ছিন্নমূল বাচ্চাদের সাথে নিয়ে সিয়াইইসি ইফতার মাহফিল(১০% লাজুক খ্যাঁক ও ৫% এবিবি-স্কুলের জন্য

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করতেছি রমজানে সবার দিনকাল ভালো যাচ্ছে। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম গত ২২ এপ্রিল ২০ রমজান আমাদের কক্সবাজার ইয়ুথ এন্টারপ্রিনিয়ারস ক্লাবের পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

IMG_20220425_143041.jpg

এখানে মূলত অংশগ্রহণ করে আমাদের ক্লাবের সদস্যরা পাশাপাশি কক্সবাজার নাজিরাটেক এলাকায় বসবাসকৃত সুবিধাবঞ্চিত শিশুরা। ইফতার মাহাফিলে আমাদেরকে স্পন্সর করেছে বিশেষ করে বাচ্চাদের মাঝে আমরা পাঞ্জাবি বিতরণ করেছি, পাঞ্জাবি আমাদের এক আপু স্পন্সর হয়েছেন এবং আরেক আপু কিছু টি শার্ট স্পন্সর করেছেন বাচ্চা গুলোর জন্য।

IMG_20220425_143100.jpg

প্রতিটা বাচ্চার জন্য যে খাবার দেওয়া হয়েছিল সেগুলো স্পন্সর করেছে আমরা সম্মিলিতভাবে যারা এখানে অংশগ্রহণ করেছি সবাই।

IMG_20220425_143442.jpg

খুব ভালো একটা দিন ছিল, নিজের কাছে অনেক ভাল লেগেছে। ইফতার করা অবস্থায় আমি বাচ্চাদের একটা টেবিলে বসে তাদের সাথে ইফতার করছিলাম, মাঝে মাঝে তাদের সাথে কথা বলছিলাম, আমি খাবার ঠিক আছে কিনা, মজা লাগছে কিনা এসব জানতে চাইতেই তখন তারা যেটা জানালো এ ধরনের খাবার তারা জীবনে কখনো খাইনি।

IMG_20220425_143427.jpg

আমরা যারা উচ্চবিত্ত পরিবার রয়েছি রমজানের সময় দেখা যায় অনেক অপ্রয়োজনীয় খাবার আমরা তৈরি করি। সব খাবার খেতে পারি না, অনেক খাবার নষ্ট করি ঠিক, একইভাবে রেস্টুরেন্টগুলোতে যখন আমরা বিভিন্ন ইফতার পার্টি করি সেখানে দেখা যায় প্লেট গুলোতে অনেক ধরনের খাবার থাকে। যার বেশি ভাগ আমরা নষ্ট করে ফেলি কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা এই রমজান মাসে হয়তো সেটা ঠিক মত সেহেরি করতে পারতেছে না, ইফতার ঠিকমতো করতে পারতেছে না। আমরা খাবারগুলো যদি নষ্ট না করি, যে খাবার গুলো আমরা খেতে পারতেছিনা সেগুলো পার্সেল হিসেবে নিয়ে নি সেটা আমাদের হোক বাড়িতে বা কোন রেস্টুরেন্ট।
আমরা খাবার গুলো পার্সেল করে যাদের খাবারগুলো দরকার তাদের মাঝে বন্টন করতে পারি।
এতে যেমন মনের মধ্যে একটা শান্তি কাজ করবে এবং দেখবেন নিজের কাছে খুব ভালো লাগবে।

IMG_20220425_143454.jpg

দোয়া করবেন সামনে যাতে আমরা আর ভাল ভাল কাজ করতে পারি।

Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া এমন সামাজিক সাংগঠনিক মূলক কাজ গুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। এমন অনেক মানুষ আছেন যারা আমাদের সমাজ নিয়ে কাজ করে তারা সত্যিই আমাদের কাছে খুবই সম্মানজনক। আপনারা ছিন্নমূল ও বাচ্চাদেরকে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই সেলুট দেওয়ার মতো। আপনারা যেভাবে বাচ্চা গুলোর পাশে দাঁড়িয়েছেন এভাবে যদি আমাদের সমাজের প্রত্যেকটা লোক দাঁড়ায় তাহলে বাচ্চাদের না খেয়ে থাকতে হবেনা, না পড়ে থাকতে হবে না। আপনারা বাচ্চাদেরকে খুব ভালো মানের খাবার খাওয়াই আছে যা দেখে সত্যিই খুব ভালো লেগেছে এবং পাঞ্জাবি ও বিতরণ করেছেন । আপনাকে এবং আপনার সাংগঠনিক সকল লোকদের আমার পক্ষ থেকে স্পেশাল ধন্যবাদ। আপনাদের জন্য শুভেচ্ছা এবং মোবারকবাদ।

দোয়া করবেন সামনে যাতে আর ভাল কাজ করতে পারি।

 2 years ago 

আপনার কাজ দেখে সত্যিই খুবই ভালো লাগলো। এরকম কাজ করতে পারলে নিজের মনে একটা শান্তি পাওয়া যায়। আমার কাছে তো দেখে ভীষণ ভালো লাগলো। কি সুন্দর ছোট ছোট বাচ্চারা ইফতার করছে। এরকম ছোট বাচ্চাদেরকে দেখলে সত্যিই খুব ভালো লাগে। অনেক মহৎ একটি কাজ করে ফেলেছেন। আমাদের মাঝে শেয়ার করাতে আমাদেরও দেখে ভালো লাগলো।

মনে একটা শান্তি পায় কাজ গুলো করে।

 2 years ago 

অনেক ভালো লাগল ভাই। মন থেকে ভালোবাসা আপনার জন্য।আসলে আমরা সবাই এগিয়ে গেলেই এদের অবস্থান পরিবর্তন করা সম্ভব। শুধু রমজান মাসে না আমাদের কে ছিন্নমূল পথ শিশুদের জন্য আরও ভালো কোনো ব‍্যবস্থা করতে হবে। আপনাকে দেখে আপনাদের কর্মকান্ড দেখে আমি অনেক অনুপ্রাণিত হলাম ভাই।।

সবাই যদি একটু একটু অনুপ্রাণিত হয়ে কিছু কিছু কাজ করে তাতেই অনেক কিছু হবে।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনাদের ইফতার মাহফিল। সকল মানুষ একসাথে একত্রিত ভাবে ফটো তুলেছেন এ দেখে আমার খুব ভালো লেগেছে। আশা করি এভাবে একত্রিত সংঘবদ্ধতার মাধ্যমে আমাদের সমাজ থেকে গড়ে তুলবেন। সামনের রোজার ইফতারি এভাবেই চালিয়ে যাবেন সে আশা ব্যক্ত করলাম।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 67928.09
ETH 3827.16
USDT 1.00
SBD 3.63