লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @joynalabedin (10% for shy-fox & 5% for abb-school)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20220408_173934.jpg

আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই?

আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভাল আছি।

লেভেল ওয়ানে বেশ কিছু বিষয় আমার জানা হয়েছে। আজকে সেই বিষয় গুলো নিয়ে কিছু লিখব।

প্রশ্নঃ অন্যান্য সোশ্যাল মিডিয়া হতে স্টিমিটের পার্থক্য?

উত্তরঃ স্টিমিট একটি ব্লগিং এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। তবে অন্য সোশ্যাল মিডিয়া গুলোর পিছনে আমরা যে পরিশ্রম দিয়ে থাকি তাতে আমাদের কোন আর্থিক সুবিধা পায়না । যদিও ফেসবুক পেজ এখন কিছু শর্তসাক্ষেপে কন্টেন্ট তৈরি কারকদের কিছু আয় দিচ্ছে। তবে সেটি বেশ জটিল প্রক্রিয়া। স্টিমিটে দিচ্ছে সহজ ভাবে আয়ের সুযোগ। এটায় পার্থক্য।

প্রশ্নঃ আপভোট, ডাউনভোট ও রিস্টিম কি?

উত্তরঃ আপভোট হচ্ছে আমরা ফেসবুকে যেভাবে লাইক দিয়ে থাকি সেই রকম। ডাউনভোট হচ্ছে ডিসলাইক এর মত। যদি কোন পোস্ট আমাদের পছন্দ না হয় তখন আমরা ডিসলাইক দিই। একইভাবে ডাউনভোটটাও এমন। রিস্ট্রিম হচ্ছে ফেসবুকে যেমন আমাদের কোন পোস্ট ভাল লাগলে সেটা আমাদের ওয়ালে শেয়ার করি, ঠিক একইভাবে স্টিমিটে কারো পোস্ট ভাল লাগলে আমরা রিস্ট্রিম করি।

প্রশ্নঃকোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

উত্তরঃ কারো অনুমতি ছাড়া কারো মেসেঞ্জারে বা কারো কমেন্ট এ বা কোন পোস্টে মেনশন করা কোন লিংক শেয়ার করা।
কোন পোস্টে অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা। একই বিষয়কে বারবার বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা।

প্রশ্নঃফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তরঃ কপিরাইট বলতে আমি যেটা বুঝি অন্যের অনুমতি ছাড়া তার সম্পদ ও তাঁর লেখা তার কোন কিছু ব্যবহার করা। ফটো কঁপিরাইট বলতে আমরা যেটা বুঝি কারো ছবি যদি আমরা ব্যবহার করি তবে সে ক্ষেত্রে তার উৎস উল্লেখ করতে হবে। ছবি ডাউনলোড করবো তাদের কোনো নিয়ম-কানুন আছে কিনা সেটা জেনে নিতে হবে এবং সেই ভাবে সেটি ব্যবহার করতে হবে।

প্রশ্নঃ তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তরঃ অনেক সময় বিভিন্ন কাজে আমাদের ছবি ব্যবহার করার প্রয়োজন পড়ে। কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করার জন্য আমরা নিচের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারি।
গুগলে সার্চ করে এরকম আরো সাইট পাওয়া যাবে।

https://pixabay.com
https://www.pexels.com/
https://www.freeimages.com

প্রশ্নঃ পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

উত্তরঃ ট্যাগ একপ্রকার কিওয়ার্ড। যেকোনো কিছু অনুসন্ধান করতে আমরা কী ওয়ার্ড ব্যবহার করি। কিওয়ার্ড এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত ফলাফল খুব সহজেই খুজে পাই। কন্টেনের বিষয়বস্তুর উপর ভিত্তি করে ট্যাগ নির্বাচন করতে হয়। যেমন মনে করেন ভ্রমণ নিয়ে কিছু লিখছেন কিন্তু ট্যাগ ব্যবহার করলেন রিসিপি নিয়ে তাহলে সঠিক ট্যাগ ব্যবহার হল না।

প্রশ্নঃ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তরঃ যেহেতু এটি একটি ওপেন প্লাটফর্ম বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে রয়েছে। কোন রকম হিংসামূলক কিছু পোস্ট করা যাবে না।

ধর্মীয় এবং রাজনৈতিক ব্যাপারে পোস্ট করা যাবে না। একি পোস্ট বার বার করা যাবে না। কপি করা পোস্ট এখানে পোস্ট করা যাবে না। রোমান হরফে পোস্ট করা যাবে না। নারী, শিশু নির্যাতন মূলক পোস্ট করা যাবে না।

প্রশ্নঃ প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ প্লাগারিজম হচ্ছে অন্যের কোন লেখাতে নিজের বলে চালিয়ে দেওয়া অথবা কিছুটা পরিবর্তন করে চালিয়ে দেওয়া। আমরা যদি কারো লেখা দেখে এই বিষয়ে লেখালেখি করতে চাই তাহলে ৭০% লেখা আমাদের নিজের হতে হবে। ৩০% হয়ত আমরা অন্যের লেখা ব্যবহার করতে পারি।

প্রশ্নঃ Re-write আর্টিকেল কাকে বলে?

