সামুচা পিঠা তৈরি।। ১০% প্রিয় লাজুক খাঁক

হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজ আমি আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে কোন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে শীতকালীন একটি পিঠা নিয়ে আলোচনা করব।

IMG_20220126_234415.jpg

শীতকাল হলো এমন একটি সময়। এ সময় চারদিকে শুধু পিঠা আর পিঠা। চারিদিকের বাতাস পিঠার সুঘ্রাণে মুখরিত হয়। আজ আমি আপনাদের সাথে শীতকালে জনপ্রিয় একটি পিঠা সমুচা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে আমি সমুচা তৈরি তৈরি করেছিলাম ।

প্রয়োজনীয় উপকরণ:

  • আটা
  • আলু ভাজি
  • তেল
  • লবণ
  • হলুদ


পিঠা তৈরির পদ্ধতি:


ধাপঃ ১


IMG_20220126_234434.jpg

প্রথমে একটি পরিষ্কার পাত্রে কয়েক কাপ আটা নিয়ে নেই।

ধাপঃ ২

IMG_20220126_234501.jpg

তারপর একটি চুলায় বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় তাপ দিতে হবে। কিছু সময় তারপর যখন পানিগুলো গরম হয়ে যাবে তখন পাত্রটি নামিয়ে নিতে হবে।পাত্রটি মাটিতে নামিয়ে দেওয়ার পর সেখানে আটা গুলো দিয়ে একটি হাতা দিয়ে ভাল করে নাড়তে হবে। আর কিছু সময় সেগুলো সেখানেই রেখে দিতে হবে।

ধাপঃ ৩

IMG_20220126_234535.jpg

এই ফাঁকে কিছু পরিমাণ আলু কেটে কুচি কুচি করে তেলে ভেজে নিতে হবে।

ধাপঃ৪

IMG_20220126_234602.jpg

IMG_20220126_234625.jpg

10 থেকে 15 মিনিট পর যখন আটাগুলো ঠান্ডা হয়ে যাবে ।সেখান থেকে সামান্য করে আটা দিয়ে গোল করে একটি পিঠা তৈরি করতে হবে।

ধাপঃ ৫

IMG_20220126_234724.jpg

IMG_20220126_234709.jpg

একটি পিঠা সম্পূর্ণ হয়ে গেলে একটি স্টিলের গ্লাস নিয়ে সম্পূর্ণ পিঠাটি কে গোল গোল করে কেটে নিতে হবে।

ধাপঃ ৬

IMG_20220126_234820.jpg

তারপর প্রতিটা গোল গোল অংশে ভাজি করা আলু গুলো সামান্য পরিমাণ দিয়ে । ভাল করে ঘুরিয়ে নিতে হবে।

ধাপঃ ৭

IMG20220117165950.jpg

এভাবে সম্পূর্ণ গোল গোল ছোট পিঠাগুলো আলু ভাজি দিয়ে ছোট ছোট করে মুড়িয়ে মুড়িয়ে পিঠা তৈরি করে নিতে হবে।

ধাপঃ ৮

IMG_20220126_234548.jpg

তারপর চলে একটি করে বসিয়ে দিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল দিতে হবে।

ধাপঃ৯

IMG_20220126_234741.jpg

যখন চুলার তেল একটু গরম হয়ে যাবে । তখন তৈরি করা ছবিগুলো একটি একটি করে গরম তেলের উপর দিতে হবে আর সে গুলোকে ভাল করে ভেজে নিতে হবে।

ধাপঃ ১০

IMG_20220126_234415.jpg

IMG_20220127_001022.jpg

তারপর সম্পূর্ণ পিঠা শেষ হয়ে গেলে সেগুলো কে একটি পেটে রেখে দেই আর নিজের সাথে একটা ছবি তুলে নেই।

ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার কালকে দেখা হবে নতুন কোন পোষ্টে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনাই করি।

Sort:  
 2 years ago 
  • ভাই আপনার সমুচা পিঠা রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে পিঠার রেসিপি উপস্থাপন করলেন। যার মাধ্যমে আমরা শিখতে পারলাম। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনার জন্য ও শুভ কামনা রইলো

 2 years ago 

সামুচা পিঠা তৈরি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই দেখতে অনেক সুন্দর হয়েছে। আমিও শিখে নিলাম বাসায় তৈরি করে খাবো ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া। আর সামুচা পিঠা আমার অনেক প্রিয় একটি পিঠা।

 2 years ago 

সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন।আমার কাছে অনেক ভালো লেগেছে।আসলে সামুসা আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে সামুসার পিঠা তৈরি করেছেন।শুভ কামনা রইল আপানার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আর আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

সুন্দর একএি পিঠা আমাদের সামনে নিয়ে এসেছেন। যেটা খেতে অনেক মজা লাগে আমাকে। তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

এই রকম ঝাল জাতীয় বা মিষ্টি ব‍্যতীত পিঠা আমার খুবই পছন্দের। এবং এই সমুচা জাতীয় পিঠাটা দারুণ তৈরি করেছেন। বেশ লোভনীয় ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ এরকম মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

ভাই আপনার রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করতেছে। বাসায় কখনো তৈরি করে খাওয়া হয়নি। হোটেলে খেয়েছি অনেকবার। আপনার রেসিপি তৈরির প্রক্রিয়া দেখে মনে হচ্ছে অনেক সহজ। বাসায় তৈরি করে খাওয়া যাবে।শুভকামনা আপনার জন্য।

হ্যাঁ ভাই তৈরি করে খাবেন অনেক মজার একটা পিঠা। আর আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

ভাই আপনার সমুচা পিঠা দেখে তো খেতে লোভ লেগে গেলো, এখন কি করি বলেন তো। ও আচ্ছা আপনি তো ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন কিভাবে তৈরী করতে হয়। যাক তাহলে আর কোন সমস্যা নেই, আপনার ধাপ গুলো দেখে নিয়ে তৈরি করে খেয়ে নেব ইনশাআল্লাহ। খুবই লোভনীয় একটি পিঠার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার পিঠা দেখেই লোভ লেগে গেলো। অসাধারণ ভাবে আপনি সামুচা পিঠা তৈরি করেছেন। আমার কাছে আপনার পিঠা তৈরির কৌশল অনেক ভালো লেগেছে। আশা করি এভাবেই আমাদের মাঝে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হবেন।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

চেষ্টা করব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। আর আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

সমুচা পিঠা অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। এই পিঠাগুলো খেতে এমনিতেই অনেক সুস্বাদু লাগে। তেমন আপনার তৈরি করা পিঠা গুলো দেখে মনে হচ্ছে অনেক মুচমুচে হয়েছে। এরকম সুস্বাদু পিঠা গুলো দেখলে আমার খুব খেতে ইচ্ছে করে। তেমন আপনার তৈরি করা পিঠার রেসিপি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সামুচা পিঠা বেশ দারুন হয়েছে খেতে মনে হচ্ছে 😋
তবে তৈরি প্রনালী খুব সহজেই উপস্থাপন করেছেন দেখতে ভালোই লাগছে 😋
শিখে নিলাম ভাই, ইনশাআল্লাহ তৈরি করবো।।
শুভ কামনা রইল 🥀

হমম ভাই খেয়ে দেখেন অনেক ভালো খেতে।আর আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44