নতুব বছর উপলক্ষে রাতের আধারে ক্রিকেট ম্যাচ।।১০% প্রিয় খাঁক
হ্যালো বন্ধুরা ,,
আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। আজ আমি আবারো উপস্থিত হয়েছি ক্রিকেট ম্যাচ নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
ক্রিকেট খেলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর সেই ক্রিকেট খেলা যদি রাতের বেলা হয় তা দেখার মজাই অন্যরকম। 2022 সাল উপলক্ষে আমাদের গ্রামের জমির হাই স্কুল মাঠে একটি নাইট টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানে আশেপাশের অনেকগুলো দল অংশগ্রহণ করে বললে ভুল হবে বাইরে থেকেও অনেক দল এখানে খেলতে এসেছে। প্রথমে আমি জানতাম না যে খেলা হবে তারপর আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলে আজকে জমিরহাট মাঠে একখানা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমি তার সাথে সেই মাঠে যাই।
মাঠে গিয়ে আমি তো আমি অবাক! চারদিক শুধু লাল নীল বাতি দিয়ে সাজানো হয়েছে। স্কুলের গেটটা অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে| বাইরে থেকে মনে হচ্ছে সেখানে কোন বিয়ের অনুষ্ঠান হচ্ছে। মাঠে ঢুকে দেখতে পাই মাঠের মাঝখানে ছোট্ট একটা সীমানা দিয়ে একটি ছোট মাছ তৈরি করেছে। আর চারদিকে লাল কাপড় দ্বারা এরিয়া সীমাবদ্ধ করেছে। আমার মাঠের সামনে একটা বড় স্টেজ করেছে। গ্রামের মাননীয় লোকেরা সেখানে বসে আছে।
সেখানে প্রথম ম্যাচ হিসেবে আমাদের গ্রামের পার্শ্ববতী 2 গ্রাম বোর্ডের হাট ও ডাঙ্গাপাড়া ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই খেলায় রেফারি হিসেবে ছিলেন আমাদের বড় ভাই খোকন ভাই ।কারণ তিনি অনেক ভালো খেলতে পারেন। প্রথমে তিনি খেলার জন্য টস করলেন। আর সেইটসে বিজয়ী হলেন বোর্ডের হাট। বোর্ডের হাট ব্যাটিং এসে প্রথমে একটু ভালো খেলেন মানে প্রথম ওভারে তিনটে ফোর মারলেন। তারপর পরের ওভারে সেখানের ভালো প্লেয়ারটা আউট হয়ে যায়। যেই প্লেয়ারটা ভালো খেলছিল সেটাকেই সাজঘরে পাঠিয়ে দিলেন ডাঙ্গাপাড়ার সবচেয়ে ভালো বলার হাসিনুর। হাসানুর ভাই অনেক ভালো ভালো করে থাকে। এভাবে বোটের হাট 3 উইকেট হারিয়ে 8 ওভারে 48 রান টার্গেট দেয়।
সেইরাম টার্গেটে ডাঙ্গাপাড়া ব্যাটিংয়ে নামে। ডাঙ্গাপাড়া অবশ্য তাদের প্রথম দুই ব্যাটসম্যান বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসেছিল। বটের হাট আবার প্রথম আবার অনেক ভালো করে এই ওভারে তারা কোনো রান দেন না। কিন্তু তার পরেও পারে তিনটি 4 ও একটি উইকেট নিয়ে হারিয়ে বসে। তারপরে 6 ওভার পর্যন্ত ডাঙ্গাপাড়া অনেক ভালো খেললো খেলা দেখে ভাবলাম এমনিতেই জিতে যাবে। কিন্তু পড়ে গিয়ে ঘটলো আরেক বিপত্তি আট বলে আটটা না দরকার। তারপর সপ্তম ওভারে বোর্ডের একজন বলার একটা চার দিয়ে একটা উইকেট তুলে নিলেন। কিন্তু সেসব আরে এসে ডাঙ্গাপাড়া আর স্যার করতে পারলো না অবশেষে 4 রানে বোডেরহাট 4 রানে বিজয় অর্জন করল।
খেলাটা যে কতটা ঝুঁকিপূর্ণ ছিল আর মজাদার ছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। সবসময় মনে হচ্ছিল মনে হয় এই দল জিতে যাবে আরেকবার মনে হচ্ছিল ওই দল জিতে যাবে। এভাবে দেখতে অবশেষে বোটের হাট জিতে যায়।
ধন্যবাদ সবাইকে।
এটি একটি ভালো উদ্যোগ। এই ধরনের আনন্দঘন মুহূর্ত আমরাও কাটিয়েছি। রাতের আধারে ক্রিকেট ম্যাচ আশা করি আপনিও মুহূর্তগুলো উপভোগ করেছেন। সুন্দর একটি বিষয় শেয়ার করেছেন। ধন্যবাদ।
ভাই প্রথমে জানাই বোর্ডের হাট ক্রিকেট টিমকে অভিনন্দন। আপনি রাতের বেলায় ক্রিকেট খেলা দেখে অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। ক্রিকেট খেলার আয়োজন করার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ। সেই সাথে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনার মতামত প্রকাশ করার জন্য
ধন্যবাদ ভাইয়া। আমার পাশে থাকার জন্য