উত্তরঃ কোন বিষয়ের উপর আমরা যখন রিসার্স করি বা করব তখন বিভিন্ন উৎস হতে আমাদের তথ্য সংগ্রহের প্রয়োজন পড়ে। তথ্য গুলো আমাদের বিভিন্ন নির্ভরযোগ্য উৎস হতে নিতে হবে। তখন এই তথ্য ব্যবহার করে আমরা যে লেখালেখি করি সেটায় Re-write.

প্রশ্নঃ ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তরঃ
Re-write এর ক্ষেত্রে ৭৫% নিজের লেখা হতে হবে। বাকিটা উৎস থেকে নেওয়া যাবে। উৎস উল্লেখ করতে হবে।

প্রশ্নঃএকটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তরঃ ১০০ শব্দের কম এবং ১ মাত্র ছবি ব্যবহার করে পোস্ট করা হলে সেটাকে ম্যাক্রো পোস্ট হিসেবে গন্য করা হয়। বার বার ম্যাক্রো পোস্ট করলে spammer ব্লগার হিসেবে গন্য করা হয়।

প্রশ্নঃ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

উত্তরঃ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার ৩ টি পোস্ট করতে পারবে। তার বেশি করতে spammer ব্লগার হিসেবে গন্য করা হয়।

সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

মোটামুটি ঠিকঠাক ছিল আপনার উপস্থাপনা। কিন্তু আপনি নিজের ছবির বদলে অন্য ছবি ব্যবহার করেছেন। লেভেল ওয়ানের' পোস্টে নিজের ছবি ব্যবহার করাই সবচেয়ে বেশি উত্তর।

কারো মেসেঞ্জারে

এটা আপনি কোথা থেকে পেলেন? আপনার পোষ্টটি মোটামুটি হয়েছে। কিন্তু আপনি আসলে কতদূর কি বুঝতে পেরেছেন সেটা নিয়ে আমার সন্দেহ থেকে গেলো। যাই হোক আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago (edited)

আমাদের কাছে মেসেজে, ইনবক্সে অনেক লিংক দেয় অনেক অপরিচিত মানুষজন এটা এক প্রকার Spam বলা চলে।

 3 years ago 

আপনাকে অভিনন্দন লেভেল ওয়ান হতে ভালো কিছু অর্জন করতে পেরেছেন এজন্য। এবং আশা করি এবিবি স্কুলের প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে করে বাকি কাজগুলো শিখে নিবেন। এটি আপনার ভবিষ্যতে খুবই কাজে দিবে ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর ভাবে লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন ৷ আশা করি লেভেল ওয়ার এর ক্লাস খুলো ভালো ভাবে করেছেন এবং বিষয় গুলো উপর যথেষ্ট ধারনা পেয়েছে ৷ আপনার জন্য শুভকামনা রইল ৷

 3 years ago 

আমার মনে হয় বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করলে ভাল হত। তবে যেটা বোঝা গেল বিষয়গুলো সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা আছে। যাই হোক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি খুব ভালো পরিক্ষা দিছেন আশা করি আস্তে আস্তে শিখে আপনি আপনার গন্তব্যে পৌছে যাবেন। দোয় রইল আপনার জন্য সময় দিন, দিন বদলান এই স্লোগান মাথায় রাখবেন।

আপনাদের সুন্দর পরামর্শ গুলো আমার সামনের পথকে সহজ করবে।

 3 years ago 

অনেক সুন্দর করে আপনি লেভেল-১ পরীক্ষা দিয়েছেন, পোস্ট দেখে মনে হচ্ছে খুবই সুন্দর করে বিষয় গুলো বুঝেছেন, শুভকামনা রইল আপনার জন্য মৌখিক পরীক্ষা দিয়ে খুব দ্রুত লেভেল-১ অতিক্রম করবেন।

আলহামদুলিল্লাহ, মৌখিক পরীক্ষা ভালভাবে সম্পুর্ণ হয়েছে।

 3 years ago 

আপনি লেভেল ওয়ান থেকে অনেক কিছু শিখেছি ভাইয়া। আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল এবিবি স্কুলের ক্লাস গুলো ভালোভাবে করে পরবর্তী লেবেল গুলো পাস করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লেভেল- ১ এর লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আশাকরি আপনি আমাদের সাথে অনেক ভালো সময় কাটাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88778.96
ETH 3342.64
USDT 1.00
SBD 3.00