রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে আমাদের একদিন (১০% লাজুক খ্যাঁক ও ৫% এবিবি স্কুলের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই,
আশা করি সবাই ভালই আছেন।

আজকে জানবো কক্সবাজার রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে ভ্রমণ কাহিনী।

স্ত্রী অনেকদিন ধরে প্যারা দিচ্ছে কক্সবাজারে আছি বিয়ের চার বছর হয়ে গেল।

বলতে গেলে ফিশ ওয়াল্ড এর পাশেই আছি কিন্তু এখনও পর্যন্ত ফিশ ওয়াল্ড এই দেখা হলো না। বলতে বলতে কান ঝালাপালা করে ফেলতেছে। আমি বলতেছি মক্কার পাশে থাকলে হজ করা হয় না করবো করবো করে।
আমাদেরও একই অবস্থা, মানুষ দূর-দূরান্ত থেকে এসে ঘুরে বিভিন্ন ছবি দিয়ে থাকে ফেসবুকে এটা দেখে আমার স্ত্রী ঘেন ঘেন করতে থাকে, আমরা যে কখন যাব।

আসলে আমার সময়টাই হচ্ছে না, বিভিন্ন ঝামেলার কারণে যাওয়ার সময় টা হচ্ছে না।
একদিন ছুটির দিনে ফ্রি থাকাতে বললাম আজকে ফিশ ওয়াল্ড থেকে ঘুরে আসি। তোমার আশাটা পূর্ণ করি, তা না হলে তোমার আফসোস থেকে যাবে।

সে তো খুশিতে লাল।

আজকে আমাদের "রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড" ভ্রমণের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।

IMG_20220421_234742.jpg

ভিতরে ঢুকার আগে কৃত্রিম ঝর্ণার পাশে দাঁড়িয়ে ছেলেকে নিয়ে সুন্দর একটা ছবি উঠাইলাম।

IMG_20220421_234057.jpg

এখন আমরা ঢুকে যাব সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে। যত প্রজাতির মাছ আছে আজকে আমরা তা দেখার চেষ্টা করব।

IMG-20220422-WA0000.jpg

ফিশ ওয়ার্ল্ডে ঢোকার পরে দেখলাম বড় একুরিয়ামে মাছ গুলো কি সুন্দর করে ছোটাছুটি করতেছে। আমার ছেলে তা দিকে অনেক খুশি।

IMG_20220421_234303.jpg

এটাকে কি মাছ বলে ভুলে গেছি, মনে হয় চিতল মাছ।
সবার ছবি উঠাতে মাছটা একদম শান্ত হয়ে আছে একটু নড়াচড়া নাই। চোখ গুলা দেখেন মার্বেলের মতো জ্বলজ্বল করতেছে।

IMG_20220421_234347.jpg

সাগরের তলদেশে যেরকম তারা মাস দেখা যায়। এ হচ্ছে সেই তারা মাছ একটু নড়াচড়া নাই। বুঝা যাচ্ছেনা জীবিত না মৃত।

IMG_20220421_234242.jpg

এই ছবিতে দেখেন আবার একটা তারা উল্টে আছে তার মানে এগুলা জীবিত।

IMG_20220421_234136.jpg

আরেকটা একুরিয়ামে দেখতে পেলাম অনেকগুলা গোল্ডফিশ ছোটাছুটি করতেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে ছবি তোলার সময় ফ্ল্যাশ মারা নিষেধ লিখা আছে।

মাছের চোখে নাকি ক্ষতি হয় ফ্ল্যাশ দিলে তাই ছবিগুলা ক্লিয়ার হচ্ছে না।

IMG_20220422_002146.jpg

এই মাছটার নাম নাকি ভোলা মাছ। দেখলে মনে হচ্ছে আলা ভোলা টাইপের।

IMG_20220422_002102.jpg

আরেকটা একুরিয়ামে দেখতে পেলাম বড় বড় কাছিম।

IMG_20220421_234325.jpg

এটা হচ্ছে ফিস ওয়ার্ল্ড এর ভিতরে কৃত্রিম ঝর্ণা।

আরো অনেক প্রজাতির মাছ রয়েছে।। ছবি দিতে গেলে তো শেষই হবে না।। অন্য কোন দিন আবার বাকিটা নিয়ে লিখব। কেমন হয়েছে আমাদের মিস ওয়ার্ল্ড ভ্রমণ জানাবেন।

আজকের মত এখানে শেষ করলাম।

Device: Poco M2

Sort:  
 2 years ago 

কি বলেন ভাইয়া এত কাছাকাছি থেকেও চার বছর হয়ে গেল একবারেও যেতে পারলেন না। এটা কিন্তু একদম ঠিক নয়। ঘোরাঘুরি করাটা অনেক বেশি প্রয়োজন। সত্যিই আপনার পাশে ছিল বলে আপনি মূল্য দিচ্ছেন না। দেখেন অনেকে কত দূর থেকে আসছে। আজকে গিয়েছেন বলে বেশ ভালো লাগলো। এরকম মাঝে মধ্যে বের হবেন দেখবেন ভালো লাগবে। আর আপনি তো একদম মজার একটা জায়গায় আছেন। সেখানে তো ঘুরতে যাওয়ার জায়গার অভাব নেই।

প্রতিদিন একি জিনিস দেখি বলে ভাল লাগে না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63018.04
ETH 2471.67
USDT 1.00
SBD 2.68