এসো নিজে করিঃ 3D ড্রয়িং হোল ইলোসন ( ১০% প্রিয় @shy-fox)

হ্যালো বন্ধুরা,,,


আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আমার বাংলা ব্লগে প্রথম পোস্ট করতেছি।আজ আমি আপনাদের সাথে একটি 3D ড্রয়িং হোল ইলোসন শেয়ার করব।আমি তেমন আঁকতে পারি না। একটু চেষ্টা করলাম।তাই আপনাদের সাথে শেয়ার করতেছি।


3D ড্রয়িং


IMG_20211114_173828.jpg

হোল ইলোসন

অঙ্কন করতে প্রয়োজনীয় উপাদানঃ


  • একটি সাদা পেজ
  • একটি পেন্সিল
  • একটি কালো মার্কার
  • একটি স্কেল
  • রাবার
  • কাটার

ধাপঃ১



IMG_20211114_185911.jpg

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই। আর কিছু প্রয়োজনীয় উপাদান হিসেবে একটি পেনসিল স্কেল আর রাবার হাতের কাছে গুছিয়ে নিয়েছিলাম।


ধাপঃ২


IMG_20211114_190143.jpg

IMG_20211114_190305.jpg

  • সবগুলো জিনিস হাতের কাছে রাখার পর একটি স্কেল দিয়ে চারদিকে মানে পেজের চারপাশে একটি করে দাগ করে নেই আর দাগ গুলো ভালো দেখা যায় তারজন্য রাবার দিয়ে ভালো করে মুছতে হবে।যেন চারপাশে দাগ ছড়াছড়ি না করে।



ধাপঃ৩


IMG_20211114_190436.jpg

  • দাগ কাটার পর ভেতরে একটি ছোট ঘরের মতো করে একটি ঘর একেছি ।সর্তক রাখতে হবে যেন বাকা না হয়।


ধাপঃ৪


IMG_20211114_190602.jpg

IMG20211114145913.jpg

  • তারপর আমি দেওয়াল আঁকার জন্য উপরের অংশে একটু করে ছোট ছোট লম্বা দাগ করেছি। যেন গেগুলো দেখতে অনেকটা ইটের মতো হয়।এভাবে নিচের ছোট ঘরটি বাদে চারপাশে ইটের মতো দাগ লম্বা দাগ করে নিতে হবে।


ধাপঃ৫



IMG20211114150117.jpg

IMG20211114152422.jpg

IMG20211114153457.jpg

  • তারপর ইটের মতো অঙ্কন করার জন্য স্কেল দিয়ে উপর নিচে দাগ করছে ।যাতে মনে হয় এটি একটি ইট।তার সাথে কোথায় যে একটি চর্তুভুজ আকা হয়েছে তাতে ছোট ছোট কয়েকটি ঘর অঙ্কন করেছি।


ধাপঃ৬



IMG20211114165434.jpg

IMG20211114170309.jpg

IMG20211114170847.jpg

  • সম্পূর্ণ আঁকার পর একটি কালো মার্কার পেন নিতে হবে।তারপর উপরের অংশে একটি পর পর কালো করে রং করেছি।যখন দেখছি একটু বাকা হচ্ছে তখন স্কেলের সাহায্য নিয়ে পুরোটা অঙ্কন করেছি।তারপর নিচের অংশটিতে ও একই রকম করে অঙ্কন করতে হবে একটি করে বাদ দিয়ে।


ধাপঃ৭



IMG_20211114_173828.jpg

  • তারপর সুন্দর করে আর যে অংশগুলো বাকি ছিল সেগুলো ভালো করে একটি আঁকা আঁকি করে।


IMG_20211114_191333.jpg

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

আমি থ্রিডি নিয়ে বেশ কয়েকটি ইলুশন তৈরি করেছিলাম। যেগুলো আমার একাউন্টে পর্যায় ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

এবং আমি দেখছি আমি যতগুলো ইল্যুশন তৈরি করেছি তার থেকে আপনার থ্রি ডি আর্ট অনেক চমৎকার।

যেটি দেখতে সত্যিই মনমুগ্ধকর। খুবই ভালো লেগেছে আমার কাছে পুরো বিষয়টি

ধন্যবাদ ভাইয়া ❤️। আজকে প্রথম এমন একটি ড্রয়িং অঙ্কন করলাম।

আসলে আপনি অনেক সুন্দর একটা ড্রয়িং শেয়ার করেছেন আমাদের সাথে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নতুন একটা ড্রইং শিখে গেলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সুন্দর একটা থ্রিডি ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য।

খুব সুন্দর থ্রিডি এঁকেছেন

অনেক সুন্দর হয়েছে, সুন্দর উপাস্থপনা ছিলো

শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49