প্রতিটি মুহূর্তই জীবন—ভালো আর খারাপ মিলেই
প্রতিটি মুহূর্তই জীবন—ভালো আর খারাপ মিলেই
এই যে সময়টা চলছে—কেউ বলে খারাপ সময়, কেউ বলে সঙ্কট। কিন্তু আমি বলব, এটা খারাপ সময় না; এটা জীবন। সময় কখনো একরকম থাকে না—সব সময় একই রঙে রাঙানো থাকে না। কিছু অংশ উজ্জ্বল, কিছু অংশ ধূসর; এই মিলেই তো তার সৌন্দর্য। আজ যে কষ্টগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, তা একদিন আমার নিজের কথোপকথনের অংশ হবে—একটা গল্প, একটি স্মৃতি, যার মধ্যে থেকে আমি শক্তি আর উপলব্ধি নেব।
আমি বসে আছি, মনে হচ্ছে চারপাশে তীব্র এক অন্ধকার নেমে এসেছে। কাজগুলো থমকে গেছে, আশা যেন একটু নেতিয়ে পড়েছে। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারি—এই অন্ধকার আমার ক্ষেত্রে শূন্যতা নয়; এটা একটি খালি ক্যানভাস। এই খালি জায়গাটাই দিচ্ছে ভাববার সময়, নিজেকে প্রশ্ন করার সুযোগ। কেন আমি এমন অনুভব করছি? আমি কোথায় দুর্বল? কোথায় অপেক্ষা করছি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যে থেকেই জন্ম নেবে পরিবর্তন। যখন আমরা কষ্টের মুখোমুখি হই, তখনই আমরা নিজের সঙ্গে সৎ হই—আর সৎ অহেতুক নয়, সে কথাগুলোই আমাদের গঠন করে।
আজকের এই ধূসর আকাশ কাল রোদে ভরে উঠবে—এই বিশ্বাসটা কঠিন সময়ে আমাদের সামলাতে সাহায্য করে। রোদটা হয়তো আগের চেয়ে বেশি উজ্জ্বল মনে হবে, কারণ আমি জানব; সে রোদটা পেয়েছি প্রতিরোধের পর। কষ্টের দিনগুলো আমাকে যারা করে—যারা পিছিয়ে পড়লাম বলে ভাবায়, বা জীবনের রং মোচন করে দেয়—তারা কেবল হারানোর অনুভূতি নয়, আমাকে সংগ্রাম করতে শেখায়। সংগ্রামের মাধ্যমে আসে ধৈর্য, সহিষ্ণুতা, এবং নিজের প্রতি এক নতুন সদয় দৃষ্টি।
এই সময়টা আমি নিজেই চিনি—এটির ভিতরের চিন্তা, আবেগ, সীমাবদ্ধতা—সবকিছুকে যত্ন করে দেখার সুযোগ পাচ্ছি। আগে আমরা কি বুঝতাম না? হয়তো ভেবে নিয়েছিলাম সবকিছুই স্থায়ী। কিন্তু জীবনের প্রকৃতি নিয়মে বাঁধা নয়—এখানে ওঠা-নামাই স্বাভাবিক। তাই যখন নীচে নামি, তখনই আমি বুঝি ওঠার উপায়গুলো কী, কোথায় শক্তি লাগবেই, কোথায় একটু শিথিলতা প্রয়োজন। নিজের দুর্বলতা নিয়েই কাজ করতে পারলে শক্তিও আসে; সেটা বাস্তব পরিবর্তন।
আমি শিখি—সবকিছু একবারে ঠিক হবে না। কোনো সঙ্কট মুহূর্তে সারা জীবন বদলে যায় না; তবে সেই মুহূর্তগুলোর মধ্যে থেকে ছোট ছোট জ্ঞান, আর ছোট ছোট সিদ্ধান্ত গড়ে ওঠে—যেগুলো শেষমেষ বড় পরিবর্তন আনতে সক্ষম। হয়তো আজ রাতে ঘুম হবে অস্থির, হয়তো স্বপ্নগুলো ভাঙা ভাঙা। তবু সকালে উঠব, আবার চেষ্টা করব। প্রতিটি চেষ্টা—অাপত্তি থাকলেই হোক বা নিদারুণ সাফল্য—সব মিলেই এগিয়ে নেবে আমাকে।
এই সময়টা খারাপ নয়—এটি শেখার সময়, বদলানোর সময়, নিজেকে মেলানোর সময়। যদি আমি এখন নিজেকে একটু করে মাখিয়ে নিই—অভ্যাস বদলাতে চেষ্টা করি, ছোট গোল ঠিক করি, ভাঙা আত্মবিশ্বাস মেরামত করি—তবে ভবিষ্যৎ সম্ভবত আরও মোলায়েম হবে। যখন সেই আলো ফিরবে, তখন আগের আলোই থাকবে না; আমি বদলে যাব, পরিষ্কারভাবে দৃঢ় হয়ে উঠবো, আর সেই নতুন আলো হয়তো আগের চেয়ে বেশি উজ্জ্বল মনে হবে—কারণ আমি জানব তার জন্য কতটুকু লড়াই করেছি।
সুতরাং, এই যে সময়টা যাচ্ছে—একটু ধৈর্য, একটু সদয়তা নিজের প্রতি। এটা খারাপ সময় নয়; এটা জীবনের একটা অধ্যায়—একটা দরজার ভেতর থেকে খোলা নতুন পথ। আমায় নিজেকে চিনতে দাও, শিখতে দাও, বদলাতে দাও। শেষমেশ এই জীবন—এই সময়টাই আমাদের গড়ে তোলে।
| আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। অন্য কোনোদিন অন্য লিখা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। |
|---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR






টাস্ক:
https://x.com/Junaid_2208/status/1967053103553016032