এবিবি স্কুল-লেভেল ওয়ান হতে আমার অর্জন

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল স্টিমেট বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক। আজকে আমি আপনাদের মাঝে লেভেল ওয়ান এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি। আজ সকাল থেকে অনেক ব্যস্ত সময় পার করছি। তবুও লিখিত পরীক্ষা দেওয়ার জন্য দুপুরবেলা থেকে পোস্ট লেখা শুরু করেছি। কিছু সময় পোষ্ট লেখার পর অনেক ক্লান্তি লাগছিল তাই ঘুমিয়ে গেছিলাম। তারপর ইফতারের পর থেকে আবারও পোস্ট লেখা শুরু করেছি। তবে চলুন লিখিত পরীক্ষার পোস্ট নিচে আপনাদের মাঝে শেয়ার করা হলো।

1000023008.jpg

1000023009.jpg

(১) কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

উত্তর:একই জিনিসকে বারবার রিপিট করা‌কে স্পামিং বলে।

বিভিন্নভাবে স্পামিং করা হয়ে থাকে,
যেমন:

  • ছবি স্পামিং
    ** কমেন্ট স্পামিং
    *** ট্যাগ স্পামিং

*ছবি স্পামিং :
একই ছবি বারবার ঘুরিয়ে পেচিয়ে পোস্ট এর মাধ্যমে তুলে ধরাই হচ্ছে ছবি স্পামিং। যেমন আমরা যদি কোথাও ঘুরতে যাই সেখান থেকে আমরা বেশ কিছু ছবি তুলে নিয়ে এসে একই রকম ছবি যদি বারবার পোস্টের মাধ্যমে ঘুরিয়ে পেচিয়ে তুলে ধরা হয় তাহলে সেটাকে ছবি স্পামিং বলে গণ্য করা হবে।

**কমেন্ট স্পামিং:
একই ধরনের পোষ্টের নিচে যদি একই ধরনের লেখা কমেন্টের মাধ্যমে বারবার ঘুরিয়ে পেচিয়ে তুলে ধরা হয় তখন সেটি কমেন্ট স্পামিং হিসেবে গণ্য করা হয়।

***ট্যাগ স্পামিং:
ট্যাগ স্প্যামিং বলতে আমরা বুঝি যে বিষয়ে আমরা পোস্ট লিখব সেই বিষয়ে ট্যাগ ব্যবহার না করে অন্য কোন বিষয়ের ত্যাগ ব্যবহার করা। যেমন রেসিপি পোস্ট এর ক্ষেত্রে যদি ফটোগ্রাফি পোস্টের ট্যাগ ব্যবহার করা হয় সেটাই ত্যাগ স্পামিং বলে গণ্য করা হবে।

(২)ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তর:আমি যদি কোন বিষয় পোস্ট লিখতে চাই সেই বিষয়ে যদি কোন ছবি না থাকে তাহলে সেই ছবিটি যদি কোন ওয়েবসাইট থেকে আমি নিয়ে আসি তাহলেও হবে। কিন্তু এই ক্ষেত্রে ছবিটি কপিরাইট ফ্রী থাকতে হবে ছবিটি নেওয়া হয়েছে কোন জায়গা থেকে সেখানকার সোর্স উল্লেখ করতে হবে। যদি ছবিটি কপিরাইট ফ্রি না থাকে তাহলে পেমেন্ট করার পরে ছবিটি সেই জায়গা থেকে নিয়ে সোর্স উল্লেখ করতে পারব।

(৩)তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তর:কপিরাইট ফ্রি ফটো সংরক্ষণ করা যায় এমন তিনটি ওয়েবসাইটে নাম নিচে উল্লেখ করা হলো:

(৪)পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

উত্তর: ট্যাগ ব্যবহারের ফলে খুব সহজে পোস্ট খুঁজে পাওয়া যায়। কমিউনিটির ট্যাগ সহ মোট আটটি ট্যাগ ব্যবহার করা যায়। ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, যে বিষয়ে পোস্ট করতে হবে সেই বিষয় ভিত্তিক ত্যাগ ব্যবহার করতে হবে। তাহলে পোস্ট সঠিক জায়গায় পৌঁছাবে।

(৫)আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তর:গরুর মাংস ,শুকরের মাংস, কোন মর্মান্তিক ঘটনা ,পশুপাখির কোন মর্মান্তিক ঘটনা, রাস্তাঘাটের কোন দুর্ঘটনা ,কোন ব্যক্তিকে কুটুক্তি মূলক কথা বলা , কোন ধর্ম ও রাজনৈতিক বিষয়ের পোস্ট করতে হলে অবশ্যই NSFW ট্যাগ ব্যবহার করতে হবে । ব্যক্তির সম্মান নষ্ট হবে এমন পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। তবে এ সকল বিষয়ে পোস্ট না করাই ভালো।

(৬)প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর:যদি অন্যের কোন লেখা নিজের বলে চালিয়ে দেওয়া হয় তখন সেটাকে প্লাগারিজম বলে। অনেক সময় অন্যের লেখা পুরো-পরী না নিয়ে সেই লেখার কিছু অংশ ঘুরিয়ে- পিছিয়ে নিজের বলে চালিয়ে দেওয়া হয় সেটাকেও প্লাগারিজম হিসেবে গণ্য করা হয়। কিন্তু অন্যের লেখা থেকে ৩০% তথ্য নিলে এবং ৭০% জ্ঞানে নিজে লিখলে তা প্লাগারিজম হিসেবে গণ্য করা হবে না। এক কথায় বলা যেতে পারে প্লাগারিজম হলো চুরি।

(৭)re-write আর্টিকেল কাকে বলে?

উত্তর: আমরা যখন কোন বিষয়ে আর্টিকেল লিখব তখন সেই বিষয়ে আর্টিকেল লেখার ক্ষেত্রে যদি আমরা কোন সোর্স থেকে সহযোগিতা নিয়ে থাকি তখন সেটি we-write আর্টিকাল হিসেবে গণ্য করা হয়। তবে কোন সোর্স থেকে যদি ২৫% লেখা নেওয়া যাবে এবং ৭৫% নিজের জ্ঞানে লিখি তখন সেটি re-write আর্টিকেল হিসেবে গণ্য করা হয় না।

(৮)ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তর: re-write আর্টিকেল লেখার ক্ষেত্রে যেখান থেকে আমরা ডাটা গুলো নিয়েছি সেই জায়গার সোর্স উল্লেখ করতে হবে।২৫% লেখা আমরা সোর্স থেকে নিতে পারব এবং বাকি ৭৫ % আমাদের নিজের জ্ঞানের ভিত্তিতে লিখতে হবে।

(৯)একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তর: কোন একটি পোস্টে যখন শুধুমাত্র একটি ছবি দেওয়া হয় এবং ১০০ শব্দের কম লেখা হয় তখন সেটিকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়ে থাকে।

(১০)প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

উত্তর: আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ব্লগার প্রতি ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

ভেরিফাইড মেম্বার হওয়ার প্রথম ধাপ লেভেল ওয়ান। আপনি লেভেল ওয়ান হতে অনেক কিছু শিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনি যেন দ্রুত লেভেল গুলো পার হয়ে একজন ভেরিফাইড মেম্বার হিসেবে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67310.11
ETH 3522.28
USDT 1.00
SBD 2.71