মানুষই মানুষের ঔষধ

in আমার বাংলা ব্লগ2 months ago


Canva

প্রিয় আমার বাংলা ব্লগের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম / আদাব।
আজকে অনেকদিন পরে আবারও লিখতে বসলাম। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে অগণিত ঘটনা, অনুভূতি, অভিজ্ঞতা আর প্রশ্ন। সবকিছু নিয়েই ভাবি আমরা, কিছু রেখে দেই মনে, কিছু তুলে ধরি কথায় বা লেখায়।সাধারণ কথার ভেতরেই লুকিয়ে থাকে অসাধারণ কিছু, আর সেটাকেই তুলে আনার চেষ্টা আজকের এই জেনারেল রাইটিংটিতে।

মানুষই মানুষের ঔষধ


মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হলো—মানুষই মানুষের জন্য। আমরা একে অপরের সঙ্গে মিলে মিশে বেঁচে থাকি, একে অপরকে বুঝি, একে অপরকে সাহায্য করি। এই পৃথিবীতে কোনো মানুষই একা বাঁচতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবাই কোনো না কোনোভাবে অন্যের ওপর নির্ভরশীল। একে অপরের উপস্থিতিই আমাদের জীবনকে পূর্ণতা দেয়। তাই বলা হয়—মানুষই মানুষের ঔষধ।

প্রতিদিনের জীবনে আমরা নানা ধরনের মানুষের সঙ্গে মিশি। কেউ আমাদের হাসি দেয়, কেউ আবার কষ্টও দেয়। তবে এটিই মানুষের জীবনকে নানা রঙে রাঙিয়ে তোলে। যেমন, একজন কাছের মানুষ যদি আমাদের দুঃখে পাশে দাঁড়ায়, তখন আমরা আশ্চর্যজনকভাবে শক্তি পাই, মনে সাহস জাগে। আবার যদি কেউ আমাদের কষ্ট দেয়, আমরা কাঁদি, মন ভেঙে যায়, তবুও সেই কষ্টই আমাদের জীবনের অভিজ্ঞতা বাড়ায়, শেখায় কার উপর ভরসা করতে হয় আর কাকে এড়িয়ে চলতে হয়। সুখ ও দুঃখ দুটোই শেষ পর্যন্ত আমাদের গড়ে তোলে পরিপূর্ণ মানুষ হিসেবে।

মানুষের ভালোবাসা এক ধরনের ঔষধ, যা কোনো ওষুধের দোকান থেকে পাওয়া যায় না। একটি আন্তরিক হাসি, একটি মিষ্টি কথা বা কঠিন সময়ে সান্ত্বনার হাত—এসবের কোনো দাম নেই, কিন্তু এর মূল্য অপরিসীম। অনেকে আছেন যারা কঠিন অসুখে ভুগেও শুধুমাত্র কাছের মানুষের ভালোবাসা, সাহচর্য আর যত্নে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। তাই ভালোবাসা, সহমর্মিতা আর যত্ন আসলে মানুষের সবচেয়ে কার্যকর ঔষধ।

আবার দুঃখের কথাও সত্য। যখন কোনো প্রিয়জন আঘাত করে, তখন তার কষ্ট অন্য কারো তুলনায় গভীর হয়। তবে এই আঘাতও কখনো কখনো মানুষকে শক্ত করে তোলে। জীবনের পথচলায় আমরা বুঝতে শিখি—সবাই আমাদের নিজের হবে না, সবাই সুখ দেবে না। কিন্তু এর মধ্য দিয়েই আমরা মানুষ চেনা শিখি, আসল আর ভণ্ডের পার্থক্য বুঝতে পারি। দুঃখ আমাদের ধৈর্য শিখায়, সহনশীল করে তোলে।

তবে জীবনের আসল সৌন্দর্য এখানেই—সুখ আর দুঃখ মিলেই জীবনকে পূর্ণতা দেয়। যদি কেবল সুখই থাকত, তাহলে হয়তো জীবনের মূল্য আমরা বুঝতাম না। আর যদি কেবল দুঃখ থাকত, তাহলে বাঁচাটাই অসহনীয় হয়ে যেত। তাই মানুষ যখন মানুষকে সুখ দেয়, তখন আমরা কৃতজ্ঞ হই; আর মানুষ যখন দুঃখ দেয়, তখন আমরা অভিজ্ঞ হই। দুটোই প্রয়োজনীয়, দুটোই মানুষের জীবনের অমূল্য পাঠ।

সবশেষে বলা যায়, মানুষই মানুষের আসল ভরসা, আসল ঔষধ। আমরা চাই বা না চাই, আমাদের জীবন অন্য মানুষের সঙ্গে জড়িয়ে আছে। একজন মানুষের ভালোবাসা, সহমর্মিতা, আন্তরিকতা আমাদের বাঁচিয়ে রাখতে পারে। আবার কারো অবহেলা বা আঘাত আমাদের কাঁদিয়ে দেয়। কিন্তু উভয় দিকই আমাদের মানুষ হিসেবে পরিণত করে। তাই আমাদের উচিত একে অপরের জন্য আশীর্বাদ হয়ে ওঠা, কষ্টের কারণ না হওয়া। কারণ মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হলো জীবনের সবচেয়ে বড় ঔষধ।



আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। অন্য কোনোদিন অন্য লিখা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 104593.27
ETH 3578.80
USDT 1.00
SBD 0.56