স্বরচিত অনুকবিতা
|
|---|
আমার বাংলা ব্লগের প্রিয় সদস্যবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম/ আদাব। আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিনের পরে আজ আবারো লিখতে বসেছি।
শব্দগুলো অনেক সময় কথা বলে—কখনো নিঃশব্দে, কখনো ব্যথা হয়ে, কখনো ভালোবাসা হয়ে। আজকের এই দিনে কিছু অনুভূতি ধরা দিলো ছন্দে, কয়েকটা লাইনের ভেতর।
তারিখ: ২০ অক্টোবর , ২০২৫ | বার: সোমবার | বাংলা মাস: ৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বড় কাব্য নয়, ছোট করে বলা কিছু কথা—এটাই আমার অনুকবিতা। ছোট কবিতা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতোই আমাদের মুহূর্তের কিছু আশা, আনন্দ, স্মৃতি মনে করিয়ে দেয় তাই ছোট ছোট কবিতা লিখতে আমি বেশ আনন্দ পাই। আজকে আমি আপনাদের সাথে আমার স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করতে চাই। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো শুরু করা যাক আমার কবিতা গুলো।
ভোরের আলো
ঘুম ভাঙে পাখির ডাকে, জানলায় রোদ হেসে যায়,
নতুন দিনের প্রতিশ্রুতি, হৃদয় জুড়ে যায়।
ফুলের গন্ধে ভরে ওঠে সকালের আকাশ,
মাটির গন্ধে মিশে থাকে কুয়াশার প্রকাশ।
বাতাস বলে ধীরে ধীরে, জীবন বড় মধুর,
ভোরের হাসি শেখায় বাঁচা, নতুন তুলে সুর।
মেঘের খেয়াল
আকাশে ভাসে নরম মেঘ, ভাসে যেন স্বপ্ন,
নীল আকাশে হারিয়ে যায় অন্তরের রত্ন।
মেঘ দেখে মনে পড়ে, ছেলেবেলার খেলা,
কত হাসি, কত গল্প, ফিরে আসে মেলা।
বৃষ্টি নামে টুপটাপ, জানলার পাশে বসা,
সেই মুহূর্তেই মনে হয়, জীবনটা মোটেই নয় ঝাপসা।
প্রিয় মুখ
একটা হাসি, নরম চোখ, মনে রয়ে যায়,
রাতের তারা নিভলে সে আলো হারায় ।
দূরে থেকেও হৃদয়ে বাজে সেই নাম,
বাতাসে যেন ভেসে আসে তার নাম।
সময়ের নদী বয়ে যায়, তবু অপরাজিত সে,
হৃদয়ভরা হাসি নিয়ে চিরদিন বাঁচুক সে।
শরতের ডাক
শিউলি ঝরে পথের ধারে, সুবাস ছড়ায় হালকা,
নীল আকাশে সাদা মেঘ, শিউলির সাথে করে দেখা।
হাওয়ায় বাজে নরম সুর, মন করে দোল,
প্রকৃতি করে উৎসব সাজ, ভালোবাসার গোল।
শরৎ আসে চুপিসারে, নীরব এক প্রেমে,
রাখালের বাঁশিতে উঠে নতুন সুরের শ্যাম।
নীরব রাত
চাঁদের আলো জানলায় এসে ছুঁয়ে যায় মুখ,
নিঃশব্দ রাতেও বাজে মনভরা সুখ।
দূরে ঝিঁঝিঁর গান — মায়াবী সুরে ভরা,
মনে পড়ে প্রিয়জন, অচেনা এক ধরা।
তারার ঝলক মনে আনে পুরোনো চিঠির কথা,
রাত বলে ধীরে — “ভালোবাসাই সত্য কথা।”
| এই ছিলো আজকের আমার অনু কবিতার সংগ্রহ।সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন,অন্য একদিন গল্প হবে, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR






Task
https://x.com/Junaid_2208/status/1980085148487164225
https://x.com/Junaid_2208/status/1980085684481450141
https://x.com/Junaid_2208/status/1980086089080844613
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5