টটি দেখতে খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে আমাদের মাঝে উপস্থাপন ও করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

আপনার জন্য শুভকামনা।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পেন্সিল দিয়ে আপনি খুব সুন্দর একটি মুখমন্ডল অঙ্কন করেছেন। অংকন আমার বেশ ভালো লাগে। আর্ট সৃজনশীলতার অন্যতম একটি মাধ্যম। এত সুন্দর একটি আর্ট আমাদের বাচ্চা উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ এভাবে মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য। আশা করি সবসময় এভাবে পাশে থাকবেন।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আলো ছায়ার খেলা।

আপনার চিত্রাঙ্কনটি সত্যি অনেক ইউনিক লেগেছে। আপনার চিত্রাঙ্কন দেখেই বুঝা যাচ্ছে আপনার চিত্রাঙ্কন এর হাত অনেক পাকা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আলো ছায়ার খেলা।
আপনার চিত্রাঙ্কনটি সত্যি অনেক ইউনিক লেগেছে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ দারুন ইউনিক ছিল তো আপনার পেন্সিল দিয়ে অঙ্কন টি । আমি তো প্রথমে অঙ্কন টি বুঝেই উঠতে পারেনি পরে দেখলাম দুই দিকেই মুখ। যাইহোক দারুন লিখেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

ভালো লেগেছে জেনে অনেক খুশি লাগলো ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

বাহ্ পেন্সিল দিয়ে মুখমন্ডল অংকনের চেষ্টা যথেষ্ট ভালো ছিল। আমিও পেন্সিল দিয়ে মাঝে মাঝে কিছু অংকন করার চেষ্টা করি। চোখ দিয়ে জল পড়ার দৃশ্যটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পেন্সিলের সাহায্যে মুখমন্ডল অঙ্কন অনেক সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেকটা সময় নিয়ে নিখুঁতভাবে এই অঙ্কনটি করেছেন। আপনার অঙ্কন চিত্রটি আমার কাছে ভালো লেগেছে। দারুন একটি চিত্র অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

আমার তৈরি করা চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ এভাবে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার আর্টি দারুন ছিল, আপনারা আর্ট এর মধ্যে খুব গভীর একটি অনুভূতি রয়েছে। যেটি আমরা অনুভব করতে পারছি। আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43