স্বপ্নের বাড়ির নিমার্ণ || ১০% প্রিয় লাজুক খ্যাঁক

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। আজ আমি উপস্থিত হয়েছে আবার নতুন কিছু নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220404_190811.jpg

আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন সুন্দরভাবে বেঁচে থাকা। সুখ ও শান্তিময় থেকে যতদিন সৃষ্টিকর্তা এ পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন থাকা। বেঁচে থাকতে হলে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সবকিছুরই সঠিকভাবে দরকার। একটি অপূর্ন থাকলে সুন্দরভাবে বেঁচে থাকা যায়না। তার অনুপস্থিতি সব সময় বয়ে বেড়ায়। আসলে আমার এক মামাতো বোন প্রায় চার বছর হলো বিয়ে হয়েছে কিন্তু তার এখনও একটা বাড়ি তৈরি করা হয়নি। ছিল একটা ছোট বাড়ি কিন্তু ভাগাভাগি কারণে তাকে সেখান থেকে চলে আসতে হবে। তাই নতুন করে বাইরে তৈরি করবে সেই আশায় বিগত তিন বছর ধরে ক্ষুদ্র ক্ষুদ্র করে টাকা জমা রেখেছে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে।

IMG20220404100435.jpg

IMG20220404102422.jpg

IMG20220404100424.jpg
লোকেশন

আসলে তার স্বপ্ন ছিল ছোট্ট একটা দুতলা বাড়ি করবে। এটা নিয়েই তার সংসার গুছিয়ে রাখবে। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের এই বাড়ানোর কারণে তা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কোন রকম ভাবে কম খরচে যেন একটা সুন্দর বাড়ি তৈরি করা যায় সেই উদ্দেশ্যে আজকে তার বাড়িতে ভিত্তি স্থাপন করা হলো। আসলে আমাদের এখান থেকে বাড়ি যেতে প্রায় পঁচিশ টাকা ভাড়া লাগে। তাই আমিও মামা সকাল বেলা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে দেখি আগে থেকেই সকল মিস্ত্রি এসে হাজির হয়েছে। আর তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে।

IMG20220404100438.jpg

IMG20220404101502.jpg

লোকেশন

আমরা গিয়ে সেখানে দেখি কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে সবকিছু ভেঙ্গে গেছে আর সেগুলো পানি দ্বারা ভর্তি হয়ে গেছে। তাই তারা পানি নিষ্কাশন এর কাজ করতেছে। সেখানে গিয়ে অনেক সময় অপেক্ষা করার পর তারা পানি নিষ্কাশন করতে সক্ষম হয়। তারপর আমরা একজন মসজিদের ইমামকে নিয়ে এসে কিছু দোয়া পড়াই।আসলে গ্রামাঞ্চলের এটাই রীতি কোন শুভ কাজ করতে হলে প্রথমেই আল্লাহর উদ্দেশ্যে কিছু দোয়া করি তারপর সেই কাজে শুরু করি। প্রথমে নিয়ম অনুযায়ী দোয়া করি তারপর সেই বাড়ির কর্তা প্রথমে সেখানে কয়েক কন্নি সিমেন্ট বালু মিশ্রিত মসলা সেখান দিয়ে উদ্বোধন করে।

IMG20220404102748.jpg

IMG20220404105123.jpg

IMG20220404105146.jpg

লোকেশন

তারপর আমার মামা ও আমার ছোট ভাগিনা দিয়ে উদ্বোধন করে। কিন্তু তারা উদ্বোধনের সময় প্রত্যেক জনের কাছ থেকে টাকা নেয়। কিন্তু আমি তাদের কোন টাকা দেয়নি। সবাই একে একে কিছু পরিমাণ দিয়ে ঢালাই উদ্বোধন করি। তারপর মিস্ত্রিরা বস্তায় বস্তায় সকল কিছুই নেই সেই ঢালাই করতে শুরু করে দেয়। তারপর আমিও আমার মামা বাড়িতে চলে আসি।

ধন্যবাদ সবাইকে। সবাই দোয়া করবেন যেন সুস্থ ও সুন্দরভাবে আমার বোন তার স্বপ্নের বাড়িটি সম্পন্ন করতে পারে। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

থাকার জন্য চাই একটি ভালো বাসস্থান।যার ফলে ভালো মনের এই বাসস্থান নির্মাণ যে কারো লক্ষ্য হয়ে থাকে।আপনার বোনের স্বপ্ন দ্রুত পূরণ হোক এই কামনা করি।ধন্যবাদ আপনাকে।

দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সেই স্বপ্ন পূরণ হয়। শুভেচ্ছা রইল আপনার প্রতি।

 2 years ago 

আল্লাহ তায়ালা আপনার স্বপ্ন পূরণ করুক. আপনার জন্য অনেক দোয়া রইলো।

দোয়া করবেন যেন স্বপ্নপূরণ হয়ে।

 2 years ago 

সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেক মানুষের নিজস্ব বসতবাড়ি খুবই প্রয়োজন সঙ্গে সুন্দর একটি ঘর।মানুষ স্বপ্ন দেখে তা কখনো কখনো পূরণ ও হয়, এটাই আনন্দের।যাইহোক আপনার বোন তার স্বপ্নের বাড়িটি যেন দ্রুত সম্পন্ন করতে পারে ভালোভাবে ,এটাই কাম্য।ধন্যবাদ ভাইয়।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আপনি আপনার বাড়ি নির্মাণ করার যে স্বপ্ন সেই অনুভূতি আমাদের সাথে প্রকাশ করেছেন। আসলে আমাদের সবারই কোন স্বপ্ন থাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য যেন আপনাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি সফল হয়।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দোয়া করবেন যেন স্বপ্ন পূরণ হয়।

 2 years ago 

নিজের একটি বাড়ি থাকবে এটা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন। আপনার মামাতো নিজের স্বপ্ন পূরন করছে দেখে ভালো লাগলো। শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। শুভেচ্ছা রইল আপনার প্রতি।

 2 years ago 

তার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করুক আমিন তবে সত্যিই খুব খারাপ লেগেছে বৃষ্টিতে যখন পানি জমে গেল। সবকিছু সুন্দরভাবে হোক এই দোয়া করি আর হ্যাঁ প্রতিটি মানুষের জীবনে একটি স্বপ্ন থাকে নিজের একটি সুন্দর বাড়ি থাকবে।

সেই স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। দোয়া করবেন ভাইয়া। আর আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

জেনে অনেক ভালো লাগলো। আপনার স্বপ্নের বাড়ি খুব দ্রুত নির্মাণ শেষ হোক এই দোয়া করি। আর ভাই বাসা তৈরি শেষ হলে দাওয়াত দিয়েন।, 🥰

অবশ্যই ভাইয়া দাওয়াত দিব। সব সময় হবে পাশে থাকবেন এটাই কামনা করি। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাড়ি বানানো যেদিন কমপ্লিট হবে ঐদিন মিলাদের দাওয়াত দিয়েন ভাই। আল্লাহ আপনার মনের আশা পূরন করুন। আমিন

শুরুতে একবার দিয়েছিলাম। ইনশাল্লাহ আবার একবার দিব। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

আলহামদুলিল্লাহ আপনার স্বপ্ন পূরণের পথে। আপনার জন্য শুভকামনা ও দোয়া রইল।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

সবার শুখে স্বপ্ন ভাসে
সুন্দর একটি বাড়ি,
দুনিয়ার আরাম আয়েশে যা
খুবই দরকারী।

খুবই সুন্দর একটা ছন্দ লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74