রোজাদার ব্যক্তিদের জন্য বাড়ির পাশে ভাই ইফতারির ব্যবস্থা করেছিল

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল স্টিমিট বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......

1000022926.jpg

আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারির ব্যবস্থা বিষয়ে একটি পোষ্ট। রোজাদার ব্যক্তিদের জন্য বাড়ির পাশে একটি ভাই ইফতারির ব্যবস্থা করেছিল। আজ সকাল থেকে অনেক ব্যস্ত সময় পার করছি। আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুকুর পাড়ে একটু হাটাহাটি করলাম। পুকুরপাড় থেকে দোকানে এসে কিছু সময় ছেলে-পিলেদের সাথে আড্ডা দিয়েছিলাম। তারপর বাড়িতে এসে গম পিসাই করার জন্য মিলের উদ্দেশ্যে রওনা দিলাম। মিল থেকে এসে নামাজ যাওয়ার জন্য গোসল করে প্রস্তুত হয়েছিলাম। তারপর নামাজ থেকে এসে কিছু সময় পর বাজার করার জন্য বাজারে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাগরিবের আযানের কিছুটা সময় আগে বাজার থেকে বাড়িতে পৌঁছেছিলাম। তারপর ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ইফতারের পর নামাজ আদায় করে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম।

1000018316.jpg

1000018318.jpg

আপনার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দর ভাবে দুটি ছবি শেয়ার করেছি একটি হলো চপ এবং অন্যটি হলো তরমুজ। ইফতারের সময় চপ এবং তরমুজ খেতে আমাদের কাছে বেশ সুরসাদু লাগে। ইফতারের সময় তরমুজ খেলে সারাদিনের ক্লান্তি বেশ কিছুটা দূর হয়ে যায়। তরমুজ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। রোজাদার ব্যক্তিদের মাঝে তরমুজ এবং চপ অনেক পছন্দময় একটি খাবার।

1000018319.jpg

1000018315.jpg

1000018314.jpg

আপনার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও সুন্দরভাবে তিনটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি।প্রথমটি হলো সিঙ্গারা, দ্বিতীয়টি কলা এবং তৃতীয়টি আপেল। ইফতারি সরঞ্জামের মধ্য এগুলো অনেক জনপ্রিয়। সারাদিন রোজা রেখে রোজাদার ব্যক্তিরা সন্ধ্যার সময় ইফতারি করে সারাদিনের ক্লান্তি দূর করে। রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের সময় আপেল ,কলা ,সিঙ্গারা ইত্যাদি ব্যবস্থা করা হয়েছিল ।আপেল, কলা, সিঙ্গারা ইফতারির জন্য অনেক জনপ্রিয় আমাদের এলাকায়।

1000018320.jpg

1000018313.jpg

1000018312.jpg

1000018311.jpg

আপনার আবারো উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সুন্দর ভাবে কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। এগুলো হলো ছোলা, খেজুর, আঙ্গুর ,ও আনারস। ইফতারের জন্য খেজুর অনেক জনপ্রিয়। খেজুর দিয়েই রোজাদার ব্যক্তিরা প্রথমে ইফতার করে। ইফতারের সময় এই ফলগুলো দেয়া হয় সারা দিনের ক্লান্তি দূর করার জন্য।
ছোলা ও সিঙ্গারা রোজাদার ব্যক্তিদের মুখের স্বাদ ফেরাতে সাহায্য করে এবং আঙ্গুর ও খেজুর সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। ছোলা, খেজুর, আঙ্গুর এবংআনারস রোজাদার ব্যক্তিদের জন্য অনেক পছন্দময় একটি খাবার।

1000018322.jpg

1000018321.jpg

1000018332.jpg

আপনারা উপরের দিকে লক্ষ্য করলে আবার দেখতে পারবেন আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তিনটা ছবি শেয়ার করেছি। প্রথম ছবিতে লক্ষ্য করলে দেখতে পারবেন
রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারি প্যাকেটিং করা হচ্ছিল। প্যাকেটিং করার পরে মসজিদের ছাদের উপরে সারি সারি রাখা হচ্ছে রোজাদারদের জন্য। দ্বিতীয় ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন ইফতারি প্যাকেটিং এর ছবি। এবং তৃতীয় ছবিতে লক্ষ্য করলে দেখতে পারবেন ইফতারি করতে আসা রোজাদারদের ছবি। ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত রোজাদার ব্যক্তিরা ইফতারি করার জন্য মসজিদে এসেছিল। তখন আমি সুন্দর ভাবে একটি ছবি তুলেছিলাম। সেই ছবিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার লেখা পোস্টটি আপনাদের সকলের ভালো লাগবে।
সকলের মতামত নিচে কমেন্ট বক্সে জানাবেন। আবারও পরবর্তীতে আপনাদের মাঝে একটি সুন্দর পোস্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63526.15
ETH 3387.82
USDT 1.00
SBD 2.56